Ravindra Jadeja : ‘আমার আস্থা, শক্তি ও বিশ্বাস…’, স্ত্রী রিভাবাকে নিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে কোথায় গেলেন জাডেজা?

India vs West Indies : জুলাই মাসে ক্যারিবিয়ান সফরে যাবে ভারতীয় দল। তার আগে স্ত্রী রিভাবাকে নিয়ে এক মন্দিরে গেলেন ভারতীয় তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা।

Ravindra Jadeja : 'আমার আস্থা, শক্তি ও বিশ্বাস...', স্ত্রী রিভাবাকে নিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে কোথায় গেলেন জাডেজা?
Ravindra Jadeja : 'আমার আস্থা, শক্তি ও বিশ্বাস...', স্ত্রী রিভাবাকে নিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে কোথায় গেলেন জাডেজা? Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jun 28, 2023 | 5:23 PM

আমেদাবাদ : ভক্তিতেই শক্তি। ভারতীয় টিমের একাধিক ক্রিকেটার ঈশ্বরে বিশ্বাসী। বিরাট কোহলি থেকে শুরু করে লোকেশ রাহুল, অক্ষর প্যাটেলকে চলতি বছরে একাধিকবার বিভিন্ন মন্দিরে দেখা গিয়েছে। মাঝে মাঝেই সুযোগ পেলেই ভারতীয় ক্রিকেটাররা ঈশ্বরের চরণে নিজেকে সমর্পিত করেন। এ বার ভারতীয় তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাকে (Ravindra Jadeja) দেখা গিয়েছে এক মন্দিরে। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করেছেন জাডেজা। সেখানে দেখা গিয়েছে রবীন্দ্র জাডেজার স্ত্রী রিভাবাও রয়েছেন তাঁর সঙ্গে। জুলাই মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে (India Tour of West Indies) যাবে ভারত। তার আগে কোন মন্দিরে গেলেন জাড্ডু? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

‘আমার আস্থা, আমার শক্তি ও আমার বিশ্বাস, মা আশাপুরা।’ ইন্সটাগ্রামে স্ত্রী রিভাবার সঙ্গে ছবি শেয়ার করে ক্যাপশনে এটাই লিখেছেন ভারতীয় তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা। ছবিতে দেখা গিয়েছে গুজরাটের কচ্ছে অবস্থিত মা আশাপুরা মন্দিরে সস্ত্রীক জাডেজা পৌঁছে গিয়েছিলেন। রিভাবা লাল শাড়ি পরেছিলেন। আর জাডেজার পরনে ছিল টি-শার্ট আর জিন্স। মাথায় ঘোমটা নিয়েছিলেন রবীন্দ্র জাডেজার স্ত্রী রিভাবা। অন্যদিকে মাথায় লাল রংয়ের পাগড়ি পরে মা আশাপুরাকে প্রণাম করেন জাডেজা। সেখানে তাঁরা দু’জন পুজোও দেন। জাডেজার পাশাপাশি তাঁর স্ত্রী রিভাবাও টুইটারে নিজেদের ছবি শেয়ার করে মা আশাপুরা মন্দির দর্শনের কথা জানিয়েছেন।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পর ভারতীয় ক্রিকেটাররা নিজেদের মতো ছুটি কাটাচ্ছেন। কেউ বিদেশে, তো কেউ আবার বাড়িতে। জুলাই মাস থেকে ভারতের ক্রিকেটারদের আর দম ফেলার ফুরসত থাকবে না। কারণ এরপর রয়েছে ঠাসা ক্রিকেট ইভেন্ট। প্রসঙ্গত, আসন্ন ক্যারিবিয়ান সফরের জন্য টেস্ট ও ওডিআই স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই। দুই স্কোয়াডেই জায়গা পেয়েছেন ভারতীয় তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা। ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে স্ত্রী রিভাবার সঙ্গে মা আশাপুরার আশীর্বাদ নিয়ে এলেন জাডেজা।