Mohammad Rizwan: নায়কের মর্যাদা পাচ্ছেন মহম্মদ রিজওয়ান

পাক কিপারের হাসপাতালে ভর্তি হওয়া খবর গোপন রাখা হয়েছিল টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে। বৃহস্পতিবার শুধু যে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রান করেছেন তাই নয়, প্রথম ক্রিকেটার হিসেবে এক বছরে টি-২০ ক্রিকেটে ১০০০ রান করার কৃতিত্বও অর্জন করেন মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan)।

Mohammad Rizwan: নায়কের মর্যাদা পাচ্ছেন মহম্মদ রিজওয়ান
ক্রিকেট বিশ্বের কুর্নিশ লড়াকু রিজওয়ানকে। সৌ: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Nov 12, 2021 | 7:10 PM

দুবাই: টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) অস্ট্রেলিয়া-পাকিস্তান (Australia vs Pakistan) সেমিফাইনাল শেষে নায়ক ম্যাথু ওয়েড সব থেকে বেশিক্ষণ সময় কাটালেন পাকিস্তানের উইকেকিপার মহম্মদ রিজওয়ানের (Mohammad Rizwan) সঙ্গে। সান্ত্বনা দিলেন। তবে শুধু সান্ত্বনাই কি যথেষ্ট? না। রিজওয়ানকে নায়কের মর্যাদা দিচ্ছে ক্রিকেট বিশ্ব। সেটাই তাঁর প্রাপ্য। ম্যাচের দু’রাত আগে হাসপাতালের আইসিইউ (ICU) বেডে ছিলেন যিনি, সেই তিনিই মাঠে নেমে দলের হয়ে সর্বোচ্চ রান করলেন। তিনি সাহস দেখিয়েছেন সেরাটা দেওয়ার। প্রমাণ করেছেন, দলের লক্ষ্যের সামনে অসুস্থতা বড় হতে পারে না। রিজওয়ানের এই মানসিকতা, পাকিস্তান তো (Pakistan) বটেই গোটা বিশ্বেই বন্দিত।

পাকিস্তান দলের ডাক্তার জানিয়েছেন,”৯ নম্ভেম্বর থেকে মহম্মদ রিজওয়ানের বুকে সংক্রমণ ধরা পড়ে। তাই ওকে হাসপাতালে পাঠাতে হয়েছিল। দুটো রাত ওকে কাটাতে হয় আইসিইউয়ে। তবে ম্যাচের আগে ও নিজেকে ফিট প্রমাণ করে।” পাক অধিনায়াক বাবর আজমের (Babar Azam) কথায়, “ওকে দেখে আমি খুব ভয়ে ছিলাম। তবে ম্যাচের কথা উঠতেই ও আমায় জানায়, ম্যাচ খেলবে। শুধু ম্যাচে খেলেনি। যে ভাবে খেলেছে, তাতে রিজওয়ান প্রমাণ করেছে ও কত বড় টিমম্যান।” অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে ৫২ বলে ৬৭ রানের ইনিংস খেলেন পাক উইকেটকিপার।

পাক কিপারের হাসপাতালে ভর্তি হওয়া খবর গোপন রাখা হয়েছিল টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে। বৃহস্পতিবার শুধু যে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রান করেছেন তাই নয়, প্রথম ক্রিকেটার হিসেবে এক বছরে টি-২০ ক্রিকেটে ১০০০ রান করার কৃতিত্বও অর্জন করেন।

খেলার প্রতি রিজওয়ানের এই সাহসী মানসিকতাকে কুর্নিশ জানিয়েছেন প্রাক্তন পাক পেসার শোয়েব আখতারও। হাসপাতালের বেডে শুয়ে থাকা রিজওয়ানের ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শোয়েব লিখেছেন, “ভাবতে পারেন, এই ছেলেটা দু’রাত হাসপাতালের আইসিইউ বেডে ছিল। আর সেখান থেকে ফিরে মাঠে নেমে নিজের সেরাটা দিয়েছে। ওর প্রতি সম্মানটা বেড়ে গেল অনেকখানি।”

প্রাক্তন ভারতীয় তারকা ভিভিএস লক্ষণ টুইটে করে লিখেছেন, “খেলা অনেক কিছু শেখায়… এই ছেলেটা তার উদাহরণ।”

আরও পড়ুন : India vs New Zealand 2021: জয়পুর পৌঁছে গেলেন টিম ইন্ডিয়ার নতুন কোচ রাহুল দ্রাবিড়