IPL 2022: মুম্বইয়ের নতুন স্টেডিয়ামেও হতে পারে আইপিএলের ম্যাচ

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Feb 19, 2022 | 4:00 PM

আইপিএলে এ বার ম্যাচ সংখ্যাও বাড়ছে। নতুন দুটো দল আসায় ম্যাচের সংখ্যা বেড়েছে। মহারাষ্ট্রে লিগের মোট ৭০টা ম্যাচ হবে। রিলায়েন্স জিও স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের ব্যাপারটি সম্প্রচারকারী সংস্থার পাশাপাশি বোর্ডের ভেনু ও অপারেশনস টিমও বিষয়টাকে খতিয়ে দেখছে।

IPL 2022: মুম্বইয়ের নতুন স্টেডিয়ামেও হতে পারে আইপিএলের ম্যাচ
রিলায়েন্স জিও স্টেডিয়াম। ছবি: টুইটার

Follow Us

মুম্বই: আইপিএলে (IPL) এ বার বাড়তে চলেছে আরও একটা স্টেডিয়াম। কোভিড পরিস্থিতিতে লিগের সব কটি ম্যাচ মহারাষ্ট্রে হওয়ার কথা। কারণ সেই রাজ্যে একসঙ্গে অনেকগুলো মাঠ পাওয়ায় মহারাষ্ট্রেই লিগের ম্যাচ করার ভাবনায় বোর্ড (BCCI)। পরের সপ্তাহেই আইপিএলেই সূচি প্রকাশ হওয়ার কথা। ২৭ মার্চ থেকে শুরু হবে আইপিএল-১৫। এ বারের আইপিএলে ২টো নতুন দলের সংযোজন হওয়ায় দলসংখ্যা বেড়ে হয়েছে ১০। মুম্বইয়ের রিলায়েন্স জিও স্টেডিয়ামে হতে পারে লিগের ম্যাচ। অত্যাধুনিক ভাবে তৈরি করা হয়েছে এই স্টেডিয়াম। নবনির্মিত এই স্টেডিয়াম মুম্বই ইন্ডিয়ান্সের হোম গ্রাউন্ড হিসেবেই পরিচিত। সম্প্রচারকারী সংস্থার সবুজ সংকেত মিললেই নবনির্মিত এই রিলায়েন্স জিও স্টেডিয়ামে হতে পারে আইপিএল ২০২২ (IPL 2022)-এর বেশ কিছু ম্যাচ। কোভিড পরিস্থিতির মধ্যে বিমানযাত্রা এড়াতে চাইছে বোর্ড। তাই লিগের সব কটা ম্যাচ মহারাষ্ট্রে করার পরিকল্পনা। মুম্বইয়ে রয়েছে ওয়াংখেড়ে আর ব্র্যাবোর্ন স্টেডিয়াম। নবি মুম্বইয়ে রয়েছে ডিওয়াই পাটিল স্টেডিয়াম। পুনেতে আছে মহারাষ্ট্র ক্রিকেট সংস্থার স্টেডিয়াম। সেক্ষেত্রে নবি মুম্বইয়ে রিলায়েন্স জিও স্টেডিয়ামের সংযোজন হলে ভেনু সংখ্যা বাড়বে।

 

আইপিএলে এ বার ম্যাচ সংখ্যাও বাড়ছে। নতুন দুটো দল আসায় ম্যাচের সংখ্যা বেড়েছে। মহারাষ্ট্রে লিগের মোট ৭০টা ম্যাচ হবে। রিলায়েন্স জিও স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের ব্যাপারটি সম্প্রচারকারী সংস্থার পাশাপাশি বোর্ডের ভেনু ও অপারেশনস টিমও বিষয়টাকে খতিয়ে দেখছে। ২০১২ সালের পর ফের ১০ দলের আইপিএল হচ্ছে। তবে কি ফরম্যাটে এ বারের আইপিএল হবে তাও এখনও ঠিক হয়নি। ১০ দলকে দুটো গ্রুপে ভাগ করেও লিগের ম্যাচ হতে পারে। যদি গ্রুপ ফরম্যাটেই আইপিএল হয়, তাহলে কি ভাবে হবে? সেক্ষেত্রে গ্রুপ পর্বে নিজের গ্রুপের দলের বিরুদ্ধে এক বার করে খেলবে। আর অন্য গ্রুপের দলের সঙ্গে দুটি করে ম্যাচ খেলবে। প্রত্যেক দলকে ১৪টা ম্যাচ খেলার সুযোগ করে দিতেই এই ভাবনা রয়েছে বোর্ডের।

 

লিগের ম্যাচ মহারাষ্ট্রে হলেও, প্লে অফ পর্ব আমেদাবাদেই হবে। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই আইপিএলের প্লে অফের ম্যাচ হওয়ার সম্ভাবনা প্রবল। প্লে অফের তিনটে এবং ফাইনাল, অর্থাৎ সব মিলিয়ে মোট ৪টে ম্যাচ হতে পারে দেশের বৃহত্তর ক্রিকেট স্টেডিয়ামে। এ বারের আইপিএল একেবারে নয়া মোড়কে হবে। অধিকাংশ ক্রিকেটারই এ বার পুরনো দলে নেই। চ্যালেঞ্জও অনেক কঠিন। সব মিলিয়ে আইপিএল -১৫র অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

 

 

আরও পড়ুন: Sachin Tendulkar: ছেলে অর্জুনের খেলা দেখতে যান না সচিন

Next Article
Hardik Pandya: ‘বাবার মতো যদি সারপ্রাইজ পেতাম’, হার্দিকের আবেগমাখা পোস্ট
India T20 team: ইডেনে টি-২০ জয়ের সেঞ্চুরি ভারতের, প্রথম ম্যাচটা মনে আছে?