
টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক ম্যাচের দু-ইনিংসে সেঞ্চুরির রেকর্ড অনেকেরই রয়েছে। কিন্তু কোনও কিপার ব্যাটার টেস্টের দু-ইনিংসেই সেঞ্চুরি করছেন? এমন অবিশ্বাস্য রেকর্ড মাত্র দু-জনের রয়েছে। সেই তালিকায় একজন ঋষভ পন্থ। লিডস টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করেছেন ভারতের এই কিপার ব্যাটার। ভারতের প্রথম কিপার হিসেবে এই রেকর্ড। শুধু তাই নয়, ভারতের প্রথম ব্যাটার হিসেবে ইংল্যান্ডের মাটিতে দুই ইনিংসেই সেঞ্চুরি। নানা কীর্তির পরও আইসিসির রোষে ঋষভ পন্থ!
আগ্রাসন এবং ঋষভ পন্থ, এ নিয়ে কারও ধোঁয়াশা নেই। ব্যাটিংয়ে প্রতিপক্ষকে রীতিমতো শাসন করেন। এ বার যেন নতুন ঋষভ পন্থকে দেখা যাবে। টিমের ভাইস ক্যাপ্টেন। টিমের কোনও সমস্যা হলে তিনি দায়িত্ব নেবেন এটাই প্রত্যাশিত। আর তাতেই আইসিসির শাস্তির মুখে ভারতের এই ডাকাবুকো ব্যাটার। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা এক প্রেস রিলিজে জানিয়েছে, শৃঙ্খলাভঙ্গের জন্য ১ ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে পন্থকে।
গত ২৪ মাসের মধ্যে এটিই পন্থের প্রথম ডিমেরিট পয়েন্ট। সঙ্গে জরিমানাও। কিন্তু এই পয়েন্টের ২৪ মাসের মধ্যে ঘটনার পুনরাবৃত্তি হলে এক ম্যাচ নির্বাসনের মতো পরিস্থিতিও আসতে পারে। ম্যাচের তৃতীয় দিন ইংল্য়ান্ডের প্রথম ইনিংসের সময় বলের আকৃতি নিয়ে খুশি ছিলেন না পন্থ। আম্পায়ারের সঙ্গে কথা বলেন। আম্পায়াররা বল চেক করেন। পন্থ সন্তুষ্ট হতে পারেননি। আইসিসি-র নিয়ম অনুযায়ী, তা শৃঙ্খলাভঙ্গ।