Indian Cricket Team: পরীক্ষার জন্য নিউজিল্যান্ড সিরিজে নেই রিচা ঘোষ, ক্যাপ্টেন হরমনপ্রীতই

Oct 18, 2024 | 12:17 AM

ICC Women's T20 Cup 2024: আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ। তার আগে নতুন অধিনায়ক বেছে নেওয়া হতে পারে বলে মনে করা হয়েছিল। যদিও হরমনপ্রীত কৌরের উপরই আস্থা রাখা হচ্ছে। অন্তত নিউজিল্যান্ড সিরিজের দল বাছাই দেখে তাই বলা যায়।

Indian Cricket Team: পরীক্ষার জন্য নিউজিল্যান্ড সিরিজে নেই রিচা ঘোষ, ক্যাপ্টেন হরমনপ্রীতই
Image Credit source: PTI

Follow Us

টি-টোয়েন্টি বিশ্বকাপে বিপর্যয়। ভারতীয় দলে বদলের ডাক দিয়েছিলেন প্রাক্তন ক্রিকেটার মিতালি রাজ। নেতৃত্বের আসন টলমল ছিল হরমনপ্রীত কৌরের। আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ। তার আগে নতুন অধিনায়ক বেছে নেওয়া হতে পারে বলে মনে করা হয়েছিল। যদিও হরমনপ্রীত কৌরের উপরই আস্থা রাখা হচ্ছে। অন্তত নিউজিল্যান্ড সিরিজের দল বাছাই দেখে তাই বলা যায়। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ। পরীক্ষার জন্য পাওয়া যাবে না কিপার-ব্যাটার রিচা ঘোষকে।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের জন্য হরমনপ্রীত কৌরের নেতৃত্বেই স্কোয়াড বেছে নেওয়া হয়েছে। রিচা ঘোষ ক্লাস ১২-এর বোর্ড পরীক্ষা দেবেন। সে কারণে এই সিরিজে পাওয়া যাবে না তাঁকে। তেমনই চোটের জন্য নেই লেগ স্পিনার আশা শোভানা। এই সিরিজের জন্য বিশ্রাম দেওয়া হয়েছে পূজা বস্ত্রকারকে। টি-টোয়েন্টি বিশ্বকাপে চোট পেয়েছিলেন পূজা। তাঁকে দু-ম্যাচ পাওয়া যায়নি। এই সিরিজে খেলানোর ঝুঁকি নেওয়া হচ্ছে না।

এ মাসের ২৪ তারিখ শুরু ওয়ান ডে সিরিজ। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই তিনটি ওয়ান ডে হবে। ২৪, ২৭ ও ২৯ তারিখ ম্যাচ। স্কোয়াডে বেশ কিছু নতুন মুখ রয়েছে। ঘোষিত দল: হরমনপ্রীত কৌর (ক্যাপ্টেন), স্মৃতি মান্ধানা (সহ অধিনায়ক), শেফালি ভার্মা, দয়ালান হেমলতা, দীপ্তি শর্মা, জেমাইমা রডরিগজ, যস্তিকা ভাটিয়া, উমা ছেত্রী, সায়লী সাতগরে, অরুন্ধতী রেড্ডি, রেনুকা সিং ঠাকুর, তেজল হাসনবিস, সাইমা ঠাকর, প্রিয়া মিশ্র, রাধা যাদব, শ্রেয়াঙ্কা পাটিল।

Next Article