বাড়ি খুঁজছেন পন্থ

Jan 28, 2021 | 2:10 PM

কোথায় বাড়ি কিনবেন পন্থ, টুইট করে ভক্তদের পরামর্শ চাইলেন।

বাড়ি খুঁজছেন পন্থ
বাড়ি খুঁজছেন পন্থ। (সৌজন্যে-ঋষভ পন্থ টুইটার)

Follow Us

নয়াদিল্লি: বাড়ি কেনার জন্য গুরগাঁও কেমন জায়গা? অস্ট্রেলিয়া সিরিজের পর ভারতীয় ক্রিকেটে সবচেয়ে আলোচিত নাম ঋষভ পন্থ (Rishabh Pant)। গাব্বায় নট আউট ৮৯ রানের ইনিংসটা তাঁকে রাতারাতি খ্যাতির চূড়ায় তুলে দিয়েছে। সেই পন্থই এখন নতুন বাড়ি কেনার কথা ভাবছেন। কিন্তু কোথায় কিনবেন, টুইট করে ভক্তদের পরামর্শ চাইলেন।

 

 

পন্থ টুইটারে লেখেন, “অস্ট্রেলিয়া থেকে ফিরে আসার পর নতুন বাড়ি কেনার জন্য বাড়ির লোকরা আমার পিছনে পড়ে গেছে। গুরগাঁও কি সঠিক জায়গা হবে? তোমাদের কাছে কোনও পরামর্শ থাকলে দাও।”

পন্থের টুইটে বেশ সাড়া মিলেছে। নিমেষে তা ভাইরালও হয়েছে। ভক্তরা তাঁকে হায়দরাবাদ, মুম্বই, কলকাতা, দিল্লিতে বাড়ি কেনার কথা ভেবে দেখতে বলেছেন।

আরও পড়ুন: কোচ বদলের পরও জয় অধরা চেলসির

পন্থ বর্তমানে তাঁর মা ও দিদির সঙ্গে উত্তরাখন্ডের রুরকিতে থাকেন। রুরকি থেকে দিল্লি যেতে সময় লাগে প্রায় সাড়ে চার ঘণ্টা। এতটা দূরে থাকার জন্য লকডাউনের সময় দিল্লিতে অনুশীলন করতে যাবার সুযোগ পাননি পন্থ। তাই তিনি এ বার চাইছেন দিল্লির কাছাকাছি কোথাও বাড়ি কিনতে।

আরও পড়ুন: ক্রিকেটকে বাউন্সারহীন করার প্রস্তাব হাস্যকর, বলছেন ভন

পন্থ এখন রয়েছেন চেন্নাইতে। ইংল্যান্ড সিরিজ থেকে ফিরেই কি তবে বাড়ি কিনবেন পন্থ?

Next Article