Richa Ghosh: টেস্টে অভিষেক বাংলার সোনার মেয়ে রিচার, কেঁদে ফেললেন মা

Smriti Mandhana: রিচার চোখেমুখে লেগেছিল খুশি। মাঝেমাঝে আবেগেও ভাসতে দেখা গিয়েছে। পাশেই ছিলেন রিচার বাবা-মা। সামনে এখন বড় পরীক্ষা মেয়ের। তাই মেয়ের আশেপাশেই থাকার চেষ্টা করছেন তাঁরা। রিচার সঙ্গে এক ফ্রেমে ধরা দেন মান্ধানা। সোশ্যাল মিডিয়ায় সে সব মুহূর্তের ছবি ভীষণভাবে ভাইরাল হয়েছে।

| Edited By: | Updated on: Dec 21, 2023 | 6:40 PM
এশিয়ান গেমসে সোনা জয় করেছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। আর সেই দলের সদস্য ছিলেন বাংলার মেয়ে রিচা ঘোষ। (ছবি:সোশ্যাল মিডিয়া)

এশিয়ান গেমসে সোনা জয় করেছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। আর সেই দলের সদস্য ছিলেন বাংলার মেয়ে রিচা ঘোষ। (ছবি:সোশ্যাল মিডিয়া)

1 / 8
শিলিগুড়ির সুভাষপল্লীর মেয়ে রিচা। ছেলেবেলা থেকে ক্রিকেটই তাঁর জগৎ ছিল। দিনরাত ব্যাট-বল নিয়েই পড়ে থাকতেন। (ছবি:সোশ্যাল মিডিয়া)

শিলিগুড়ির সুভাষপল্লীর মেয়ে রিচা। ছেলেবেলা থেকে ক্রিকেটই তাঁর জগৎ ছিল। দিনরাত ব্যাট-বল নিয়েই পড়ে থাকতেন। (ছবি:সোশ্যাল মিডিয়া)

2 / 8
ধীরে-ধীরে জাতীয় দলের ভরসাযোগ্য সদস্য হয়ে উঠছেন রিচা। এ বার টেস্ট ফর্ম্যাটে আত্মপ্রকাশ করলেন রিচা। (ছবি:সোশ্যাল মিডিয়া)

ধীরে-ধীরে জাতীয় দলের ভরসাযোগ্য সদস্য হয়ে উঠছেন রিচা। এ বার টেস্ট ফর্ম্যাটে আত্মপ্রকাশ করলেন রিচা। (ছবি:সোশ্যাল মিডিয়া)

3 / 8
দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট খেলছে ভারতের মহিলা ক্রিকেট দল। আর এ বার অজিদের বিরুদ্ধেই টেস্টের ময়দানে পা রাখছেন রিচা। (ছবি:সোশ্যাল মিডিয়া)

দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট খেলছে ভারতের মহিলা ক্রিকেট দল। আর এ বার অজিদের বিরুদ্ধেই টেস্টের ময়দানে পা রাখছেন রিচা। (ছবি:সোশ্যাল মিডিয়া)

4 / 8
 রিচার অভিষেকের মুহূর্তের সাক্ষী থাকল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম। রিচাকে ডেবিউ ক্যাপ পরিয়ে দিলেন তাঁর সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা।(ছবি:সোশ্যাল মিডিয়া)

রিচার অভিষেকের মুহূর্তের সাক্ষী থাকল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম। রিচাকে ডেবিউ ক্যাপ পরিয়ে দিলেন তাঁর সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা।(ছবি:সোশ্যাল মিডিয়া)

5 / 8
অধিনায়ককে বুকে জড়িয়ে ধরেন রিচা। এক পা এক পা করে স্বপ্নের সিঁড়িতে চড়ছেন রিচা। জীবনের আরও এক নতুন অধ্যায়ের শুরু হল এ বার। (ছবি:সোশ্যাল মিডিয়া)

অধিনায়ককে বুকে জড়িয়ে ধরেন রিচা। এক পা এক পা করে স্বপ্নের সিঁড়িতে চড়ছেন রিচা। জীবনের আরও এক নতুন অধ্যায়ের শুরু হল এ বার। (ছবি:সোশ্যাল মিডিয়া)

6 / 8
রিচার চোখেমুখে লেগেছিল খুশি। মাঝেমাঝে আবেগেও ভাসতে দেখা গিয়েছে। পাশেই ছিলেন রিচার বাবা-মা। সামনে এখন বড় পরীক্ষা মেয়ের। তাই মেয়ের আশেপাশেই থাকার চেষ্টা করছেন তাঁরা।(ছবি:সোশ্যাল মিডিয়া)

রিচার চোখেমুখে লেগেছিল খুশি। মাঝেমাঝে আবেগেও ভাসতে দেখা গিয়েছে। পাশেই ছিলেন রিচার বাবা-মা। সামনে এখন বড় পরীক্ষা মেয়ের। তাই মেয়ের আশেপাশেই থাকার চেষ্টা করছেন তাঁরা।(ছবি:সোশ্যাল মিডিয়া)

7 / 8
মেয়ের স্বপ্ন সত্যি হতে দেখে চোখের কোনায় জল রিচার মায়ের। রিচার সঙ্গে এক ফ্রেমে ধরা দেন মান্ধানা। সোশ্যাল মিডিয়ায় সে সব মুহূর্তের ছবি ভীষণভাবে ভাইরাল হয়েছে। (ছবি:সোশ্যাল মিডিয়া)

মেয়ের স্বপ্ন সত্যি হতে দেখে চোখের কোনায় জল রিচার মায়ের। রিচার সঙ্গে এক ফ্রেমে ধরা দেন মান্ধানা। সোশ্যাল মিডিয়ায় সে সব মুহূর্তের ছবি ভীষণভাবে ভাইরাল হয়েছে। (ছবি:সোশ্যাল মিডিয়া)

8 / 8
Follow Us: