Rohit Sharma: এ কেমন ঘটনা, রোহিতের পায়ে ডাইভ এক সমর্থকের

রাঁচি খালি হাতে ফেরায়নি রোহিত শর্মাকেও (Rohit Sharma)। ব্যাট হাতে যেমন রান পেয়েছেন, তেমনই টি-২০ অধিনায়ক হিসেবে এক ম্যাচ বাকি থাকতে প্রথম সিরিজ জয়টা নিশ্চিত করলেন হিটম্যান।

Rohit Sharma:  এ কেমন ঘটনা, রোহিতের পায়ে ডাইভ এক সমর্থকের
ব্যাট হাতেও ছন্দে রোহিত শর্মা। সৌ: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Nov 20, 2021 | 5:49 PM

রাঁচি: নিউজিল্যান্ডের (New Zealand) ব্যাটিং, ভারতের (India) বোলিং। গ্যালারি থেকে রেলিং টোপকে সোজা মাঠে এক দর্শক। ঘটনা দেখে অবাক সবাই। এক দিকে ক্রিকেটারদের নিরাপত্তা, অন্য দিকে করোনার জন্য তৈরি হওয়া বায়ো বাবল। ধোনির শহরে সে ভেঙে খবরের শিরোনামে রোহিত শর্মার (Rohit Sharma) এক ফ্যান। তবে রোহিতের পায়ে ডাইভ দেওয়ার আগে নির্দিষ্ট একটা দূরত্ব বজায় রেখেছিলেন তিনি। তাই বিতর্ক বেশি দূর গড়ায়নি। তবে সেই সমর্থককে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে থাকা অধিকারিকদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।

রাঁচি খালি হাতে ফেরায়নি রোহিত শর্মাকেও। ব্যাট হাতে যেমন রান পেয়েছেন, তেমনই টি-২০ অধিনায়ক হিসেবে এক ম্যাচ বাকি থাকতে প্রথম সিরিজ জয়টা নিশ্চিত করলেন হিটম্যান। রাঁচিতে (Ranchi) এই জয়ের জন্য সতীর্থদেরই ধন্যবাদ দিচ্ছেন হিটম্যান। ম্যাচ শেষে বলেছেন,”পরিস্থিতি খুব একটা পক্ষে ছিল না। তা সত্ত্বেও দলের ক্রিকেটাররা যে ভাবে মানিয়ে নিয়ে পারফর্ম করেছে, সেটা দারুণ। শুরুতে নিউজিল্যান্ড ভালো ব্যাটিং করছিল। বোলারদের একটাই কথা বলেছিলাম, একটা উইকেট পেলেই খেলা ঘুরে যাবে। বোলাররা নিজেদের কাজটা করতে পেরেছে। আমাদের দলের রিজার্ভ বেঞ্চে প্রতিভা আছে। যখনই তারা সুযোগ পেয়েছে নিজেদের সেরাটা দিয়েছে। আমি ওদের সবাইকে স্বাধীন ভাবে খেলতে বলেছি। তরুণ দল। অনেকেরই অভিজ্ঞতা কম। তাই ওদের যতটা সম্ভব সুযোগ দিতে হবে।”

অধিনায়ক রোহিত শর্মার পাশাপাশি সহ-অধিনায়ক কেএল রাহুলও (KL Rahul) বেশ ছন্দে আছেন। তাঁর মতে, প্রথম ছয় ওভার ম্যাচে দাপট দেখিয়েছে কিউয়িরা। তারপর থেকে ভারতের দাপট। “বোলাররা ম্যাচের মাঝেই নিজেদের মধ্যে আলোচনা করে নেয়, প্রতিপক্ষকে চাপে রাখতে স্লো-বল কৌশলে যেতে হবে। উইকেট বেশ ভালো ছিল। বলেও শিশিরে ভিজে যাচ্ছিল। তাই বোলারদের বল গ্রিপ করতে সমস্যা হয়েছে। তা সত্ত্বেও প্রতিপক্ষকে ১৫০ রানের মধ্যে আটকে রাখাটা সত্যিই প্রশংসার।” কাল সিরিজের নিয়মরক্ষার ম্যাচ। টিম ইন্ডিয়ার এখন একটাই লক্ষ্য। ইডেনে শেষ ম্যাচটা জিতে কিউয়িদের হোয়াইটওয়াশ করা। শেষ ম্যাচে দলের কি একাধিক পরিবর্তন দেখা যাবে? ভারতীয় দল সূত্রে খবর, সম্ভাবনা কম।

আরও পড়ুন : Harshal Patel: এবির পরামর্শই পাল্টে দিয়েছে হর্ষলকে