IPL 2022: রায়াডুর সঙ্গে পন্টিংয়ের তুলনা কেন করলেন সচিন?

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Apr 14, 2022 | 3:28 PM

মাস্টার ব্লাস্টার বলেন, 'রায়াডুর ওই ক্যাচ দেখে আমার রিকি পন্টিংয়ের কথা মনে পড়ে গেল। জাডেডার বলে রায়াডু যে ক্যাচ নিয়েছে, তা এককথায় অসাধারণ ক্যাচ। বেঙ্গালুরু শুরুতে পরপর উইকেট না হারালে রান তাড়াও করতে পারত।'

Follow Us

মুম্বই: আইপিএলে (IPL 2022) দুরন্ত ক্যাচ নিয়ে সচিনের (Sachin Tendulkar) প্রশংসা কুড়োলেন অম্বাতি রায়াডু (Ambati Rayudu)। মঙ্গলবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে দুরন্ত ক্যাচ নেন সিএসকের ক্রিকেটার। ওই ক্যাচেই প্যাভিলিয়নে ফিরে যান আকাশদীপ। যে ক্যাচ দেখে অনেক বছর আগের এক ঘটনার কথা মনে পড়ে যায় মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের। অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিংয়ের সঙ্গে রায়াডুর তুলনা করলেন মুম্বই ইন্ডিয়ান্সের মেন্টর। এ বারের আইপিএলে খরার মধ্যে দিয়ে যাচ্ছিল সিএসকে। কোহলি, ডুপ্লেসিদের হারিয়েই প্রথম জয়ের দেখা পায় চেন্নাই সুপার কিংস। শিবম দুবে আর রবিন উথাপ্পার ঝোড়ো ব্যাটিংয়ের সুবাদে আরসিবিকে হারায় সিএসকে। ওই একটা জয়েই চেন্নাইয়ের মানসিকতা বদলে দিয়েছে। ওই ম্যাচেই রায়াডুর ক্যাচ দেখে ঠিক কী বলেছেন সচিন?

 

মাস্টার ব্লাস্টার বলেন, ‘রায়াডুর ওই ক্যাচ দেখে আমার রিকি পন্টিংয়ের কথা মনে পড়ে গেল। জাডেডার বলে রায়াডু যে ক্যাচ নিয়েছে, তা এককথায় অসাধারণ ক্যাচ। বেঙ্গালুরু শুরুতে পরপর উইকেট না হারালে রান তাড়াও করতে পারত।’

 

 

 

 

 

ওই ম্যাচ প্রসঙ্গে সচিন এও বলেছেন, ‘থিকসানার সঙ্গে জুটি বেঁধে বেশ ভালো বোলিং করে জাডেজা। ম্যাক্সওয়েলের বিরুদ্ধে ও নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়েছে।’ সিএসকে জয়ে ফিরলেও, মুম্বই ইন্ডিয়ান্স এখনও আইপিএলে জয়ের দেখা পায়নি। আইপিএলে টানা ৫ ম্যাচে হার মুম্বইয়ের। রোহিত শর্মাদের এই ব্যর্থতা প্রশ্নের মুখে ফেলে দিয়েছে।

 

আরও পড়ুন: IPL 2022: ‘বিরাটের পথে হাঁটুক রোহিত’, বড়সড় মন্তব্য মঞ্জরেকরের

মুম্বই: আইপিএলে (IPL 2022) দুরন্ত ক্যাচ নিয়ে সচিনের (Sachin Tendulkar) প্রশংসা কুড়োলেন অম্বাতি রায়াডু (Ambati Rayudu)। মঙ্গলবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে দুরন্ত ক্যাচ নেন সিএসকের ক্রিকেটার। ওই ক্যাচেই প্যাভিলিয়নে ফিরে যান আকাশদীপ। যে ক্যাচ দেখে অনেক বছর আগের এক ঘটনার কথা মনে পড়ে যায় মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের। অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিংয়ের সঙ্গে রায়াডুর তুলনা করলেন মুম্বই ইন্ডিয়ান্সের মেন্টর। এ বারের আইপিএলে খরার মধ্যে দিয়ে যাচ্ছিল সিএসকে। কোহলি, ডুপ্লেসিদের হারিয়েই প্রথম জয়ের দেখা পায় চেন্নাই সুপার কিংস। শিবম দুবে আর রবিন উথাপ্পার ঝোড়ো ব্যাটিংয়ের সুবাদে আরসিবিকে হারায় সিএসকে। ওই একটা জয়েই চেন্নাইয়ের মানসিকতা বদলে দিয়েছে। ওই ম্যাচেই রায়াডুর ক্যাচ দেখে ঠিক কী বলেছেন সচিন?

 

মাস্টার ব্লাস্টার বলেন, ‘রায়াডুর ওই ক্যাচ দেখে আমার রিকি পন্টিংয়ের কথা মনে পড়ে গেল। জাডেডার বলে রায়াডু যে ক্যাচ নিয়েছে, তা এককথায় অসাধারণ ক্যাচ। বেঙ্গালুরু শুরুতে পরপর উইকেট না হারালে রান তাড়াও করতে পারত।’

 

 

 

 

 

ওই ম্যাচ প্রসঙ্গে সচিন এও বলেছেন, ‘থিকসানার সঙ্গে জুটি বেঁধে বেশ ভালো বোলিং করে জাডেজা। ম্যাক্সওয়েলের বিরুদ্ধে ও নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়েছে।’ সিএসকে জয়ে ফিরলেও, মুম্বই ইন্ডিয়ান্স এখনও আইপিএলে জয়ের দেখা পায়নি। আইপিএলে টানা ৫ ম্যাচে হার মুম্বইয়ের। রোহিত শর্মাদের এই ব্যর্থতা প্রশ্নের মুখে ফেলে দিয়েছে।

 

আরও পড়ুন: IPL 2022: ‘বিরাটের পথে হাঁটুক রোহিত’, বড়সড় মন্তব্য মঞ্জরেকরের

Next Article