স্পাইডারম্যান গান গেয়ে ভাইরাল পন্থ

Jan 18, 2021 | 7:41 PM

টুইটারে নিমেষে ভাইরাল ঋষভ পন্থের স্পাইডারম্যান গানের ভিডিয়ো।

স্পাইডারম্যান গান গেয়ে ভাইরাল পন্থ
স্পাইডারম্যান গান গেয়ে ভাইরাল পন্থ।

Follow Us

ব্রিসবেন: ম্যাচ চলাকালীন স্টাম্পের পিছনে ঋষভ পন্থের (Rishabh Pant) স্পাইডারম্যান গান (spiderman song) এ বার ট্রেন্ডিংয়ে। ভারতীয় কিপার বরাবরই মজা করে থাকেন। মাঠ হোক বা মাঠের বাইরে ঋষভ মজা করার সুযোগ হাতছাড়া করেন না। গাব্বাতে কিপিং করার সময় এ বার গুনগুন করতে শোনা গেল পন্থকে। মাঠের মাঝেই তিনি “স্পাইডারম্যান, স্পাইডারম্যান…” গান শুরু করেন। টুইটারে নিমেষে ভাইরাল সেই ভিডিয়ো।

 

 

বেশ কয়েকজন তো ঠাট্টা করতেও ছাড়ছেন না। কেউ কেউ আবার তাঁর গান বাছাইকে বাহবাও দিচ্ছেন।

 

 

অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের ৫৬তম ওভারে ঘটনাটি ঘটেছিল। পন্থ তখন স্পিনার ওয়াশিংটন সুন্দরের সঙ্গে কথা বলছিলেন। ঠাট্টা করে সুন্দরকে তিনি বলেন, অজিদের স্পাইডারম্যানের মত একটি ওয়েব স্পিন করতে। তার পরই গান শুরু করেন। আর পন্থের সেই গান স্টাম্প মাইকে ধরাও পড়ে।

 

 

পন্থের স্পাইডারম্যান গানের ভিডিয়ো ভাইরাল হওয়ার পরই, ট্রেন্ডে ভেসে অ্যামাজন প্রাইম ভিডিয়ো স্পাইডারম্যান নিয়েও এক মজার টুইট করে। লিখেছে, যদি আপনি পন্থের ভক্ত হন, তা হলে আপনার জন্য স্পাইডারম্যানের বেশ কিছু বাছাই গান।

আরও পড়ুন: গোল করার লোক খুঁজছেন মহমেডান কোচ হেভিয়া

Next Article