Bangladesh Cricket: বাংলাদেশ ক্রিকেট অশান্তির ঝড়; সাকিব ও তামিমের মধ্যে জোর ঝামেলা
বাংলাদেশ ক্রিকেটের সাজঘরে অশান্তির পরিবেশ। দলে অন্তর্কলহ, দুটি গোষ্ঠীতে ভাগ হয়ে গিয়েছে টিম। যার একদিকে সাকিব আল হাসান এবং অপরদিকে তামিম ইকবাল।
ঢাকা: বিপক্ষের সঙ্গে লড়বেন নাকি সতীর্থদের সঙ্গে। ভেবে পাচ্ছেন না বাংলাদেশ ক্রিকেট দলের (Bangladesh Cricket) দুই সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবাল। সাকিব ও তামিম (Tamim Iqbal) টাইগারদের দলের বহু পুরনো সৈনিক। একজন সীমিত ওভার অন্যজন টেস্ট অধিনায়ক। অথচ এই দু’জনের নাকি মুখ দেখাদেখি, কথাবার্তা বন্ধ। বাংলাদেশ দলের অন্তর্কলহ ফাঁস করে দিয়েছেন বিসিবি চেয়ারম্যান নাজমুল হাসান পাপন। ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে রীতিমতো বিস্ফোরণ ঘটান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি (BCB)। সাকিব (Shakib Al Hasan) নাকি তামিমের সঙ্গে সমস্যা মেটাতে আগ্রহী নন। এই গুঞ্জন কি সত্যি? সাংবাদিক সম্মেলনে এসে সাকিবের সঙ্গে সমস্যা নিয়ে প্রশ্ন উঠলে অকপটে সে কথা মেনে নিয়েছেন তামিম। যদিও তাঁর দাবি, দুই সিনিয়র ক্রিকেটারের মধ্যে সম্পর্কের অবনতি সাজঘরের পরিবেশে কোনও প্রভাব ফেলে না। বিস্তারিত রইল TV9 Bangla–য়।
বাংলাদেশ ক্রিকেট দলের দ্বন্দ্ব নাকি আজকের নয়। দেড়বছর ধরে চলছে এই সমস্যা। কোচ রাসেল ডমিঙ্গো এই সমস্যাগুলোর সম্মুখীন হয়েছেন। চণ্ডিকা হাতরুসিংহে ফের কোচের পদে ফিরে এসেছেন। তিনিও অতীত অভিজ্ঞতা থেকে বিষয়গুলি নিয়ে অবগত। সামনেই ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলবে বাংলাদেশ। তার আগে সাকিব ও তামিমের মধ্যে মধ্যে সমস্যার মেটানোর চেষ্টা করেছিলেন বিসিবি সভাপতি। তামিম ইচ্ছুক হলেও সাকিবের দ্বন্দ্ব মেটানোর বাসনা নেই। তিনি বিষয়টি নিয়ে কথা বলতেই চান না।
ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজের আগে সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে প্রশ্নের মুখে পড়েন তামিম ইকবাল। সাকিবের সঙ্গে ঝামেলা মেনে নিলেও এতে ড্রেসিংরুমের পরিবেশ নষ্ট হচ্ছে বলে মানতে চাননি তিনি। তামিম বলেন, “আমি জানতাম এই প্রশ্নটা আসবে। নো কমেন্টস বলে এড়িয়ে যাওয়াটা সহজ ছিল। কিন্তু আমার মনে হয় একটা বার্তা দেওয়া প্রয়োজন। আমি ও সাকিব বাংলাদেশের জার্সি গায়ে তুলে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করি। আমরা দলকে নেতৃত্ব দিতে একে অপরের সাহায্য করি। এরপরের বিষয়গুলি গৌণ।”
বিসিবি প্রধানের বক্তব্য নিয়ে তামিম বলেন, “১৭ বছর ধরে বাংলাদেশের হয়ে খেলছি। দল ভালো পারফর্ম করতে না পারলেই গ্রুপিংয়ের কথা শুনি। আমি ভীষণ সোজাসাপটা। নিজের কেরিয়ারে কখনও দলের মধ্যে গ্রুপ কালচার দেখিনি। আমি ছয়মাস দলে ছিলাম না। জানি না তখন নতুন কিছুর উদ্ভব হয়েছে কিনা। তবে যতদূর জানি সবকিছুই ঠিকঠাক আছে।” সাকিবের সঙ্গে বিরোধ মেটানো কি সম্ভব নয়? উত্তরে তামিম বলেন, “সবকিছুই সম্ভব। কারণ দু’জন মানুষই দলের গুরুত্বপূর্ণ সদস্য। যা হয়েছে সেটা ঘরের বাইরে আসা উচিত হয়নি। তাই এই বিষয়ে কথা বলব না।”