Ashwin on Pujara: বল হাতে গিল-পূজারা, কাজকর্ম ছেড়ে দিতে চাইলেন অশ্বিন!
Ind vs Aus, BGT 2023: বিরল দৃশ্যের সাক্ষী থাকল আমেদাবাদ টেস্টের পঞ্চমদিন। স্টিভ স্মিথ, মার্নাস লাবুশেনদের মতো সেরা ব্যাটারদের বিরুদ্ধে হাত ঘোরালেন ভারতীয় দলের ব্যাটিং তারকারা।
কলকাতা: আমেদাবাদ টেস্ট বেশ কয়েকজন ক্রিকেটারের কাছে একটু বেশিই স্পেশাল হয়ে থাকবে। তালিকায় যেমন রয়েছেন বিরাট কোহলি তেমনই আছেন শুভমন গিল (Shubman Gill)। টিম ইন্ডিয়ার এই তরুণ ওপেনার ঘরের মাঠে কেরিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি হাঁকালেন আমেদাবাদে। আইপিএল খেলার সুবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়াম তাঁর চেনা মাঠ। সেখানেই কেরিয়ারের স্মরণীয় ইনিংস খেলেছেন গিল। একইসঙ্গে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে ১.১ ওভার বোলিং করতেও দেখা গেল তাঁকে। আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথম বল হাতে দেখা গেল গিলকে। তাঁর পাশাপাশি দলের সিনিয়র ক্রিকেটার চেতেশ্বর পূজারাও (Cheteshwar Pujara) স্মিথদের বিরুদ্ধে ১ ওভার হাত ঘুরিয়েছেন। দলের দুই তারকা ব্যাটারকে বল করতে দেখে মজাদার প্রতিক্রিয়া অশ্বিনের। পূজারার বোলিংয়ের স্ক্রিনশট শেয়ার করে টুইট করেছেন অশ্বিন (Ravichandran Ashwin)। সতীর্থদের বোলিং নিয়ে অশ্বিনের প্রতিক্রিয়া কী? তুলে ধরল TV9 Bangla।
বর্ডার-গাভাসকর ট্রফিতে সবচেয়ে বেশি ২৫টি উইকেট নিয়েছেন অশ্বিন। আমেদাবাদ টেস্টের প্রথম ইনিংসে ৬ এবং দ্বিতীয় ইনিংসে ১টি উইকেট নেন তিনি। তাই পূজারা ও গিলকে বোলিং করতে দেখে তিনি চুপ থাকতে পারলেন না। দুই সতীর্থকে নিয়ে মজা করতে ছাড়লেন না তিনি। টুইটারে পূজারার বোলিংয়ের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে অশ্বিন লেখেন, “আমি কী করব এ বার? কাজকর্ম ছেড়ে দিই?” দুটো লাইন লিখে হাসির ইমোজি দিয়েছেন তিনি। নেটিজেনরা বেশ মজা পেয়েছেন এতে। পূজারাও পাল্টা উত্তর দিয়েছেন। তিনি লেখেন, “নাগপুরে ফার্স্ট ডাউনে নামার জন্য ধন্যবাদ জানানোর একটা পদ্ধতি মাত্র।”
Nahi. This was just to say thank you for going 1 down in Nagpur ? https://t.co/VbE92u6SXz
— Cheteshwar Pujara (@cheteshwar1) March 13, 2023
আমেদাবাদে রুদ্ধশ্বাস ম্যাচের অপেক্ষা ছিল ক্রিকেটপ্রেমীদের। কিন্তু ম্যাচ নিষ্ফলাই থেকেছে। প্রথম তিন ম্যাচের ভিন্ন রূপ দেখা গিয়েছে আমেদাবাদে। ম্যাচগুলি তিন দিনেই শেষ হয়ে গিয়েছিল। বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ নির্ণায়ক ম্য়াচে অস্ট্রেলিয়ার কাছে সুযোগ ছিল ম্যাচ জিতে সিরিজ ড্র করার। ভারতের লক্ষ্য ছিল ম্য়াচ জিতে বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করা। কিন্তু ভারতের ফাইনাল আগেই নিশ্চিত হয়ে যাওয়ায় শেষ দিন বিনোদনের ম্য়াচ দেখা গিয়েছে।