IPL 2025 Champion RCB: ‘আরসিবির বিরুদ্ধে মামলা করা উচিত’, দাবি তুললেন বিশ্বজয়ী ক্রিকেটার

Royal Challengers Bengaluru Victory Celebration: এর মাঝেই পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ১১ জনের। আহত আরও অনেকে। চিকিৎসাধীন রয়েছেন তাঁরা। মৃত্যুর ঘটনার পরও চিন্নাস্বামী স্টেডিয়ামে বিজয় উৎসব হয়। যে ঘটনায় ক্ষুব্ধ দেশের বিশ্বজয়ী ক্রিকেটার। ১০০ কোটি টাকার মামলা হওয়া উচিত, এমনটাই বলছেন।

IPL 2025 Champion RCB: আরসিবির বিরুদ্ধে মামলা করা উচিত, দাবি তুললেন বিশ্বজয়ী ক্রিকেটার
Image Credit source: PTI

Jun 05, 2025 | 5:48 PM

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্রথম বার চ্যাম্পিয়ন হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দীর্ঘ ১৭ বছরের অপেক্ষা মিটেছে। আইপিএলের ১৮তম সংস্করণে ১৮ নম্বর জার্সির কিংবদন্তি বিরাট কোহলির স্বপ্নপূরণ হয়েছে অবশেষে। কিন্তু ট্রফি জয়ের পরদিনই চরম অস্বস্তিকর পরিস্থিতি। আরসিবির বিজয় মিছিল কার্যত হয়ে যায় মৃত্যু মিছিল। চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে প্রচণ্ড ভিড়। এর মাঝেই পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ১১ জনের। আহত আরও অনেকে। চিকিৎসাধীন রয়েছেন তাঁরা। মৃত্যুর ঘটনার পরও চিন্নাস্বামী স্টেডিয়ামে বিজয় উৎসব হয়। যে ঘটনায় ক্ষুব্ধ দেশের বিশ্বজয়ী ক্রিকেটার। ১০০ কোটি টাকার মামলা হওয়া উচিত, এমনটাই বলছেন।

ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা ১৯৮৩’র বিশ্বকাপ জয়ী দলের সদস্য মদনলাল সংবাদসংস্থা আইএএনএসকে এক সাক্ষাৎকারে বলেন, ‘এই ঘটনা কেউ ভুলবে না, তেমনই বিরাট কোহলিও। বাইরে যখন সমর্থকদের মৃত্যু হয়েছে, স্টেডিয়ামের ভেতরে তখনও সেলিব্রেশন হল। এটা খুবই অবাক করা এবং হতাশাজনক। এই চূড়ান্ত দুর্ভাগ্যজনক ঘটনার জন্য আরসিবি এবং রাজ্য সরকারের বিরুদ্ধে অন্তত ১০০ কোটি টাকার মামলা করা উচিত। বোর্ডেরও দায় রয়েছে।’

কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া সাংবাদিকদের জানিয়েছেন, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। কর্নাটক ক্রিকেট সংস্থার তরফে ঘোষণা করা হয়েছিল, আরসিবি এবং রাজ্য ক্রিকেট সংস্থা ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবে। এ দিন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তরফে আরও একটি বিবৃতি দেওয়া হয়েছে। যেখানে বলা হয়েছে, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে এবং আহতদের চিকিৎসার ক্ষেত্রেও সাহায্য করবে আরসিবি।