ICC Test ranking: টেস্ট র‍্যাঙ্কিংয়ে জায়গা ধরে রাখলেন বিরাট-রোহিত

TV9 Bangla Digital | Edited By: Prantik Deb

Dec 01, 2021 | 6:22 PM

বোলারদের র‍্যাঙ্কিংয়ে প্রথম দশে আছেন ভারতের দু'জন। দ্বিতীয় স্থানে অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। তাঁর রেটিং পয়েন্ট ৮৪০। নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলছেন না ভারতীয় পেস বোলিংয়ের প্রধান স্তম্ভ জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। একধাপ নেমে ১০ নম্বরে আছেন বুমরা।

ICC Test ranking: টেস্ট র‍্যাঙ্কিংয়ে জায়গা ধরে রাখলেন বিরাট-রোহিত
দ্বিতীয় টেস্টে মাঠে ফিরছেন বিরাট। দক্ষিণ আফ্রিকা সফরে ফিরবেন রোহিত। সৌ: টুইটার

Follow Us

দুবাই: ইংল্যান্ড সফরের পর কানপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলল ভারত। যদিও সেই ম্যাচে ছিলেন না অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) বা ওপেনার রোহিত শর্মা (Rohit Sharma)। শুক্রবার থেকে দ্বিতীয় টেস্ট। তার আগে আজ প্রকাশ হল আইসিসি র‍্যাঙ্কিং (ICC Ranking)। যেখানে নিজেদের জায়গা ধরে রাখলেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ের পাঁচ নম্বরে আছেন রোহিত শর্মা। পয়েন্ট ৮০৫। অন্য দিকে ছয় নম্বরে আছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তাঁর পয়েন্ট ৭৭৫। মুম্বইয়ে দ্বিতীয় টেস্টে খেলবেন বিরাট। তাই পরবর্তী র‍্যাঙ্কিংয়ে বেশ কিছুটা এগিয়ে যাওয়ার সুযোগ পাবেন বিরাট। প্রথম দশে নেই আর কোনও ভারতীয় ব্যাটার। শীর্ষ স্থান ধরে রেখেছেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। তাঁর রেটিং পয়েন্ট ৯০৩। একধাপ উঠে দ্বিতীয় স্থানে স্টিভ স্মিথ। অন্য দিকে একধাপ নেমে তৃতীয় স্থানে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।

 

 

কানপুর টেস্টে অভিষেক হয়েছে শ্রেয়স আইয়ারের। প্রথম ইনিংসে সেঞ্চুরি করার পাশাপাশি দ্বিতীয় ইনিংসেও হাফ সেঞ্চুরির ইনিংস এসেছে শ্রেয়সের ব্যাট থেকে। তার ছাপ পাওয়া যাচ্ছে র‍্যাঙ্কিংয়েও। র‍্যাঙ্কিংয়ে ৭৪ নম্বরে জায়গা পেয়েছেন তিনি। চোট নিয়ে ব্যাটিং করা ঋদ্ধিমান সাহাও নয় ধাপ উঠে এসেছেন। অনেকটা পিছিয়ে গিয়ে ঋদ্ধি ফিরে এসেছেন প্রথম একশোয়। ৯৯ নম্বর স্থানে আছেন তিনি। ছয় ধাপ উঠে এসেছেন ওপেনার শুভমন গিল। ৬৬ নম্বর স্থানে উঠে এসেছেন তরুণ ওপেনার।

বোলারদের র‍্যাঙ্কিংয়ে প্রথম দশে আছেন ভারতের দু’জন। দ্বিতীয় স্থানে অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। তাঁর রেটিং পয়েন্ট ৮৪০। নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলছেন না ভারতীয় পেস বোলিংয়ের প্রধান স্তম্ভ জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। একধাপ নেমে ১০ নম্বরে আছেন বুমরা। তাঁর রেটিং পয়েন্ট ৭৬৩। বোলারদের র‍্যাঙ্কিংয়ে প্রথম স্থানে অস্ট্রেলিয়ার নব-নিযুক্ত অধিনায়ক প্যাট কামিন্স। তৃতীয় স্থানে টিম সাউদি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে পাঁচ উইকেট পাওয়া জাডেজা দুই ধাপ উঠে ১৯ নম্বরে। অলরাউন্ডারদের তালিকায় দ্বিতীয় স্থানে জাডেজা ও তৃতীয় স্থানে অশ্বিন।

 

আরও পড়ুন : IPL 2022: ৪ হাজার শতাংশ বেতন বৃদ্ধি ভেঙ্কটেশের

Next Article