কোপাতে তৃতীয় ডিভিশন ক্লাবের কাছে হার রিয়ালের

কোপা দেল রে-তে (Copa Del Rey) বুধবার বড়সড় অঘটন। তৃতীয় ডিভিশনের ক্লাব আলকোয়ানোর (Alcoyano) কাছে ২-১ হারল রিয়াল মাদ্রিদ (Real Madrid)। ফলে কোপা থেকে বিদায় নিল রিয়াল। ৭০ বছর আগে আলকোয়ানো স্পেনের টপ লিগে খেলত। তার পর আর তেমন সাফল্য পায়নি তারা। কোপা দেল রে-তে রিয়াল মাদ্রিদ ১৯ বারের চ্যাম্পিয়ন। কিন্তু গত সাত বছর তারা কোপা জিততে পারেনি।

| Updated on: Jan 21, 2021 | 1:35 PM
ম্যাচের ৪৫ মিনিটে রিয়ালকে এগিয়ে দেন এদের মিলিতাও। (সৌজন্যে-রিয়াল মাদ্রিদ টুইটার)

ম্যাচের ৪৫ মিনিটে রিয়ালকে এগিয়ে দেন এদের মিলিতাও। (সৌজন্যে-রিয়াল মাদ্রিদ টুইটার)

1 / 5
৮০ মিনিটে আলকোয়ানোকে সমতায় ফেরান হোসে সোলবেস। (সৌজন্যে-আলকোয়ানো টুইটার)

৮০ মিনিটে আলকোয়ানোকে সমতায় ফেরান হোসে সোলবেস। (সৌজন্যে-আলকোয়ানো টুইটার)

2 / 5
নির্ধারিত সময়ে ম্যাচ অমীমাংসিত থাকায়, খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। (সৌজন্যে-রিয়াল মাদ্রিদ টুইটার)

নির্ধারিত সময়ে ম্যাচ অমীমাংসিত থাকায়, খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। (সৌজন্যে-রিয়াল মাদ্রিদ টুইটার)

3 / 5
অতিরিক্ত সময়ে রামোন লোপেজ ওলিভান লাল কার্ড দেখেন। (সৌজন্যে-আলকোয়ানো টুইটার)

অতিরিক্ত সময়ে রামোন লোপেজ ওলিভান লাল কার্ড দেখেন। (সৌজন্যে-আলকোয়ানো টুইটার)

4 / 5
১১৫ মিনিটে দশ জন হয়ে যাওয়া আলকোয়ানোকে জেতায় ভিদালের গোল। (সৌজন্যে-আলকোয়ানো টুইটার)

১১৫ মিনিটে দশ জন হয়ে যাওয়া আলকোয়ানোকে জেতায় ভিদালের গোল। (সৌজন্যে-আলকোয়ানো টুইটার)

5 / 5
Follow Us: