IND vs NZ: জাডেজার দুরন্ত ঘূর্ণিতে ৫, আরব সাগরের তীরে ভরাডুবি নিউজিল্যান্ডের
ভারত-নিউজিল্যান্ড তৃতীয় টেস্টের প্রথম দিনের দ্বিতীয় সেশনে তিনটে উইকেট নিয়েছিলেন জাডেজা। তৃতীয় সেশন শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে আরও ২টি উইকেট তুলে নেন তিনি। তাঁর পাশাপাশি ৪ উইকেট নেন ওয়াশিংটন সুন্দর। এর ফলে ২৩৫ রানে অল আউট টম ল্যাথামের টিম।
কলকাতা: পঞ্চম বোলার হিসেবে মুম্বই টেস্টের প্রথম দিন খেললেন তিনি। কিউয়িদের প্রথম ইনিংস যখন শেষ হল, সেই সময় ঝুলিতে ভরে নিয়েছেন ৫ উইকেট। কথা হচ্ছে রবীন্দ্র জাডেজাকে (Ravindra Jadeja) নিয়ে। ভারত-নিউজিল্যান্ড (India vs New Zealand) তৃতীয় টেস্টের প্রথম দিনের দ্বিতীয় সেশনে তিনটে উইকেট নিয়েছিলেন জাডেজা। তৃতীয় সেশন শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে আরও ২টি উইকেট তুলে নেন। আরব সাগরের তীরে তাঁর ঘূর্ণি সামলাতে হিমশিম খেল নিউজিল্যান্ড। জাডেজার ফাইফার, সুন্দরের চার শিকারে মুম্বই টেস্টে প্রথম ইনিংসে ২৫০ রানও পেরোল না কিউয়িরা। ২৩৫ রানেই অল আউট টম ল্যাথামের দল।
ভারতীয় তারকা স্পিনার জাডেজা টেস্টে এর আগে ১৩ বার ৫ উইকেট নিয়েছেন। এ বার মুম্বইয়ে কিউয়িদের বিরুদ্ধে তিনি ৫টি উইকেট নিতেই সেই সংখ্যাটা হল ১৪। দ্বিতীয় সেশনে উইল ইয়ং, টম ব্লান্ডেল ও গ্লেন ফিলিপসকে ফেরান জাডেজা। এরপর দিনের তৃতীয় সেশনে, ৬১তম ওভারের চতুর্থ বলে প্রথমে ঈশ সোধিকে ফেরান জাডেজা। ৭ রান করেন সোধি। এরপর ওই ওভারের শেষ বলে ম্যাট হেনরিকে জাডেজা ফেরান শূন্যে। সেই সঙ্গে তিনি পূর্ণ করে ফেলেন টেস্ট কেরিয়ারের ১৪তম ফাইফার।
একদিকে যখন কিউয়িদের পরপর উইকেট পড়ছে, তারই মাঝে সেঞ্চুরির দিকে এগোচ্ছিলেন পাঁচে নামা ড্যারেল মিচেল। ৬৬তম ওভারে তাঁর উইকেট তুলে নেন ওয়াশিংটন সুন্দর। ১২৯ বলে ৮২ রান মিচেলের। প্রথম স্লিপে দারুণ ক্যাচ রোহিতের। তিনি আউট হতেই ভারতীয় ক্রিকেটারদের চোখে-মুখে খুশি ফুটে ওঠে। আর অত্যন্ত হতাশ দেখায় মিচেলকে। তিনি আর কিছুক্ষণ ক্রিজে থাকলে দলগত রান ২৫০ হতে পারত। কিউয়িদের শেষ উইকেটটি তুলে নেন ওয়াশিংটন সুন্দর। এজাজ প্যাটেলকে (৭) এলবিডব্লিউ করে ফেরান তিনি। ১৮.৪ ওভারে ২টি মেডেন সহ ৮১ রান খরচ করে ৪ উইকেট সুন্দরের। আর ২২ ওভারে ১টি মেডেন সহ ৬৫ রানে ৫ উইকেট জাডেজার।
A round of applause for Ravindra Jadeja! 👏 👏
He scalps his 1⃣4⃣th FIFER in Test cricket ✅
Well done! 🙌 🙌
Live ▶️ https://t.co/KNIvTEy04z#TeamIndia | #INDvNZ | @imjadeja | @IDFCFIRSTBank pic.twitter.com/I1UwZN94CM
— BCCI (@BCCI) November 1, 2024