
অস্বস্তি কমছে না রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পেসার যশ দয়ালের। কয়েক সপ্তাহ আগে গাজিয়াবাদের এক মহিলা তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিল। আরও এক মহিলাও এমন অভিযোগ এনেছিল। সেই মামলা থেকে সাময়িক স্বস্তি পেয়েছিলেন। কিন্তু তার কয়েকদিনের মধ্যে জয়পুরো পকসো আইনে যশ দয়ালের বিরুদ্ধে এফআইআর হয়। ক্রিকেট কেরিয়ার গড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এক নাবালিকাকে ধর্ষণ করেছেন, এমন অভিযোগ যশ দয়ালের বিরুদ্ধে। ব্যক্তিগত জীবনে নানা সমস্যার মধ্যে ক্রিকেট কেরিয়ারও সঙ্কটে।
কয়েক মাস আগেও তাঁর ক্রিকেট কেরিয়ার দুর্দান্ত জায়গায় ছিল। জাতীয় দলে ডাক পান। ঘরোয়া ক্রিকেটে খেলছিলেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্রথম বার ট্রফি জেতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। খেতাবের দৌড়ে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন যশ। কিন্তু রাজস্থানে পকসো আইনে এফআইআরের পর থেকেই গ্রেফতার হওয়ার আশঙ্কায় যশ দয়াল। তাঁর মাঠের বাইরের এই সমস্যার কারণে ঘরোয়া ক্রিকেটে বড় সমস্যায়।
উত্তর প্রদেশ টি-টোয়েন্টি লিগে নির্বাসিত করা হয়েছে যশ দয়ালকে। উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন তাঁকে নির্বাসিত করার সিদ্ধান্ত নিয়েছে। যে কারণে উত্তর প্রদেশ টি-টোয়েন্টি লিগের পরবর্তী সংস্করণে খেলতে দেখা যাবে না যশ দয়ালকে। গোরখপুর লায়ন্স ৭ লক্ষ টাকায় নিয়েছিল আইপিএল জয়ী এই বাঁ হাতি পেসারকে। তাঁর কেরিয়ার আপাতত ঝুলেই রইল।