অলিম্পিক বাতিল হোক, গণবিস্ফোরণ জাপানে
করোনার (COVID-19) তৃতীয় ঢেউ নড়িয়ে দিয়েছে জাপানকে (Japan)। বৃহস্পতিবারের নথি বলছে, দেশের প্রায় ২০ হাজার লোক নতুন করে সংক্রমিত হয়েছেন।
টোকিও: বিতর্ক যেন থামছেই না টোকিও গেমস (Tokyo Games) ঘিরে। অলিম্পিক (Olympics) শুরু হতে আর দু’মাস বাকি। তার মধ্যেই আবার করোনার (COVID-19) কারণে জাপানের (Japan) বিপুল জনতা গেমস বন্ধের দাবি জানাল। অতিমারিতে খেলা নয়, জীবনের গুরুত্ব বেশি। অনলাইন এ নিয়ে একটি পিটিশন (Petition) করা হয়েছিল। যাতে সাড়ে ৩ লক্ষেরও বেশি মানুষ সই করেছেন। সেই পিটিশন জমা করা হল টোকিও (Tokyo) শহরের গভর্নর ইওরিকো কোইকের কাছে। সেই সঙ্গে পাঠানো হল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি, জাপান সরকারকেও।
যিনি অনলাইনে এই প্রতিবাদ পোল চালু করেছিলেন, সেই কেঞ্জি উত্সুনোমিয়া একদিকে যেমন আইনজীবী, অন্য দিকে তেমন জাপান সরকারের প্রাক্তন মন্ত্রীও। কেঞ্জির অনলাইন পোল নিয়ে জাপানের অধিকাংশ জনতা তাঁদের প্রতিক্রিয়ায় সহমত পোষণ করেছেন। কেঞ্জি বলেছেন, ‘আমার তো মনে হয়, অলিম্পিক আয়োজন করা থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হল মানুষের জীবন। সেটা মাথায় রেখেই জাপান সরকারের উচিত অলিম্পিক বাতিল করা। আর মানুষ যে সেটা চাইছেন, এই পোলই তার প্রমাণ। আয়োজক সংস্থা হিসেবে অলিম্পিক করা উচিত হবে কিনা, তার সিদ্ধান্ত নিতে পারে জাপান। পরিস্থিতি বিচার করে মানুষের পাশে থাকার জন্য গেমস বাতিল করা হোক।’
করোনার তৃতীয় ঢেউ নড়িয়ে দিয়েছে জাপানকে। বৃহস্পতিবারের নথি বলছে, দেশের প্রায় ২০ হাজার লোক নতুন করে সংক্রমিত হয়েছেন। যার মধ্যে টোকিওতে হাজারের কাছাকাছি লোক আক্রান্ত। মে মাস পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়াতে যে কারণে বাধ্য হয়েছে জাপান সরকার। কিন্তু তার মধ্যে আবার চতুর্থ ঢেউ নিয়ে আশঙ্কা শুরু হয়ে গিয়েছে। বলা হচ্ছে, তৃতীয় ঢেউয়ের থেকেও নাকি মারাত্মক হতে পারে ভাইরাস। আর তাই মানুষকে সচেতন করার পাশাপাশি তাঁদের পাশে থাকাটাও দরকার সরকারের। কেঞ্জির কথায়, ‘এই অবস্থায় গেমস আয়োজন হলে মেডিক্যাল সুযোগসুবিধা সাধারণ মানুষের বদলে অলিম্পিকের জন্য বরাদ্দ করা হবে। সেটা কোনও ভাবেই গ্রহণযোগ্য নয়। এই গেমস আয়োজন করার পিছনে আর্থিক একটা দিক তো রয়েইছে। দেশের মানুষের থেকে অর্থ বেশি জরুরি নয়।’
আরও পড়ুন: আইপিএলের বাকি ম্যাচ বোর্ডের কাছে চ্যালেঞ্জ, বলছেন রাজস্থান মালিক