India vs South Africa: রোহিতের পরিবর্তে জাতীয় দলে, কে প্রিয়ঙ্ক পাঞ্চাল

TV9 Bangla Digital | Edited By: Prantik Deb

Dec 14, 2021 | 3:58 PM

Priyank Panchal: এর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজে স্ট্যান্ড বাইয়ের তালিকায় ছিল প্রিয়ঙ্কের নাম। সে বার টেস্ট ক্যাপ পাননি। এ বার সেই সুযোগ আসতে পারে। সেটা ভেবেই বেজায় খুশি এই ব্যাটার। বলছেন, " আমি যে কোনও পরিস্থিতিতে যে কোনও জায়গায় ব্যাট করতে তৈরি। সবসময় তৈরি থাকতে হবে হবে। যখনই দলের প্রয়োজন হবে তখনই নিজেকে উজাড় করে দেব।

India vs South Africa: রোহিতের পরিবর্তে জাতীয় দলে, কে প্রিয়ঙ্ক পাঞ্চাল
টেস্ট ক্যাপ পাওয়ার স্বপ্ন দেখা শুরু প্রিয়ঙ্কের। সৌ: টুইটার

Follow Us

মুম্বই: ভারতীয় এ দলের হয়ে দক্ষিণ আফ্রিকায় সিরিজ খেলতে গিয়েছিলেন। ফিরে পরিবারের সঙ্গে সময় কাটাতে চেয়েছিলেন। কিন্তু তাঁর কেরিয়ারের মোড় যে এ ভাবে ঘুরবে সেটা বোধহয় নিজেও ভাবতে পারেনিন প্রিয়ঙ্ক পাঞ্চাল (Priyank Panchal)। সোমবার সকাল থেকে একের পর এক ফোন। রোহিত শর্মার (Rohit Sharma) চোট। তাই আবার দক্ষিণ আফ্রিকা (South Africa) পাড়ি দিতে হবে, তবে এ বার সিনিয়র টিমের হয়ে। গুজরাটের ক্রিকেটার বলছেন, “সব ক্রিকেটারই স্বপ্ন দেখে জাতীয় দলের জার্সিতে খেলার। আমিও দেখতাম। বাড়িতে ছিলাম যখন ফোনে খবরটা আসে আমার কাছে। আমার মনে হয় না পৃথিবীতে এমন কোনও শব্দ আছে যা দিয়ে এই অনুভূতি বর্ণনা করা যেতে পারে। আমি ভাগ্যবান যে এই স্বপ্নটা পূরণ করার সুযোগ পেয়েছি।”

দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় এ দলকে নেতৃত্ব দিয়েছেন প্রিয়ঙ্ক। ২টি ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে ১২০ রান। যার মধ্যে আছে ৯৬ রানের একটা ঝকঝকে ইনিংস। বর্তমান ভারতীয় দলের হিসেবের দিকে তাকালে দেখা যাচ্ছে ৩১ বছরের ব্যাটার প্রথম দলে হয়তো সুযোগ পাবেন না। কারণ মায়াঙ্ক আগরওয়াল ও কেএল রাহুল আছেন দুই ওপেনার হিসেবে। তাঁদের টপকে পাঞ্চালের সুযোগ পাওয়ার সম্ভাবনা কম। তবে ভারতীয় দলে সুযোগ পাওয়াটা শুধু যে এ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা সফর করার ফল তা নয়। গত কয়েক বছরে ভারতীয় ঘরোয়া ক্রিকেটে বেশ উজ্জ্বল নাম প্রিয়ঙ্ক। ১০০টি প্রথম শ্রেণীর ম্যাচে ৭০‍১১ রান করেছেন। ঝুলিতে আছে ২৪টি সেঞ্চুরি ও ২৫টি হাফ সেঞ্চুরি।

এর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজে স্ট্যান্ড বাইয়ের তালিকায় ছিল প্রিয়ঙ্কের নাম। সে বার টেস্ট ক্যাপ পাননি। এ বার সেই সুযোগ আসতে পারে। সেটা ভেবেই বেজায় খুশি এই ব্যাটার। বলছেন, ” আমি যে কোনও পরিস্থিতিতে যে কোনও জায়গায় ব্যাট করতে তৈরি। সবসময় তৈরি থাকতে হবে হবে। যখনই দলের প্রয়োজন হবে তখনই নিজেকে উজাড় করে দেব। অধিনায়ক বিরাট (Virat Kohli) ভাই বা কোচ রাহুল (Rahul Dravid) স্যারের সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে আছি। ইংল্যান্ড সিরিজের সময় বিরাট ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে। ব্যাটিং নিয়ে কথা বলেছি। আর রাহুল স্যারের অধীনে ৪ বছর ভারতীয় এ দলের হয়ে খেলেছি। নতুন চ্যালেঞ্জের জন্য তৈরি আমি।” ব্যাট হাতে নিজেকে তৈরি রাখারা পাশাপাশি বল হাতেও নিজেকে তৈরি রাখছেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে মিডিয়াম পেস বোলিংয়ে ১৪টি উইকেটও আছে প্রিয়ঙ্কের নামের পাশে।

 

আরও পড়ুন : India vs South Africa: দক্ষিণ আফ্রিকায় একদিনের কোয়ারান্টিন বিরাটদের

Next Article