Richa Ghosh: অভিষেকেই জাত চেনালেন বাংলার মেয়ে রিচা

Bengali Cricketer Richa Ghosh: মেয়ের সাফল্যে স্বাভাবিকভাবেই আনন্দ বাধ মানছে না রিচার বাবা-মায়ের। অভিষেকের পর ওয়াংখেড়ের ময়দানে একসঙ্গে ছবিও তোলে ঘোষ পরিবার। বয়স মাত্র ২০। তবে এখনই সাফল্যের দিকে একটু-একটু করে এগিয়ে যাচ্ছেন তিনি। প্রথম টেস্টের এই অর্ধশতরান পরবর্তীতে অনেকটা মনোবল বাড়াবে রিচার।

| Updated on: Dec 22, 2023 | 1:44 PM
অভিষেকের চব্বিশ ঘণ্টাও কাটেনি। এখনই জাত চেনালেন বাংলার মেয়ে রিচা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে হাফ সেঞ্চুরি করলেন রিচা। (ছবি: সোশ্যাল মিডিয়া)

অভিষেকের চব্বিশ ঘণ্টাও কাটেনি। এখনই জাত চেনালেন বাংলার মেয়ে রিচা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে হাফ সেঞ্চুরি করলেন রিচা। (ছবি: সোশ্যাল মিডিয়া)

1 / 8
গতকাল, বৃহস্পতি বার মুম্বইয়ের ওযাংখেড়ে স্টেডিয়ামে টেস্টে অভিষেক হয় রিচার। তাঁকে ডেবিউ ক্যাপ পরিয়ে বুকে টেনে নেন ভারতের মহিলা ক্রিকেট দলের সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা। (ছবি: সোশ্যাল মিডিয়া)

গতকাল, বৃহস্পতি বার মুম্বইয়ের ওযাংখেড়ে স্টেডিয়ামে টেস্টে অভিষেক হয় রিচার। তাঁকে ডেবিউ ক্যাপ পরিয়ে বুকে টেনে নেন ভারতের মহিলা ক্রিকেট দলের সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা। (ছবি: সোশ্যাল মিডিয়া)

2 / 8
অভিষেকেই নিজেকে মেলে ধরলেন রিচা। ৯৮ বলে ৫০ রান করে থামেন রিচা। অর্ধশতরান করতে ৭ টি চার মেরেছেন রিচা। তাঁর সঙ্গে জুটিতে নজর কাড়েন জেমাইমা রড্রিগস।(ছবি: সোশ্যাল মিডিয়া)

অভিষেকেই নিজেকে মেলে ধরলেন রিচা। ৯৮ বলে ৫০ রান করে থামেন রিচা। অর্ধশতরান করতে ৭ টি চার মেরেছেন রিচা। তাঁর সঙ্গে জুটিতে নজর কাড়েন জেমাইমা রড্রিগস।(ছবি: সোশ্যাল মিডিয়া)

3 / 8
জাতীয় দলের জার্সিচে ১৭ টা ওয়ান ডে ও ৪১ টি টি-২০ ম্যাচ খেলেছেন রিচা। এ বার টেস্টের ময়দানে সোনা ফলানোর লক্ষ্যে নেমেছেন ২০ বছরের রিচা। (ছবি: সোশ্যাল মিডিয়া)

জাতীয় দলের জার্সিচে ১৭ টা ওয়ান ডে ও ৪১ টি টি-২০ ম্যাচ খেলেছেন রিচা। এ বার টেস্টের ময়দানে সোনা ফলানোর লক্ষ্যে নেমেছেন ২০ বছরের রিচা। (ছবি: সোশ্যাল মিডিয়া)

4 / 8
ছেলেবেলা থেকেই স্বপ্ন ছিল ক্রিকেটার হবেন। নিজের চেষ্টায় সে স্বপ্ন পূর্ণ করেছেন। এ বার  একের পর এক ধাপ পেরিয়ে সাফল্যের সিঁড়িতে চড়ছেন রিচা। (ছবি: সোশ্যাল মিডিয়া)

ছেলেবেলা থেকেই স্বপ্ন ছিল ক্রিকেটার হবেন। নিজের চেষ্টায় সে স্বপ্ন পূর্ণ করেছেন। এ বার একের পর এক ধাপ পেরিয়ে সাফল্যের সিঁড়িতে চড়ছেন রিচা। (ছবি: সোশ্যাল মিডিয়া)

5 / 8
গতকাল ওয়াংখেড়েতে টেস্টের মঞ্চে যখন আত্মপ্রকাশ করছেন রিচা, পাশেই ছিলেন তাঁর পরিবার। (ছবি: সোশ্যাল মিডিয়া)

গতকাল ওয়াংখেড়েতে টেস্টের মঞ্চে যখন আত্মপ্রকাশ করছেন রিচা, পাশেই ছিলেন তাঁর পরিবার। (ছবি: সোশ্যাল মিডিয়া)

6 / 8
মেয়ের সাফল্যে স্বাভাবিকভাবেই আনন্দ বাধ মানছে না রিচার বাবা-মায়ের। অভিষেকের পর ওয়াংখেড়ের ময়দানে একসঙ্গে ছবিও তোলে ঘোষ পরিবার। (ছবি: সোশ্যাল মিডিয়া)

মেয়ের সাফল্যে স্বাভাবিকভাবেই আনন্দ বাধ মানছে না রিচার বাবা-মায়ের। অভিষেকের পর ওয়াংখেড়ের ময়দানে একসঙ্গে ছবিও তোলে ঘোষ পরিবার। (ছবি: সোশ্যাল মিডিয়া)

7 / 8
বয়স মাত্র ২০। তবে এখনই সাফল্যের দিকে একটু-একটু করে এগিয়ে যাচ্ছেন তিনি। প্রথম টেস্টের এই অর্ধশতরান পরবর্তীতে অনেকটা মনোবল বাড়াবে রিচার। (ছবি: সোশ্যাল মিডিয়া)

বয়স মাত্র ২০। তবে এখনই সাফল্যের দিকে একটু-একটু করে এগিয়ে যাচ্ছেন তিনি। প্রথম টেস্টের এই অর্ধশতরান পরবর্তীতে অনেকটা মনোবল বাড়াবে রিচার। (ছবি: সোশ্যাল মিডিয়া)

8 / 8
Follow Us: