IPL 2022: ‘বিরাটের পথে হাঁটুক রোহিত’, বড়সড় মন্তব্য মঞ্জরেকরের

ভারতের প্রাক্তন ক্রিকেটার বলেন, 'রোহিত শর্মার উচিত বিরাট কোহলির মতোই ক্যাপ্টেন্সি ছেড়ে দেওয়া। নেতৃত্বের চাপ নিয়ে ও খেলতে পারছে না। ক্যাপ্টেন্সি ছাড়লে ব্যাটিংয়ে মনোনিবেশ করতে সুবিধে হবে। শেষ ৩-৪ মরসুম ধরে ওর ব্যাটিং গড় ৩০-এর নীচে নেমে এসেছে। স্ট্রাইক রেট ১৫০ থেকে ১৬০।'

IPL 2022: 'বিরাটের পথে হাঁটুক রোহিত', বড়সড় মন্তব্য মঞ্জরেকরের
সঞ্জয় মঞ্জরেকরের বিস্ফোরক মন্তব্য। ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Apr 14, 2022 | 2:58 PM

মুম্বই: ফর্মের ধারেকাছে নেই রোহিত শর্মা। দলও জয়ের মুখ দেখছে না। পাঁচবারের আইপিএল (IPL 2022) চ্যাম্পিয়নদের সময়টা একেবারে ভালো যাচ্ছে না। গত আইপিএলে প্লে অফে উঠতে পারেনি। এবারে প্রথম ৫ ম্যাচেই টানা হার। লিগ টেবিলের একেবারে নীচে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। রোহিত শর্মা আইপিএলে ৫০০ চার মারার রেকর্ড এবং টি-টোয়েন্টিতে ১০ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করেছেন। তবে দল ব্যর্থতার ঘেরাটোপ থেকে বেরোতে পারছে না। পঞ্জাবের কাছে ১২ রানে হারের পরই বিস্ফোরক প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর। হিটম্যানকে একহাত নিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার। রোহিত শর্মার উচিত বিরাট কোহলির পথে হাঁটা। এমনই মন্তব্য সঞ্জয় মঞ্জরেকরের। পঞ্জাবের (Punjab Kings) কাছে ব্যর্থ হওয়ার পরই বিস্ফোরক হয়ে উঠলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার।

ঠিক কী বলেছেন সঞ্জয়? ভারতের প্রাক্তন ক্রিকেটার বলেন, ‘রোহিত শর্মার উচিত বিরাট কোহলির মতোই ক্যাপ্টেন্সি ছেড়ে দেওয়া। নেতৃত্বের চাপ নিয়ে ও খেলতে পারছে না। ক্যাপ্টেন্সি ছাড়লে ব্যাটিংয়ে মনোনিবেশ করতে সুবিধে হবে। শেষ ৩-৪ মরসুম ধরে ওর ব্যাটিং গড় ৩০-এর নীচে নেমে এসেছে। স্ট্রাইক রেট ১৫০ থেকে ১৬০। জাতীয় দলে খেলার সময় ওর রান অনেক বেশি হত। কারণ তখন ও শুধু নিজেকে নিয়ে ভাবত। কিন্তু এখন জাতীয় দলের চাপও এসে গিয়েছে ওর উপর।’

এখানে থেমে থাকেননি মঞ্জরেকর। তিনি আরও বলেন, ‘কেএল রাহুল কিংবা হার্দিক পান্ডিয়ার মতো সামনে থেকে আইপিএলে নেতৃত্ব দেওয়া উচিত রোহিতের। যদি চাপমুক্ত হয়ে খেলে, তাহলে সেটা সম্ভব। আমি মনে করি, এই মুহূর্তে মুম্বইয়ের ক্যাপ্টেন হওয়া উচিত কায়রন পোলার্ডের। ওর মধ্যে সেই ক্ষমতা রয়েছে। চাপের ম্যাচে ও ভালো ব্যাটিং করে। এ বারে হয়তো ওর ব্যাট থেকে এখনও সে রকম ইনিংস দেখা যায়নি। তবে চাপের ম্যাচে ওর একটা ইনিংস ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। বাকিদেরও উচিত পোলার্ডকে সাহায্য করা।’

গত বছর সংযুক্ত আরব আমিরশাহিতে আইপিএলের দ্বিতীয় পর্বের ম্যাচ হওয়ার সময়ই আরসিবির ক্যাপ্টেন্সি ছাড়েন বিরাট কোহলি। বিরাটের পরিবর্তে ব্যাঙ্গালোরের অধিনায়ক হন ফাফ ডুপ্লেসি।

আরও পড়ুন: IPL 2022: ছবিতে দেখুন এ বারের আইপিএলের সেরা কিছু ক্যাচ