Ravi Shastri: কোচিং শেষে আবার কমেন্ট্রি বক্সে ফেরার ইঙ্গিত শাস্ত্রীর
কিছুদিনের বিশ্রাম নিয়ে আবার নিশ্চিই ফিরবেন রবি (Ravi Shastri)। আইপিএলে কোনও দলের কোচ হলেও আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর কমেন্ট্রি করতে কোনও অসুবিধে নেই। তাই ভারতীয় ক্রিকেটের দ্রাবিড় সভ্যতায় আবার ফিরতে পারেন রবি। তবে ড্রেসিংরুমে নয়, কমেন্ট্রি বক্সে।
দুবাই : ২০১১ বিশ্বকাপ ফাইনালে শ্রীলঙ্কার নুয়ান কুলশেখরাকে ছক্কা হাঁকিয়ে ভারতের বিশ্বকাপ জয়, বা ২০০৭ সালের প্রথম টি-২০ বিশ্বকাপের ফাইনালে মিসবা উল হকের স্কুপে শ্রীসন্থের ক্যাচ। ইউটিউবে বা টিভি চ্যানেলে যতবার এই মুহূর্তগুলো দেখবেন, নস্টালজিয়ায় ভেসে যাওয়ার পাশাপাশি আপনার কানে একটাই গলার স্বর বেজে উঠবে— রবি শাস্ত্রী (Ravi Shastri)। ‘ধোনি ফিনিশেস অফ ইন স্টাইল’ হোক বা ‘শ্রীসন্থ টেকস ইট’, কমেন্ট্রি বক্সে রবি শাস্ত্রীকে এই কয়েক বছরে মিস করেননি, এমন মানুষের সংখ্যা নেহাত কম নয়। ভারতীয় ক্রিকেটে (Indian Cricket) অনেকে কোচ রবি শাস্ত্রীর সমালোচক ছিলেন। কিন্তু ধারাভাষ্যকার শাস্ত্রীর সমালোচক খুঁজে পাওয়া ভার। ভারতীয় দলের কোচের যাত্রা শেষ হয়েছে রবির। তাহলে কি আবার কমেন্ট্রি বক্সে ফিরছেন প্রাক্তন জাতীয় অধিনায়াক? শাস্ত্রী ইঙ্গিত দিয়ে রাখলেন, আবার ফিরতে পারেন কমেন্ট্রি (commentary) বক্সে। বলেছেন, ওই জায়গাটায় নিজেকে সব থেকে স্বচ্ছন্দ বোধ করেন তিনি।
ভারতীয় ক্রিকেটে খবর, রবি শাস্ত্রীকে কোচ হিসেবে পেতে চায় আইপিএলের (IPL) নতুন ফ্রাঞ্চাইজি আমেদাবাদ। সেই বিষয়ে এখনও চূড়ান্ত কোনও খবর আসেনি। তাই শাস্ত্রীকে আগামী দিনে আবার কমেন্ট্রি বক্সেই দেখতে পাচ্ছেন ক্রিকেট ভক্তরা। চলতি বছরে ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজ অসম্পূর্ণ রেখে এসেছে ভারত। আগামী বছর জুলাইয়ে ভারত-ইংল্যান্ড (India vs England) পঞ্চম টেস্ট খেলা হবে। শাস্ত্রী বলেছেন, “ইংল্যান্ড সিরিজে আমরা এগিয়ে আছি। লম্বা সময় পর্যন্ত আমরাই এগিয়ে থাকব। কারণ ম্যাচটা হবে আগামী বছর জুলাই মাসে। সে সময় আমাকে ওই ম্যাচের ধারাভাষ্য দিতে দেখতে পারেন। ওই জায়গাটা আমার জন্য সব সময় খোলা। আমি নিজেও খুব স্বচ্ছন্দ বোধ করি ওখানে।”
কবে থেকে আবার দেখা যাবে শাস্ত্রীকে কমেন্ট্রি বক্সে? ১৭ তারিখ থেকেই শুরু হচ্ছে নিউজিল্যান্ডের ভারত সফর। প্রথমে তিন ম্যাচের টি-২০ সিরিজ তারপর তিন ম্যাচের টেস্ট সিরিজ। যা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। রবি সেই সিরিজেই কমেন্ট্রি বক্সে ফিরছেন, এমন কথা শোনা যায়নি। ভারতীয় বোর্ডের কমেন্ট্রি প্যানেলে এখনও তাঁর নাম নেই। তবে কিছুদিনের বিশ্রাম নিয়ে আবার নিশ্চিই ফিরবেন রবি। আইপিএলে কোনও দলের কোচ হলেও আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর কমেন্ট্রি করতে কোনও অসুবিধে নেই। তাই ভারতীয় ক্রিকেটের দ্রাবিড় সভ্যতায় আবার ফিরতে পারেন রবি। তবে ড্রেসিংরুমে নয়, কমেন্ট্রি বক্সে।
আরও পড়ুন: IPL 2022: আরসিবির কোচের দায়িত্বে বাঙ্গার