IND vs ENG: একই প্রান্তে দুই ব্যাটার! জাডেজার সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট অশ্বিন
Ravichandran Ashwin: উপ্পলে ভারত-ইংল্যান্ড প্রথম টেস্টের দ্বিতীয় দিনের দু'টো সেশন শেষ হয় ৫ উইকেটে ৩০৯ রানে। চা বিরতিতে ৪৫ রানে অপরাজিত ছিলেন জাডেজা এবং ৯* রানে ছিলেন ভরত। ৮৮.২ ওভারে এরপর জো রুট এসে তুনে নেন ভরতের (৪১) উইকেট। হাফসেঞ্চুরি মিস করে ফেরেন তিনি। এরপর নামেন অশ্বিন। ভাবা হচ্ছিল জাডেজার সঙ্গে জমাট জুটি বাঁধবেন। কিন্তু মাত্র ১ রান করেই তাঁকে মাঠ ছাড়তে হল।
কলকাতা: দেশের দুই তারকা অলরাউন্ডার ক্রিজে… ভারতীয় ক্রিকেটপ্রেমীরা নিশ্চয়ই ভাবতে শুরু করেছিলেন দু’জনই অপরাজিত থেকে হায়দরাবাদ টেস্টের (Test) দ্বিতীয় দিনটা শেষ করবেন। কিন্তু কোথায় কী! একটা ভুল বোঝাবুঝিতে সব শেষ। কথা হচ্ছে রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) এবং রবিচন্দ্রন অশ্বিনকে (Ravichandran Ashwin) নিয়ে। উপ্পলে ভারত-ইংল্যান্ড প্রথম টেস্টের দ্বিতীয় দিনের দু’টো সেশন শেষ হয় ৫ উইকেটে ৩০৯ রানে। চা বিরতিতে ৪৫ রানে অপরাজিত ছিলেন জাডেজা এবং ৯* রানে ছিলেন ভরত। ৮৮.২ ওভারে এরপর জো রুট এসে তুনে নেন ভরতের (৪১) উইকেট। হাফসেঞ্চুরি মিস করে ফেরেন তিনি। এরপর নামেন অশ্বিন। ভাবা হচ্ছিল জাডেজার সঙ্গে জমাট জুটি বাঁধবেন। কিন্তু মাত্র ১ রান করেই তাঁকে মাঠ ছাড়তে হল।
বল হাতে জাডেজা-অশ্বিন জুটি হিট হয়েছিল ইংল্যান্ডের প্রথম ইনিংসে। দুই স্পিনার পেয়েছিলেন ৩টি করে উইকেট। কিন্তু ব্যাট হাতে তাঁদের জুটি সত্যিকার অর্থে জুটি হওয়ার আগেই ভেঙে গেল। সপ্তম উইকেটে জাডেজা-অশ্বিন তোলেন মাত্র ২ রান। ১১ বল খেলে মাত্র ১ রান করেন অশ্বিন। এরপর ৯০.৩ ওভারে ঘটে সেই অঘটন। কভারের দিকে বল পাঠিয়ে জাডেজাকে সিঙ্গল নেওয়ার জন্য ডাক দেন অশ্বিন। জাডেজা খানিকটা দৌড়ে এগিয়েছিলেনও। কিন্তু সেই সময় কভারে টম হার্টলি সেই বল তুলে নেন এবং উইকেটকিপার বেন ফোকসের দিকে পাঠিয়ে দেন। সময় নষ্ট না করে স্টাম্পে বল ছুইয়ে দেন ফোকস। ততক্ষণে রবীন্দ্র জাডেজা ফিরে যান নন স্ট্রাইকার এন্ডে। আর তাঁর ঠিক সামনে হতাশ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় অশ্বিনকে।
This is a Pakistan cricket level run out. pic.twitter.com/pYWBw90kLi
— R A T N I S H (@LoyalSachinFan) January 26, 2024
সোশ্যাল মিডিয়ায় অশ্বিন-জাডেজার সেই মুহূর্তের ছবি ভাইরাল হয়েছে। টিম ইন্ডিয়ার সিনিয়র তারকা অলরাউন্ডার যখন রান আউট হন, সেই সময় ভারতের স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ৩৫৮। দ্বিতীয় দিনের শেষে ভারত আর কোনও উইকেট হারায় কিনা সেদিকে নজর থাকবে।