AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rinku Singh : প্রথম বার বিজনেস ক্লাসে সফর, রিঙ্কু বললেন, ‘ইংরেজিতেই যত ভয়’

আয়ারল্যান্ড সফরে ভারতীয় দলের সঙ্গে রয়েছেন আইপিএলের সুপারস্টার রিঙ্কু সিং। তিন ম্যাচের টি ২০ সিরিজে জাতীয় দলের হয়ে ডেবিউয়ের অপেক্ষায় তিনি।

Rinku Singh : প্রথম বার বিজনেস ক্লাসে সফর, রিঙ্কু বললেন, 'ইংরেজিতেই যত ভয়'
| Edited By: | Updated on: Aug 18, 2023 | 4:44 PM
Share

কলকাতা : জাতীয় দলের সঙ্গে প্রথম বার বিদেশ সফরে গিয়েছেন রিঙ্কু সিং (Rinku Singh)। প্রথম বার বিমানের বিজনেস ক্লাসে চেপেছেন। ৩৫ নম্বরের মেন ইন ব্লু জার্সি পেয়েছেন। এতগুলো ‘প্রথম’-এর অনুভূতি কেমন? সতীর্থ জীতেশ শর্মার সঙ্গে বিমান বসে এই অভিজ্ঞতা শেয়ার করেছেন রিঙ্কু। আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে টি ২০ সিরিজের জন্য রিঙ্কু ও জীতেশ উভয়ের ডাক পেয়েছেন। আয়ার্ল্যান্ডের (Ind vs Ire) মাটিতে দু’জনেরই ভারতীয় দলের জার্সিতে অভিষেক হতে পারে। বিমানের বিজনেস ক্লাসে দু’জনের সিট ছিল পাশাপাশি। সফরসঙ্গী জীতেশ কেকেআর তারকাকে জিজ্ঞেস করেন তাঁর অনুভূতির কথা। আলিগড়ের নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান রিঙ্কু মাঝ আকাশে শোনালেন তাঁর অভিজ্ঞতা। একইসঙ্গে জীতেশকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports এর এই প্রতিবেদনে।

রিঙ্কু বলেন, “আমার খুব ভালো লাগছে। ভারতের হয়ে খেলা সব ক্রিকেটারের স্বপ্ন থাকে। মা বাবাও সবসময় বলতেন দেশের হয়ে খেলতে হবে। আমার স্বপ্ন পূরণ হতে চলেছে। যখন আমার কামরায় ঢুকে ৩৫ নম্বর জার্সি দেখি, খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম।” এরপর বিজনেস ক্লাসে সফর প্রসঙ্গে বলেন, “খুব ভালো হয়েছে যে আমরা দু’জন আয়ারল্যান্ড সফরে একসঙ্গে যাচ্ছি। কারণ ইংরেজিতে তুমি আমায় সাহায্য করছ। প্রথম বার আমরা বিমানের বিজনেস ক্লাসে যাচ্ছি। আমাদের এসবের সঙ্গে মানিয়ে নেওয়াটা খুব কঠিন।”

প্রথম বার জাতীয় দলে ডাক পাওয়ার অনুভূতিটা কেমন ছিল? রিঙ্কু বলেছেন, “আমি তখন নয়ডাতে বন্ধুদের সঙ্গে প্র্যাকটিসে মগ্ন। তখনই দল ঘোষণা হয়। ভীষণ খুশি হয়েছিলাম। সঙ্গে সঙ্গে মাকে ফোন করি। মা সবসময় আমাকে দেশের হয়ে খেলার জন্য উৎসাহ দিয়ে এসেছে।”