IND vs PAK, World Cup 2023: ভারত-পাক ম্যাচে দুই দলের এক্স ফ্যাক্টর নিয়ে শাস্ত্রী-উবাচ

Ravi Shastri: আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজ মুখোমুখি রোহিত-বাবররা। একদিকে ভারত চায় পাকিস্তানের বিরুদ্ধে অপরাজিত রেকর্ড ধরে রাখতে। অন্যদিকে ৭-০ লজ্জা আর ৮-০ করতে চায় না পাকিস্তান। এই ম্যাচের আগে ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার এবং বিরাট-রোহিতদের প্রাক্তন হেড স্যার রবি শাস্ত্রী জানিয়েছেন, তাঁর মতে এই ম্যাচে ভারতের এক্স ফ্যাক্টর কে।

IND vs PAK, World Cup 2023: ভারত-পাক ম্যাচে দুই দলের এক্স ফ্যাক্টর নিয়ে শাস্ত্রী-উবাচ
ভারত-পাক ম্যাচে দুই দলের এক্স ফ্যাক্টর নিয়ে শাস্ত্রী-উবাচ
Follow Us:
| Edited By: | Updated on: Oct 14, 2023 | 8:30 AM

আমেদাবাদ: বিশ্বকাপের (ICC World Cup 2023) মেগা ম্যাচ। মঞ্চ প্রস্তুত। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানও (India vs Pakistan) প্রস্তুত। কাউন্টডাউন শুরু। ক্রিকেট প্রেমীদের অপেক্ষার অবসান হবে শনি-দুপুরে। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজ মুখোমুখি রোহিত-বাবররা। এই ম্যাচ ঘিরে প্রচুর প্রত্যাশা দুই দেশের ক্রিকেট প্রেমীদের। একদিকে ভারত চায় পাকিস্তানের বিরুদ্ধে অপরাজিত রেকর্ড ধরে রাখতে। অন্যদিকে ৭-০ লজ্জা আর ৮-০ করতে চায় না পাকিস্তান। এই ম্যাচের আগে ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার এবং বিরাট-রোহিতদের প্রাক্তন হেড স্যার রবি শাস্ত্রী (Ravi Shastri) জানিয়েছেন, তাঁর মতে এই ম্যাচে ভারতের এক্স ফ্যাক্টর কে। এবং পাকিস্তান শিবিরের কে ভারতকে চাপে ফেলতে পারে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

শাস্ত্রী মনে করেন এই হাইভোল্টেজ ম্যাচে ভারতের উপর চাপ সৃষ্টি করতে পারেন পাক তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি। তিনি বলেন, ‘আমার মনে হয় ভারতের ওপেনারদের বিরুদ্ধে শাহিন শাহ আফ্রিদির স্পেল গুরুত্বপূর্ণ হতে চলেছে। একটা ভালো চ্যালেঞ্জ হতে চলেছে। এই ম্যাচে যারা জিতবে তা নিয়ে দীর্ঘদিন আলোচনা হবে।’

ভারতের প্রাক্তন অধিনায়ক রবি শাস্ত্রী মনে করেন, ভারতের স্পিডস্টার জসপ্রীত বুমরা টিম ইন্ডিয়ার জন্য এক্স ফ্যক্টর হতে পারেন। প্রতিপক্ষ ব্যাটারদের উপর চাপ তৈরি করতে পারেন বুমরা। রবি শাস্ত্রীর কথায়, ‘আমি মনে করি বুমরা এবং সিরাজ এই ম্যাচে পার্থক্য গড়তে পারে। বুমরাকে একজন এক ফ্যক্টর হিসেবে এই ম্যাচে দেখা যেতে পারে। একইসঙ্গে রয়েছে সিরাজও। বিশ্ব ক্রিকেটে অনেক উন্নতি করা বোলারদের তালিকার অন্যতম ও। বল হাতে থাকলে সিরাজ অন্য মেজাজে থাকে। সুইং, সিমের দারুণ প্রদর্শন করতে পারে ও। তাই আমার মতে এই দু’জনের দিকে নজর থাকবে।’

শাস্ত্রী একইসঙ্গে মনে করেন, টপ অর্ডারে ভারতের অন্যতম ভরসা হতে চলেছেন রোহিত শর্মা, বিরাট কোহলি। তাঁরা যদি দু’জনই শতরান করে তা হলে ভারত ৩০০, ৩২০, ৩৩০ রানও তুলতে পারে বলে মনে করেন শাস্ত্রী। এ বার দেখার মোতেরায় রানের বর্ষণ হয় নাকি উইকেটের।