Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

T20 World Cup 2022: ওপেনিংয়ে রাহুলের বদলে ঋষভ? ব্যাটিং কোচ যা বললেন…

Team India: 'পরিস্থিতিই ওর কাছে এমন ইনিংস চাইছিল, বিরাট সে ভাবেই ইনিংস সাজিয়েছে। ওর সেই যোগ্যতা রয়েছে। পরিস্থিতি অনুযায়ী নিজের খেলার ধরণ পরিবর্তন করতে পারে। এখনও অবধি দুর্দান্ত খেলছে, আমরা জানি, ও এই ফর্ম ধরে রাখবে।'

T20 World Cup 2022: ওপেনিংয়ে রাহুলের বদলে ঋষভ? ব্যাটিং কোচ যা বললেন...
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Oct 29, 2022 | 7:25 PM

পারথ : টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2022) সুপার টুয়েলভে প্রথম দু-ম্যাচেই জিতেছে ভারত। লোকেশ রাহুলের (KL Rahul) ফর্ম যদিও চিন্তার বিষয়। ওয়ার্ম ম্যাচে অর্ধশতরান করেছিলেন। কিন্তু বিশ্বকাপ শুরু হতেই তাঁর ফর্ম আতঙ্কে রেখেছে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের। পাকিস্তানের বিরুদ্ধে মাত্র ৪ রানেই ফেরেন। এমনকি গত ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে মাত্র ৯ রানেই ফেরেন রাহুল। রান না পাওয়ার চেয়েও বেশি চিন্তার তাঁর আউট হওয়ার ধরণ। অস্ট্রেলিয়ার পরিস্থিতিতে মানিয়ে নিতে সমস্যা হচ্ছে কিনা বোঝা কঠিন। তবে অতি সাধারণ ব্যাটিংয়ে টপ অর্ডারে ক্রমশ মাথাব্যথা হয়ে দাঁড়াচ্ছেন। তবে কি রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রাহুলের পরিবর্তে ঋষভ পন্থকে ওপেনিংয়ে খেলানো হবে? ভারতের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর (Vikram Rathor) সাংবাদিক সম্মেলনে নানা প্রশ্নের উত্তর দিলেন। তুলে ধরল Tv9Bangla

ম্যাচ না খেললেও অনুশীলনে কোনও ফাঁক রাখছেন না ঋষভ পন্থ। প্রতিটি সেশনেই তা দেখা যায়। গত দু-ম্যাচে রাহুলের রান না পাওয়া সম্ভাবনা তৈরি করছিল, ঋষভকে ওপেনিংয়ে খেলানোর। ভারতীয় দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর বলেন, ‘আমরা এমন কিছু ভাবছি না। দু-টো ম্যাচের পারফরম্যান্স দিয়ে কাউকে বিচার করার পক্ষপাতী নই আমরা। ও খুবই ভাল ব্যাট করছিল। প্রস্তুতি ম্যাচগুলিতেও ভাল খেলেছে। সুতরাং, আমরা এমন কিছু ভাবছি না।’

ভারতীয় শিবিরে অবশ্য স্বস্তি বিরাট কোহলির বিধ্বংসী ফর্ম। এশিয়া কাপের আগে এক মাসের বিরতি নিয়েছিলেন বিরাট কোহলি। তারপর থেকেই চেনা মেজাজে। এশিয়া কাপে শতরান করেছেন। কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি শতরান বিরাটের। বিশ্বকাপেও প্রথম দু-ম্যাচেই অর্ধশতরানের ইনিংস। বিরাটকে নিয়ে কোনও বিশেষ পরিকল্পনা ছিল? গত দুই ইনিংসে শুরুটা মন্থর করলেও তারপর গিয়ার শিফ্ট করেন বিরাট। কোচ বিক্রম রাঠোর বলছেন, ‘কোন পরিস্থিতিতে খেলছে সেই অনুযায়ী ব্যাট করছে। আমরা নিজেদের দলের জন্য গর্বিত, যে কোনও পরিবেশ-পরিস্থিতির সঙ্গে দ্রুত মানিয়ে নিতে পারছি। সেটাই আমাদের পরিকল্পনা ছিল। পরিস্থিতিই ওর কাছে এমন ইনিংস চাইছিল, বিরাট সে ভাবেই ইনিংস সাজিয়েছে। ওর সেই যোগ্যতা রয়েছে। পরিস্থিতি অনুযায়ী নিজের খেলার ধরণ পরিবর্তন করতে পারে। এখনও অবধি দুর্দান্ত খেলছে, আমরা জানি, ও এই ফর্ম ধরে রাখবে।’