Rinku Singh: ছক্কায় চৌচির কাচ, প্রোটিয়া বোর্ডের কাছে ক্ষমা চাইলেন রিঙ্কু
Watch Video, IND vs SA T20I: দক্ষিণ আফ্রিকার মাটিতে বর্তমানে টি-২০ সিরিজে ব্যস্ত ভারতীয় দল। সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। দ্বিতীয় ম্যাচেও বৃষ্টি হয়েছিল। এবং ভারতীয় দলের জন্য বৃষ্টি ভিলেন হয়ে দাঁড়ায়। ৩ ম্যাচের টি-২০ সিরিজে আপাতত ১-০ এগিয়ে দক্ষিণ আফ্রিকা। রিঙ্কু সিং, সূর্যকুমার যাদবরা দারুণ লড়াই করেন। কিন্তু দলকে জেতাতে পারেননি।
বেরহা: রিঙ্কু সিং (Rinku Singh) হলেন টিম ইন্ডিয়ার নয়া ‘সিক্সার কিং’। নেটিজ়েনরা এ বার এমনটাই বলতে শুরু করেছেন। আইপিএলের মঞ্চে কেকেআরের জার্সিতে এতদিন অনবদ্য সব ইনিংস উপহার দিতেন আলিগড়ের নবাব রিঙ্কু সিং। বর্তমানে দেশের জার্সিতেও সেই একের পর এক চোখধাঁধানো ইনিংস খেলে চলেছেন রিঙ্কু সিং। বছর শেষে দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে টি-২০ সিরিজে ব্যস্ত মেন ইন ব্লু। সেখানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ হেরেছে ভারত। কিন্তু বিন্দু মাত্র আলোচনা কম হচ্ছে না ভারতীয় তারকা রিঙ্কু সিংকে নিয়ে। বেরহায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে রিঙ্কু সিং এমন একটি ছয় মেরেছিলেন, তাতে প্রেস বক্সের কাচ ভেঙে গিয়েছিল। প্রোটিয়া বোর্ডের আর্থিক ক্ষতি করার পর কী বললেন রিঙ্কু সিং? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
রিঙ্কু সিংয়ের বিরাট ছক্কায় বেরহার প্রেস বক্স ভাঙার ছবি-ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। অবশ্য রিঙ্কু ম্যাচের শেষে জানিয়েছেন, তিনি ঘুণাক্ষরেও জানতেন না তাঁর ছয়ে ভেঙেছে কাচ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৩৯ বলে ৬৮ নট আউট ছিলেন রিঙ্কু সিং। তাঁর এই ইনিংসে ছিল ২টি ছয় আর ৯টি চার। তাঁর চারে প্রেস বক্সের কাচ চৌচির হওয়ায় এ বার দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের কাছে ক্ষমা চাইলেন রিঙ্কু সিং। তিনি বলেন, ‘আমি ছয় মেরেছিলাম, তাতে যে কাচ ভেঙেছিল সেটা আমি বুঝতেই পারিনি। আমাকে না জানালে জানতেও পারতাম না। কাচ ভেঙেছে বলে ক্ষমা চাইছি।’
দেশের জার্সিতে প্রথম হাফসেঞ্চুরি করেছেন রিঙ্কু। তাঁর কথায়, ‘আমি যখন ব্যাটিং করতে গিয়েছিলাম, আমাদের ৩টে উইকেট পড়ে গিয়েছিল। তাই ওই পরিস্থিতিটা কিছুটা চাপের ছিল। সূর্য ভাইয়ের সঙ্গে কথা হচ্ছিল। আমাকে সূর্য ভাই বলেছিল, যেমন খেলিস সেভাবেই খেল। উইকেট বুঝতে একটু সমস্যা হচ্ছিল। তাই আমি একটু সময় নিয়েছিলাম। একটু সেট হওয়ার পর বড় শট নেওয়া শুরু করি।’
Maiden international FIFTY 👌 Chat with captain @surya_14kumar 💬 … and that glass-breaking SIX 😉@rinkusingh235 sums up his thoughts post the 2⃣nd #SAvIND T20I 🎥🔽 #TeamIndia pic.twitter.com/Ee8GY7eObW
— BCCI (@BCCI) December 13, 2023
আগামিকাল এই সিরিজের পরবর্তী অর্থাৎ তৃতীয় ম্যাচ। এই ম্যাচ ভারত জিতলে সিরিজ ড্র হবে। আর দক্ষিণ আফ্রিকা জিতলে ২-০ ব্যবধানে হারবে ভারত।