
কলকাতা: অভিষেক টেস্ট খেলতে নেমেই আলোড়ন ফেলা দেওয়া ক্রিকেটার কারা? পাকিস্তানের বিরুদ্ধে সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) অভিষেক টেস্ট ফিরে ফিরে আসে আলোচনায়। ঠিক তেমনই সৌরভ গঙ্গোপাধ্যায়ের অভিষেক টেস্ট নিয়ে আজও গর্ব করে ভারত তথা বাংলা। ইংল্যান্ডের বিরুদ্ধে পর পর দুটো সেঞ্চুরি করে আন্তর্জাতিক ক্রিকেটে আগমন হয়েছিল মহারাজের। এ বার বাংলারই আর এক ক্রিকেটার অভিষেকেই আলোড়ন ফেলে দিলেন। শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কেরিয়ারের প্রথম টেস্ট খেলতে নেমেই করলেন দুরন্ত হাফসেঞ্চুরি। ওয়াংখেড়েতে মিডল অর্ডারে নেমে শুধু যে ভারতীয় ব্যাটিংকে স্বস্তি দিলেন তাই নয়, বড় রানের ইঙ্গিতও রেখে গেলেন।
ইংল্যান্ডের বিরুদ্ধে সপ্তাহখানেক আগেই টেস্ট জিতেছেন ভারতের মেয়েরা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও দুরন্ত এগোচ্ছে হরমনপ্রীত কৌরের টিম। প্রথম ইনিংসে অজিরা ২১৯ রানে শেষ হয়ে যায়। জোনাসেন, গার্ডনারদের আগ্রাসী বোলিংয়ের বিরুদ্ধে ভারত একটা সময় চাপেও পড়ে গিয়েছিল। ওপেনার স্মৃতি মান্ধানা ৭৪ রানের ইনিসং খেলে ফেরার পরই চাপে পড়ে যায় টিম। পর পর ফিরে যান শেফালি ভার্মা (৪০) ও স্নেহ রানা (৯)। চার নম্বরে ব্যাট করতে নেমে রিচা তখনই শক্ত হাতে ধরে নেন টিমের রাশ। তাঁকে যোগ্য সঙ্গত করেন জেমাইমা রড্রিগস। তিনিও ৯০ বলে ৫৪ করে ক্রিজে আছেন।
টেস্টে অভিষেক বাংলার সোনার মেয়ে রিচার, কেঁদে ফেললেন মা
দেশের হয়ে ১৭টা ওয়ান ডে ও ৪১টা টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন বাংলার রিচা। ওয়ান ডে-তে ৬৫ সর্বোচ্চ। টি-টোয়েন্টিতে ৪৭ নট আউট। প্রয়োজনে কিপিং, বোলিং সবই করতে পারেন ২০ বছরের মেয়ে। ভারতের মেয়েরা যত বেশি সাদা বলের ক্রিকেট খেলেন, টেস্ট ততটা নয়। ইদানীং সেই ছবিটা বদলাচ্ছে। রিচার টেস্ট অভিষেকের সাক্ষী থাকার জন্য বাবা ও মা হাজির আছেন ওয়াংখেড়েতে। সেখানেই ৯৮ বলে ৫০ করে ক্রিজে রয়েছেন রিচা। মেরেছেন ৭টা চার। ধৈর্য, বল অনুযায়ী স্ট্রোক, স্ট্রাইক রোটেট করা, বড় রানের খিদে— এই সব কারণেই রিচা ইদানীং আলোচনায় ঢুকে পড়েছেন। তবে হাফসেঞ্চুরি করার পরই থামতে হল রিচাকে। ৫২ রান করে ফিরে গিয়েছেন বাংলার মেয়ে। সেঞ্চুরি হয়তো মিস করলেন, তবে অভিষেকেই এই হাফ সেঞ্চুরি তাঁকে আরও পরিণত করবে।
অজিদের বিরুদ্ধে কীভাবে হাফসেঞ্চুরি এল রিচার ব্যাটে? ছবিতে দেখুন সেই মুহূর্ত