AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rishabh Pant: হাঁটুর চোট বাড়াচ্ছে অস্বস্তি, অস্ট্রেলিয়া সফরে কি অনিশ্চিত ভারতের ১ নম্বর কিপার ঋষভ পন্থ?

IND vs NZ, 1st Test: বেঙ্গালুরু টেস্টের দ্বিতীয় দিনের খেলার শেষে হাঁটুতে চোট পান উইকেটকিপার ব্যাটার। ফিজিও সঙ্গে সঙ্গে মাঠে আসেন। এরপর দু'জনের কাঁধে হাত রেখে খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন পন্থ। দ্বিতীয় দিনের খেলার শেষে প্রেস কনফারেন্সে ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মার মুখেও পন্থের চোট নিয়ে আশঙ্কার কথা শোনা যায়।

Rishabh Pant: হাঁটুর চোট বাড়াচ্ছে অস্বস্তি, অস্ট্রেলিয়া সফরে কি অনিশ্চিত ভারতের ১ নম্বর কিপার ঋষভ পন্থ?
Rishabh Pant: হাঁটুর চোট বাড়াচ্ছে অস্বস্তি, অস্ট্রেলিয়া সফরে কি অনিশ্চিত ভারতের ১ নম্বর কিপার ঋষভ পন্থ?Image Credit: X
| Updated on: Oct 18, 2024 | 10:08 AM
Share

কলকাতা: দেশের মাটিতে কিউয়িদের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার টেস্ট সিরিজ চলছে। বেঙ্গালুরু টেস্টের প্রথম দিন বৃষ্টির কারণে পন্ড হয়েছিল। দ্বিতীয় দিন থেকে খেলা শুরু হয়। মাত্র ৪৬ রানে অল আউট হয়ে টিম ইন্ডিয়া (Team India) লজ্জার নজির গড়ে। এরপর ভারতীয় শিবিরে অস্বস্তির জায়গা আরও বাড়ে ঋষভ পন্থের (Rishabh Pant) চোটে। বেঙ্গালুরু টেস্টের দ্বিতীয় দিনের খেলার শেষে হাঁটুতে চোট পান উইকেটকিপার ব্যাটার। ফিজিও সঙ্গে সঙ্গে মাঠে আসেন। এরপর দু’জনের কাঁধে হাত রেখে খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন পন্থ। দ্বিতীয় দিনের খেলার শেষে প্রেস কনফারেন্সে ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মার মুখেও পন্থের চোট নিয়ে আশঙ্কার কথা শোনা যায়। তৃতীয় দিন উইকেটের পিছনে দেখা যাচ্ছে না তাঁকে। বোর্ডের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, তাঁর পরিবর্তে ধ্রুব জুরেল তৃতীয় দিন উইকেটকিপিং করবেন।

বেঙ্গালুরু টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু হওয়ার সময় বোর্ড ঋষভ পন্থের মেডিকেল আপডেট শেয়ার করে। বিসিসিআইয়ের এক্স হ্যান্ডেলে জানানো হয়, তৃতীয় দিন উইকেটকিপিং করবেন না ঋষভ পন্থ। বিসিসিআই মেডিকেল টিমের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

বছর দুয়েক আগে ঋষভ পন্থ গুরুতর গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন। একাধিক অস্ত্রোপচারের পর রিহ্যাব পর্ব কাটিয়ে ফের ২২ গজে ফেরেন পন্থ। এরপর টি-২০ বিশ্বকাপেও খেলেছেন। টিম ইন্ডিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য তিনি। তাঁর চোট ভারতীয় শিবিরের চিন্তা নিঃসন্দেহে বাড়াল। দেশের মাটিতে ৩ টেস্টের কিউয়ি সিরিজ শেষ হলেও অজি সফরে যাবে টিম ইন্ডিয়া। ৫ টেস্টের বর্ডার গাভাসকর ট্রফি ডনের দেশে। সেখানে পন্থ না যেতে পারলে, ভারতীয় শিবিরের পক্ষে ক্ষতিই হবে।

দ্বিতীয় দিনের খেলার শেষে ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘ঋষভের নিক্যাপে বল লেগেছে। ঠিক যেখানে ওর অস্ত্রোপচার হয়েছিল সেই জায়গাতেই। ওর হাঁটু ফুলে গিয়েছে। ঝুঁকি এড়ানোর জন্য ওকে তুলে নেওয়া হয়। ওর যেহেতু বড় রকমের অস্ত্রোপচার হয়েছিল, তাই আমরা ওকে নিয়ে ঝুঁকি নিতে চাইনি। ঋষভও সেটা চায় না। হয়তো কালকের মধ্যে ও ঠিক হয়ে যাবে।’ রোহিতের ভাবনা পুরোপুরি মিলল না। পন্থকে নিয়ে সত্যিই ঝুঁকি নিতে চায় না ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তাই এই সিদ্ধান্ত।