কলকাতা: বাইশগজ এবং সিনেদুনিয়ার সম্পর্ক সেই কবেকার। ভারতের তাবড় তাবড় ক্রিকেটারদের প্রায়ই নায়িকাদের প্রেমে পড়তে দেখা গিয়েছে। বেশ কিছু সম্পর্কের পরিণতিও হয়েছে। আবার কিছু কিছু প্রেম অপূর্ণর পাতায় রয়ে গিয়েছে। রবি শাস্ত্রী ও অমৃতা সিংয়ের (Amrita Singh) প্রেমও অপূর্ণতার তালিকাতেই রয়েছে। ৮-এর দশকে ভারতীয় ক্রিকেট টিমের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার ছিলেন রবি শাস্ত্রী (Ravi Shastri)। সেই সময় অমৃতা সিংয়ের কেরিয়ার তুঙ্গে। শোনা গিয়েছিল তাঁদের বাগদানও হয়েছিল। কিন্তু শেষ অবধি বিয়ে হয়নি। নেপথ্যে রবি শাস্ত্রীর এক শর্ত। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে রবি শাস্ত্রীর পুরনো এক ভিডিয়ো। যেখানে সইফ আলি খানের প্রাক্তন স্ত্রীর সঙ্গে তুমুল প্রেম নিয়ে কথা বলতে শোনা যায় রবি শাস্ত্রীকে।
নেটদুনিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যায়, কম বয়সী রবি শাস্ত্রী তাঁর সঙ্গে অমৃতার প্রেমের সম্পর্কের কথা নিয়ে বলেছেন। তিনি বলেন, ‘যখন আমি প্রথম বার আমার প্রেমিকার সঙ্গে দেখা করেছিলাম… অমৃতা সিং। আপনি ওকে সিনেমায় নিশ্চয়ই দেখেছেন। ওর সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল মুম্বইয়ের এক রেস্তোরাঁয়। প্রথম ১০ মিনিট আমি কোনও কথা বলিনি। আমি জানতাম মেয়েদের সঙ্গে থাকলে আমি লজ্জা পাই। কিন্তু ওর সঙ্গে প্রথম দেখা হওয়ার সময় বুঝতে পারিনি যে, আমি কথা বলার সুযোগই পাব না। ও একনাগাড়ে ১০ মিনিট ধরে কথা বলেছিল। এটা আমার জীবনের সবচেয়ে বোকা বোকা মুহূর্ত।’
Ravi shastri’ interview of 1992 in which he is talking about his girlfriend Amrita Singh pic.twitter.com/nEAhkvkveM
— भाई साहब (@Bhai_saheb) August 8, 2024
রবি শাস্ত্রী ও অমৃতার প্রেমজীবন নিয়ে কম চর্চা হয়নি। বলিউড ও বাইশ গজের মিশেলে এই জুটিকে পাওয়া যেত। কিন্তু রবি শাস্ত্রী তাঁর সঙ্গে সংসার বাঁধার জন্য অমৃতাকে কেরিয়ার ছেড়ে দেওয়ার শর্ত দিয়েছিলেন। সেই সময় তা মেনে নিতে পারেনি অমৃতা। তাই তাঁদের সম্পর্ক পরিণতি পায়নি। রবি শাস্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর ১৯৯১ সালে বলিউড তারকা সইফ আলি খানের সঙ্গে বিয়ে করেন অমৃতা সিং। তাঁদের বিয়ের ১৩ বছর পর বিচ্ছেদ হয়। সইফ ও অমৃতার দুই সন্তান রয়েছে – সারা আলি খান ও ইব্রাহিম আলি খান।