নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেটে নতুন ফিনিশার হিসেবে উত্থান হয়েছে ঋষভ পন্থের। অস্ট্রেলিয়া সফরে ব্রিসবেন টেস্টে ভারতকে অবিশ্বাস্য ম্যাচ জেতানোর পর। এতদিন ভারতীয় টিমের সেরা ফিনিশার বলা হত মহেন্দ্র সিং ধোনিকে। পন্থ যেন সেই ধোনিকে মনে পড়াচ্ছেন!
গাব্বায় পঞ্চমদিন অবিস্মরণীয় একটা ইনিংস খেললেও ধোনির সঙ্গে তুলনা চাইছেন না পন্থং। দিল্লিতে পা দিয়ে কিপার-ব্যাটসম্যান বলেই দিয়েছেন, ‘এমএস ধোনির মতো কারও সঙ্গে যখন তুলনা হয়, তখন খুব ভালো লাগে। কিন্তু আমি কারও সঙ্গে তুলনা চাই না। ভারতীয় ক্রিকেটে আমি নিজের নাম তৈরি করতে চাই। কারণ ওর মতো কিংবদন্তির সঙ্গে আমার মতো উঠতি ক্রিকেটারের তুলনাটা একেবারেই ঠিক নয়।’
আরও পড়ুন: কোপাতে তৃতীয় ডিভিশন ক্লাবের কাছে হার রিয়ালের
গাব্বায় পন্থের ৮৯ নট আউট ইনিংসটা ভারতের টেস্ট ক্রিকেটের ইতিহাসে নতুন লোকগাথা হিসেবে দেখা হচ্ছে। ২৩ বছরের ক্রিকেটার কিন্তু পুরো টিমকে কৃতিত্ব দিচ্ছেন। তাঁ। কথায়, ‘পুরো টিম সিরিজ জুড়ে যে ভাবে খেলেছে, এই সাফল্যে আমরা দারুণ তৃপ্ত।’
আরও পড়ুন: ফুটবলবিশ্বে সর্বাধিক গোলের মালিক সিআর সেভেন
আন্তর্জাতিক ক্রিকেটে পন্থ ধারাবাহিক নন, এই অভিযোগ বারবার উঠেছে। প্রশ্ন উঠেছে, তাঁর কিপিং নিয়ে। এমনকি ব্যাটসম্যান পন্থও শট নির্বাচনের জন্য সমালোচিত হয়েছেন। পরিণত নন বলে বাজে শট নিয়ে আউট হয়েছে অনেকবার। কিন্তু এই পন্থ আগের থেকে অনেক বদলে গিয়েছেন। নতুন পন্থের হাত ধরেই ভারত ভবিষ্যতের সাফল্য খুঁজছে।