Rishabh Pant: বীরেন্দ্র সেওয়াগ ব্র্যান্ড অ্যাম্বাসাডর, DPL-এ খেলবেন ঋষভ পন্থ!

DPL, Franchise Cricket: প্রায় প্রতিটি রাজ্য ক্রিকেট সংস্থারই নিজস্ব টি-টোয়েন্টি টুর্নামেন্ট হয়। সেখান থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও সুযোগ পান অনেকে। এ বছর শুরু হয়েছে বেঙ্গল প্রিমিয়ার লিগ। আইপিএলের স্কাউটরা উপস্থিত ছিলেন কলকাতার ইডেন গার্ডেন্সে।

Rishabh Pant: বীরেন্দ্র সেওয়াগ ব্র্যান্ড অ্যাম্বাসাডর, DPL-এ খেলবেন ঋষভ পন্থ!
Image Credit source: PTI

Aug 02, 2024 | 5:03 PM

ঋষভ পন্থ, নবদীপ সাইনি, হর্ষিত রানা। এরকম বেশ কিছু পরিচিত নাম দেখা যাবে উদ্বোধনী দিল্লি প্রিমিয়ার লিগে। এ মাসের মাঝামাঝি হবে দিল্লি প্রিমিয়ার লিগ। এমনটাই জানিয়েছে দিল্লি ক্রিকেট সংস্থা। পুরুষ এবং মহিলাদের ক্রিকেট, একই সঙ্গে চলবে দিল্লি প্রিমিয়ার লিগ। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ম্যাচগুলি হবে। পুরুষদের ক্রিকেটে ছটি ফ্র্যাঞ্চাইজি দল রয়েছে। প্রায় প্রতিটি রাজ্য ক্রিকেট সংস্থারই নিজস্ব টি-টোয়েন্টি টুর্নামেন্ট হয়। সেখান থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও সুযোগ পান অনেকে। এ বছর শুরু হয়েছে বেঙ্গল প্রিমিয়ার লিগ। আইপিএলের স্কাউটরা উপস্থিত ছিলেন কলকাতার ইডেন গার্ডেন্সে।

দিল্লি ক্রিকেট সংস্থার প্রধান রোহন জেটলি বলেন, ‘ঋষভ পন্থ, নবদীপ সাইনি, হর্ষিত রানা এবং অনেক পরিচিত ক্রিকেটারই উদ্বোধনী দিল্লি প্রিমিয়ার লিগে খেলবে। ঋষভের সঙ্গে ব্যক্তিগত ভাবে কথা বলেছি। জাতীয় দলের খেলা না থাকলে ও এই টুর্নামেন্টের ম্যাচে নামবে বলে কথা দিয়েছে। এই মুহূর্তে বলতে পারি, ঋষভ খেলবে।’ পরিচিত মুখের পাশাপাশি অনূর্ধ্ব ২৩ এবং অনূর্ধ্ব ১৯ উঠতি প্রতিভাদেরও দেখা যাবে ডিপিএলে।

দিল্লি প্রিমিয়ার লিগের ব্র্যান্ড অ্যাম্বাসাডর বিশ্ব ক্রিকেটের বিধ্বংসী ওপেনার বীরেন্দ্র সেওয়াগ। উদ্বোধনী সংস্করণ নিয়ে উচ্ছ্বসিত ভারতের প্রাক্তন ওপেনার। বলছেন, ‘যে সমস্ত তরুণ ক্রিকেটাররা নেটে পরিশ্রম করে চলেন, তাদের কাছে একটা দারুণ সুযোগ। এই টুর্নামেন্টে ভালো পারফর্ম করতে পারলে আরও বড় সুয়োগ আসতে পারে। কেরিয়ারের শুরুতে আমি এমন ভিন্ন ভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলার এই সুযোগ পাইনি। আমার ছেলেও ক্রিকেট খেলে। আশা করি সে এই সুযোগটা পাবে।’

উদ্বোধনী সংস্করণে মোট ৪০টি ম্যাচ। এর মধ্যে মেয়েদের ক্রিকেটে সাতটি ম্যাচ এবং পুরুষদের ৩৩টি ম্যাচ। যে ছ’টি ফ্র্যাঞ্চাইজি দল অংশ নিতে চলেছে তারা হল-ওয়েস্ট দিল্লি লায়ন্স, নর্থ দিল্লি স্ট্রাইকার্স, সাউথ দিল্লি সুপারস্টার্জ, পুরানি দিল্লি-৬, দিল্লি কিংস ও ইস্ট দিল্লি রাইডার্স। ম্যাচগুলি স্পোর্টস ১৮ ও জিও সিনেমাও সম্প্রচারও হবে।