
প্রেম বহুদিনের। গত ৮ জুন বাগদান পর্বও সম্পন্ন হয়েছে। অপেক্ষা বিয়ের। ভালোবাসার মানুষকে একঝলক দেখার প্রত্যাশা কার না থাকে। এই আশায় সোজা সাংসদের বাড়িতে চলে গেলেন রিঙ্কু সিং! যে মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় সকলের মন জিতে নিয়েছে। ক্রিকেট মাঠে হোক বা বাইরে। রিঙ্কু সিং সকলের কাছেই প্রিয়। বাইশ গজে তাঁর আক্রমণাত্মক ব্যাটিং যতটা মুগ্ধ করার মতো তেমনই সরল আচরণ। তার এই ভিডিয়োতেও এমন মুহূর্তই ধরা পড়েছে।
গত ৮ জুন উত্তরপ্রদেশের মছলিশহরের সাংসদ প্রিয়া সরোজের সঙ্গে বাগদান পর্ব সম্পন্ন হয়েছে। লখনউয়ের এক হোটেলে প্রায় ৩০০ অতিথি উপস্থিত ছিলেন। এর মধ্যে যেমন ক্রিকেটাররা ছিলেন, তেমনই রাজনীতির ব্যক্তিত্বরাও। বাগদানের মাত্র কয়েক দিন হয়েছে। হবু স্ত্রীর সঙ্গে দেখা করতে সোজা তাঁর বাড়িতেই হাজির রিঙ্কু সিং। প্রিয়া সরোজ নিজে যেমন সাংসদ, তেমনই রিঙ্কু সিংয়ের শ্বশুর তুফান সরোজও সাংসদ। গত কাল অর্থাৎ শুক্রবার সারপ্রাইজ ভিজিট রিঙ্কুর।
প্রিয়ার মা অর্থাৎ রিঙ্কু সিংয়ের শাশুরি মুন্নি দেবী ফুল দিয়ে স্বাগত জানান রিঙ্কুকে। তাঁর মাথায় ছড়িয়ে দেন ফুলের পাঁপড়ি। দরজা দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করতেই পরিবারের সকলেই স্বাগত জানান রিঙ্কুকে। অনেকেই সেই মুহূর্ত মোবাইল বন্দি করে রাখছিলেন। তবে রিঙ্কুর নজর এদিক-ওদিক। প্রিয়াকে খুঁজছিলেন। একঝলক দেখার প্রত্য়াশায়। অবশেষে দেখা মেলে প্রিয়ার। রিঙ্কুর হাতে লাল গোলাপ তুলে দেন। সুন্দর একটা মুহূর্ত। নভেম্বরে তাঁদের বিয়ে। এখন যেন তারই অপেক্ষা।