AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rishabh Pant: অভিনব রেকর্ড গড়েই চোট, রক্ত পায়ে মাঠ ছাড়লেন ঋষভ পন্থ

Rishabh Pant Injury: টিমের ভাইস ক্যাপ্টেন পন্থ গত ম্যাচে আঙুলে চোট পেয়েছিলেন। যে কারণে ম্যাচের বেশির ভাগ সময় কিপিং করেছিলেন ধ্রুব জুরেল। এই ম্যাচে পন্থের স্পেশালিস্ট ব্যাটার হিসেবে খেলার কথা ছিল। কিপিংয়ের ফিট সার্টিফিকেট পাওয়ায় জুরেলকে আর খেলাতে হয়নি। ব্যাটিংয়েই সমস্যা হল।

Rishabh Pant: অভিনব রেকর্ড গড়েই চোট, রক্ত পায়ে মাঠ ছাড়লেন ঋষভ পন্থ
Image Credit: Clive Mason/Getty Images
| Updated on: Jul 23, 2025 | 10:23 PM
Share

চোটের পায়েই ফের চোট। যে কারণে মাঠই ছাড়তে হল ঋষভ পন্থকে। ম্যাঞ্চেস্টারে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিলেন ইংল্যান্ড ক্যাপ্টেন বেন স্টোকস। শুরুটা দুর্দান্ত করে ভারত। কিন্তু জুটিগুলো কিছুতেই বড় হচ্ছিল না। তবে অস্বস্তিটা তৈরি হল দিনের শেষ সেশনে। দুর্দান্ত ব্যাটিং করছিলেন সাই সুদর্শন ও ঋষভ পন্থ। টিমের ভাইস ক্যাপ্টেন পন্থ গত ম্যাচে আঙুলে চোট পেয়েছিলেন। যে কারণে ম্যাচের বেশির ভাগ সময় কিপিং করেছিলেন ধ্রুব জুরেল। এই ম্যাচে পন্থের স্পেশালিস্ট ব্যাটার হিসেবে খেলার কথা ছিল। কিপিংয়ের ফিট সার্টিফিকেট পাওয়ায় জুরেলকে আর খেলাতে হয়নি। ব্যাটিংয়েই সমস্যা হল।

অ্যাক্সিডেন্টের সময় ডান পায়ে চোট বেশি ছিল পন্থের। সেই পায়েই এদিন চোট লাগে। ক্রিস ওকসের ডেলিভারিতে রিভার্স খেলতে চেয়েছিলেন পন্থ। ইয়র্কার ডেলিভারি। ব্যাটে হালকা ছোঁয়া লেগে সোজা পায়ের পাতায় বুটে। জুতোতে সেই জায়গায় সেই অর্থে প্রোটেকশন থাকে না। প্রাথমিক ভাবে অবশ্য চোট তেমন বোঝা যায়নি। কিন্তু পন্থের অবস্থা দেখে কিছুটা আন্দাজ করা হয়েছিল। মোজা খুলতেই দেখা যায়, যেখানে বল লেগেছিল, রক্ত বেরোচ্ছে। কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়তে চেয়েছিলেন। তবে মাঠে গল্ফকার্ট অ্যাম্বুলেন্স আনা হয় এবং মাঠ ছাড়েন পন্থ। তার আগে অভিনব এক রেকর্ডও গড়েছেন।

শুধু ভারত কেন, বিশ্বের কোনও সফরকারী কিপার ব্যাটার এই কীর্তি গড়তে পারেননি। ধোনি, গিলক্রিস্ট, মার্ক বাউচারের মতো একাধিক কিংবদন্তি কিপার যাঁরা দুর্দান্ত ব্যাটারও ছিলেন, তাঁরাও পারেননি। ইংল্যান্ডের মাটিতে প্রথম সফরকারী কিপার-ব্যাটার হিসেবে এক হাজার রানের মাইলফলক পেরিয়ে যান ঋষভ পন্থ। ধোনি ইংল্যান্ডে করেছিলেন ৭৭৮ রান। অস্ট্রেলিয়ার রডনি মার্শ (৭৭৩), দক্ষিণ আফ্রিকার জন হোয়াইট (৬৮৪) এবং অস্ট্রেলিয়ার ইয়ান হিলি (৬২৪) রান করেছিলেন। গিলক্রিস্ট, মার্ক বাউচাররা এর ধারেকাছেও নেই।

মাইলফলকের আনন্দের মাঝে আপাতত চিন্তা ঋষভ পন্থের চোট নিয়ে। প্রথম ইনিংসে ফের ব্যাটিংয়ে নামতে পারবেন কি না, এই অস্বস্তিও কাজ করছে ভারতীয় শিবিরে। চিকিৎসার পরই বোঝা যাবে, ব্যথা কতটা। আদৌ ব্যাট হাতে নামলে দৌড়তে পারবেন কি না, তা নিয়েও সন্দেহ রয়েছে।