গাব্বায় স্বপ্নের ইনিংস খেলে কেরিয়ারের সেরা ব়্যাঙ্কিংয়ে পন্থ
আইসিসি ক্রমতালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন কেন উইলিয়ামসন। এক ধাপ নেমে চার নম্বরে রয়েছেন বিরাট কোহলি।
দুবাই: গাব্বায় স্বপ্নের ইনিংস ঋষভ পন্থের। দিল্লির উইকেটকিপারের অপরাজিত ৮৯ রানের ইনিংসই গাব্বায় ঐতিহাসিক জয় এনে দিয়েছে টিম ইন্ডিয়াকে। গাব্বায় দুরন্ত ইনিংসটাই কেরিয়ারের সেরা ব়্যাঙ্কিংয়ে পৌঁছে দিল ঋষভ পন্থকে। সদ্য প্রকাশিত আইসিসি ব়্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় ১৩ নম্বরে রয়েছেন তরুণ উইকেটকিপার। বিশ্ব ক্রিকেটে উইকেটকিপারদের মধ্যে এটাই সেরা ব়্যাঙ্কিং। পন্থের পর ১৫ নম্বরে রয়েছেন দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার কুইন্টন ডি কক।
আইসিসি ব়্যাঙ্কিংয়ে উন্নতির ধারা অব্যাহত রেখেছেন তরুণ ওপেনার শুভমন গিলও। ব্রিসবেন টেস্টের দ্বিতীয় ইনিংসে ৯১ রানের দুরন্ত ইনিংস খেলে প্রথম পঞ্চাশের মধ্যে জায়গা করে নিয়েছেন পঞ্জাবের ওপেনার। ৬৮ থেকে একলাফে ৪৭ এ পৌঁছে গেলেন কেকেআর ব্যাটসম্যান। ব়্যাঙ্কিংয়ে ৩২ ধাপ এগিয়েছেন মহম্মদ সিরাজ। গাব্বাতেই প্রথমবার টেস্টে ৫ উইকেট নেন হায়দরাবাদী পেসার। বোলারদের তালিকায় ৪৫তম স্থানে রয়েছেন সিরাজ।
After the conclusion of the first #SLvENG Test and the Gabba clash, bowlers sizzle in the latest @MRFWorldwide ICC Test Player Rankings!
Full rankings: https://t.co/OMjjVx5Mgf pic.twitter.com/kFhr7oltIQ
— ICC (@ICC) January 20, 2021
গাব্বায় ব্যাটে-বলে সাফল্যের পর ব়্যাঙ্কিংয়ে প্রথম একশোয় জায়গা করে নিয়েছেন টেস্ট অভিষেক হওয়া ওয়াশিংটন সুন্দরও। ব্যাটসম্যানদের তালিকায় ৮২ আর বোলারদের তালিকায় ৯৭তম স্থানে রয়েছেন কর্ণাটকী এই অলরাউন্ডার।
আরও পড়ুন:ভারতীয় বোর্ডকে খোলা চিঠি ক্রিকেট অস্ট্রেলিয়ার
আইসিসি ক্রমতালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন কেন উইলিয়ামসন। এক ধাপ নেমে চার নম্বরে রয়েছেন বিরাট কোহলি। বোলারদের তালিকায় প্রথম দশে রয়েছেন দুই ভারতীয় বোলার অশ্বিন আর বুমরা।