AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ambani School Fee: শাহরুখের ছেলে বা ঐশ্বর্য্যের মেয়ের সঙ্গে নিজের সন্তানকে পড়াতে চান? কত টাকা লাগবে জেনে নিন

Dhirubhai Ambani International School: আব্রাহাম থেকে শুরু করে অভিষেক-ঐশ্বর্য্যের মেয়ে আরাধ্যা কিংবা সইফ-করিনার দুই ছেলে, শাহিদ কাপুরের ছেলে-মেয়ে-সবাই পড়ে এই স্কুলে। অনন্য়া পাণ্ডে থেকে শুরু করে অনন্ত, আকাশ অম্বানীও পড়েছে এই স্কুলে। যেন গোটা বলিউডের পরবর্তী প্রজন্মই ভবিষ্যতের জন্য তৈরি হচ্ছে এই স্কুলে।

Ambani School Fee: শাহরুখের ছেলে বা ঐশ্বর্য্যের মেয়ের সঙ্গে নিজের সন্তানকে পড়াতে চান? কত টাকা লাগবে জেনে নিন
ফাইল চিত্র।Image Credit: Instagram
| Updated on: Dec 21, 2025 | 8:04 AM
Share

শাহরুখ খানের মেয়ে সুহানা, ছেলে আব্রাহাম থেকে শুরু করে অভিষেক-ঐশ্বর্য্যের মেয়ে আরাধ্যা কিংবা সইফ-করিনার দুই ছেলে, শাহিদ কাপুরের ছেলে-মেয়ে-সবাই পড়ে এই স্কুলে। অনন্য়া পাণ্ডে থেকে শুরু করে অনন্ত, আকাশ অম্বানীও পড়েছে এই স্কুলে। যেন গোটা বলিউডের পরবর্তী প্রজন্মই ভবিষ্যতের জন্য তৈরি হচ্ছে এই স্কুলে। আপনার সন্তানকেই সেলিব্রেটিদের সন্তানদের সঙ্গে পড়াতে চান? কত খরচ পড়বে জানেন?

বলিউডের প্রায় অধিকাংশ সেলিব্রেটিদের সন্তানরাই পড়ে ধীরুভাই অম্বানী ইন্টারন্যাশনাল স্কুলে। সম্প্রতিই স্কুলের অ্য়ানুয়াল ডে-র একাধিক ছবি ও ভিডিয়ো ভাইরাল হয়েছে। তারপরই সাধারণ মানুষের মনে প্রশ্ন জেগেছে যে এই স্কুলে কি শুধু সেলেব-সন্তানরাই পড়ে? কতই বা ফি স্কুলের?

শুধু সেলিব্রেটিদের সন্তানরা নয়, দেশের বড় বড় ব্যবসায়ী থেকে ধনী ব্যক্তিদের সন্তানদের অনেকেই এই স্কুলে পড়ে। মিডিয়া রিপোর্ট অনুসারে, এই স্কুলের বার্ষিক ফি লাখ লাখ টাকাএলকেজি থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত ক্লাসের বার্ষিক ফি প্রায় ১ লক্ষ ৭০ হাজার টাকা। অষ্টম থেকে দশম শ্রেণি পর্যন্ত ক্লাসের বার্ষিক ফি ৪ লক্ষ ৪৮ হাজার টাকাএকাদশ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ক্লাসের বার্ষিক ফি প্রায় ৯ লক্ষ ৬৫ হাজার টাকা

ধীরুভাইম্বানী ইন্টারন্যাশনাল স্কুলের বিশেষত্ব কী?

ধীরুভাইম্বানী ইন্টারন্যাশনাল স্কুল ICSE, IGCSE, এবং IBDP এর মতো আন্তর্জাতিক বোর্ডে অনুমোদিত, যা এটিকে অনন্য করে তুলেছেস্কুলটি ICSE, IGCSE এবং IB ডিপ্লোমা প্রোগ্রাম (IBDP) এর মতো আন্তর্জাতিক এবং ভারতীয় উভয় পাঠ্যক্রমই পড়ানো হয়। এর ফলে শিক্ষার্থীরা সহজেই বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলিতে ভর্তি হতে পারে। এটি ভারতের একমাত্র স্কুল, যা IBDP দ্বারা স্বীকৃত।

শিক্ষার পাশাপাশি স্কুলে সৃজনশীলতা, সমালোচনামূলক চিন্তাভাবনা, যোগাযোগ এবং সহযোগিতার দক্ষতার উপর জোর দেওয়া হয়। স্কুলটি সামগ্রিক বিকাশের উপর জোর দেয় অর্থাৎ, শিশুদের শারীরিক, বৌদ্ধিক এবং সামাজিক বিকাশের উপর। শিক্ষার্থীদের স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রামেরও সুযোগ পায়।