RCB vs GT, IPL 2023 : আরসিবি শিবিরে বিরাট ধাক্কা, ছিটকে গেলেন ৭.৭৫ কোটি টাকার তারকা ক্রিকেটার!

Royal Challengers Bangalore : আজ, রবিবার গুজরাট টাইটান্সের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় ধাক্কা খেলেন ফাফ ডুপ্লেসিরা।

RCB vs GT, IPL 2023 : আরসিবি শিবিরে বিরাট ধাক্কা, ছিটকে গেলেন ৭.৭৫ কোটি টাকার তারকা ক্রিকেটার!
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: May 21, 2023 | 3:35 PM

বেঙ্গালুরু: অঙ্কটা খুব সোজা। রবিবার গুজরাট টাইটান্সের (RCB vs GT) বিরুদ্ধে মোটামুটি ব্যবধানে জিতলেই প্লে অফ নিশ্চিত আরসিবির। হারলে সুযোগ পেয়ে যাবে অন্য দলগুলি। তাই বিরাট কোহলি, ফাফ ডুপ্লেসিরা মরণ-বাঁচন ম্যাচে কোমর বেঁধে নামার পরিকল্পনা করে রেখেছেন। গুরুত্বপূর্ণ এই ম্যাচের কয়েকঘণ্টা আগে কোহলিদের পরিকল্পনা বড়সড় ধাক্কা খেয়েছে। গুজরাটের বিরুদ্ধে ম্যাচের আগে চোটে জর্জরিত আরসিবির বিদেশি ক্রিকেটার ছিটকে গেলেন আইপিএল (IPL 2023) থেকে! ২০২৩ আইপিএলের প্লে অফে তিনটি দল নিশ্চিত হয়ে গিয়েছে। আজ, রবিবার চতুর্থ দল হিসেবে প্লে অফের টিকিট নিশ্চিত করবে আরও একটি দল। মূলত লড়াই আরসিবি (RCB) ও মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যে। শেষ ম্যাচে বিরাটরা হেরে গেলে মুম্বইয়ের কাছে দরজা খুলে যাবে। ঘরের মাঠে পরের রাউন্ডে যাওয়ার মরিয়া চেষ্টা। তারই মধ্যে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর শিবিরে চোট সংবাদ। বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।

আরসিবির ব্যাটিং বিভাগ এ বারের আইপিএলে অন্যতম শক্তিশালী। বিরাট কোহলি, ফাফ ডুপ্লেসি, গ্লেন ম্যাক্সওয়েল ত্রয়ী বিপক্ষ টিমের ঘুম উড়িয়ে দিয়েছেন। কিন্তু বোলিং বিভাগ অতটাও তারকাখচিত নয়। একমাত্র মহম্মদ সিরাজ ছাড়া ধারাবাহিকভাবে পারফর্ম করার মতো বোলার নেই ডুপ্লেসির সংসারে। শাহবাজ আহমেদ, হর্শল প্যাটেলরা ছন্দে নেই। জস হ্যাজেলউড আইপিএলের শুরু থেকেই চোট আঘাতে জর্জরিত। আইপিএলের শুরুর দিকে অনেকগুলি ম্যাচ খেলতে পারেননি। শেষমেশ ১ মে আরসিবির হয়ে প্রথম ম্যাচ খেলেন হ্যাজেলউড। উইকেটও নেন। তারপর ফের খেলতে পারেননি তিনি। তাঁর পরিবর্তে খেলেন পার্নেল। মোট তিনটি ম্যাচ খেলেন চলতি মরসুমে। আরসিবির বোলিং বিভাগকে আরও দুর্বল করে আইপিএল থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ার তারকা পেসার। শীঘ্রই দেশে ফেরার বিমান ধরবেন। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে হ্যাজেলউডকে পাচ্ছে না আরসিবি।

বিরাট কোহলিরা প্লে অফে উঠলেও ফেরার সম্ভাবনা নেই ৭.৭৫ কোটি টাকায় কেনা অজি পেসারের। এমনকী ফাইনালে খেললেও হ্যাজেলউডের সার্ভিস পাওয়া যাবে না। তাঁর চোট শুধু আরসিবিকেই নয়, চিন্তায় ফেলে দিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডকে। ৭ জুন থেকে ওভালে শুরু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। ম্যাচে হ্যাজেলউডের খেলা নিয়ে চরম অনিশ্চয়তা।