গোল করার লোক খুঁজছেন মহমেডান কোচ হেভিয়া
ট্রাউয়ের বিরুদ্ধে তিন পয়েন্টই লক্ষ্য মহমেডানের। চোটের কারণে কাল মাঠে নামতে পারছেন না ফাতাউ। ফলে বাকি তিন বিদেশির ওপরই ভরসা রাখতে হচ্ছে স্প্যানিশ কোচকে।
কলকাতা: সুযোগ তৈরি হচ্ছে। কিন্তু সেই সব সুযোগ কাজে লাগিয়ে গোল করার লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। মহমেডানের হোসে হেভিয়া এখন গোল করার লোক খুঁজছেন হন্যে হয়ে। চার্চিলের বিরুদ্ধে গোলশূন্য ড্রয়ের পর আজ সাদাকালো শিবির নামছে ট্রাউ এফসির বিরুদ্ধে। তার আগে হেভিয়ার বলেছেন, ‘গোল করতে না পারলে যে কোনও টিমই চিন্তায় থাকবে। সেটা যাতে না হয়, তার জন্য় মরিয়া চেষ্টা করছি আমরা।’ সঙ্গে জুড়েছেন, ‘আমরা খারাপ খেলছি না। কিন্তু গোলের যে সুযোগগুলো তৈরি হচ্ছে, সেগুলো কাজে পারছি না। প্রচুর গোল নষ্ট হচ্ছে। সেগুলো যদি করতে পারতাম, তা হলে পরিস্থিতি অন্যরকম হতেই পারত। তবে, যে কোনও টিমই অনেক সময় এই রকম পরিস্থিতির মুখে পড়ে। সেখান থেকে বেরিয়ে এসে কী ভাবে আমরা নিজেদের মেলে ধরতে পারি, সেটাই ভাবতে হবে।’
আরও পড়ুন: স্পাইডারম্যান গান গেয়ে ভাইরাল পন্থ
প্রথম দু’ম্যাচের পর আই লিগের পয়েন্টের খাতায় শীর্ষে রয়েছে চার্চিল। গোয়ান টিমের মতোই চার পয়েন্ট মহমেডানেরও। ৯ টিমের আই লিগে ৮ নম্বরে ট্রাউ। কোমরন তুরসনভ, বিদ্য়াসাগর সিংরা এখনও টিম হয়ে উঠতে পারেননি। কোচ নন্দকুমার সিং অবশ্য এই ম্যাচ থেকে ঘুরে দাঁড়াতে মরিয়া। যা খুব ভালো করে জানেন হেভিয়া। বলছেনও, ‘যত টুকু খেলা দেখেছি, ট্রাউ খুব ভালো টিম। প্রচুর ভালো প্লেয়ার রয়েছে ওদের টিমে। প্রচুর এনার্জি নিয়ে খেলে। ওদের বিরুদ্ধে কঠিন একটা ম্যাচ খেলতে নামছি। তবে আমরা জেতা ছাড়া আর কিছু ভাবছি না।’
২০১৮ সালে সেকেন্ড ডিভিশন আই লিগে শেষ বার মুখোমুখি হয়েছিল দুই টিম। মহমেডান ৬-০ হারিয়েছিল মণিপুরী টিমকে। হেভিয়া অবশ্য অতীত মনে রাখছেন না। বরং ওই ট্রাউয়ের সঙ্গে এই ট্রাউয়ের অনেক ফারাক। নন্দকুমারের টিমে তুরসনভ ছাড়া ব্রাজিলিয়ান ডিফেন্ডার হেল্ডের লোবাটো, নাইজিরিয়ান স্ট্রাইকার জোসেফ ওলালেয়েরাও আছেন। আই লিগের প্রথম দুটো ম্যাচে জয় না পেলেও, হারেওনি।
মহমেডান কোচ অবশ্য হেভিয়া বলছেন, ‘আই লিগের প্রথম ম্যাচটার পর আমি টিমকে বলেছিলাম, পরের ম্যাচে আরও ভালো খেলতে হবে। আগের ম্যাচটার পর বলেছি, তিন নম্বর ম্যাচটাতে কিন্তু সেরাটা দিতে হবে। নিজেদেরই চেষ্টা করতে হবে যাতে পারফরম্যান্স লেভেলটা তুলতে পারি। টিমের উপর প্রচুর আস্থা রয়েছে। এই টিমটাই আরও ফুটবল উপহার দেবে।’