India Team: রোহিতই টি-টোয়েন্টি ক্যাপ্টেন, তারুণ্যে জোর দ্রাবিড়ের ভারতে

রবি শাস্ত্রী-বিরাট কোহলি জমানা শেষ হয়েছে একদিন আগে। তার চব্বিশ ঘণ্টার মধ্যে রাহুল দ্রাবিড়-রোহিত শর্মা যুগ শুরু হয়ে গেল। টি-টোয়েন্টির অধিনায়ক ঘোষণা করা হয়েছে আপাতত। ওয়ান ডে-তে বিরাটকেই ক্যাপ্টেন রাখা হবে কিনা, তা দেখার জন্য মুখিয়ে রয়েছে ভারতীয় ক্রিকেটমহল।

India Team: রোহিতই টি-টোয়েন্টি ক্যাপ্টেন, তারুণ্যে জোর দ্রাবিড়ের ভারতে
১৭ তারিখ শুরু হবে নতুন জুটির যুগ। সৌ: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Nov 09, 2021 | 8:34 PM

কলকাতা: সোমবারই টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ ম্যাচে বিরাট কোহলি (Virat Kohli) ইঙ্গিত দিয়েছিলেন। হলও তা-ই। টি-টোয়েন্টিতে ভারতীয় টিমের নতুন ক্যাপ্টেন হলেন রোহিত শর্মা (Rohit Sharma)। তাঁর ডেপুটি হিসেবে বেছে নেওয়া হল লোকেশ রাহুলকে (KL Rahul)। নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে তিনটে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হোম সিরিজ। ১৬ জনের দল বেছে নেওয়ার পাশাপাশি বিশ্রাম দেওয়া পাঁচ সিনিয়র ক্রিকেটারকে। সেই তালিকায় বিরাট কোহলি সহ রয়েছেন জশপ্রীত বুমরা, মহম্মদ সামি, রবীন্দ্র জাডেজারা।

একই সঙ্গে বড় তথ্য, টি-টোয়েন্টি টিম থেকে বাদ পড়লেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। বিশ্বকাপের সময় তাঁর চোট ছিল না কিনা, তা নিয়ে যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছিল। আইপিএলের সময় বল না করা হার্দিককে কেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবের জন্য পাঠানো হয়নি, তা নিয়েও প্রশ্ন তুলেছে বোর্ডের কেউ কেউ। আর তাই টিম ম্যানেজমেন্টের কাছে হার্দিকের চোট নিয়ে বিস্তারিত রিপোর্টও চেয়েছিল বোর্ড। হার্দিকের টিম থেকে বাদ পড়ার অর্থই হল, বরোদার অলরাউন্ডারের ফিটনেস নিয়ে অখুশি নির্বাচকরা।

রবি শাস্ত্রী-বিরাট কোহলি জমানা শেষ হয়েছে একদিন আগে। তার চব্বিশ ঘণ্টার মধ্যে রাহুল দ্রাবিড়-রোহিত শর্মা যুগ শুরু হয়ে গেল। টি-টোয়েন্টির অধিনায়ক ঘোষণা করা হয়েছে আপাতত। ওয়ান ডে-তে বিরাটকেই ক্যাপ্টেন রাখা হবে কিনা, তা দেখার জন্য মুখিয়ে রয়েছে ভারতীয় ক্রিকেটমহল।

হোম সিরিজ বলে ১৬ জনের টিম বাছা হয়েছে। তাতে সুযোগ পেয়েছেন আইপিএলে দুরন্ত পারফর্ম করা চার তরুণ ক্রিকেটার। সিএসকের ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়, কেকেআরের ওপেনার ভেঙ্কটেশ আইয়ার, আরসিবির হয়ে আইপিএলে সর্বোচ্চ উইকেট পাওয়া পেসার হর্ষল প্যাটেল এবং দিল্লি ক্যাপিটালসের পেসার আবেশ খান। এর মধ্যে ঋতুরাজ ও আবেশ এর আগেও ভারতীয় টিমের হয়ে খেলেছেন। আইপিএলের ঠিক আগে শ্রীলঙ্কা সফরে ভারতীয় টিমের সদস্য ছিলেন তাঁরা। প্রথম টিমে সুযোগও পেয়েছিলেন। ভেঙ্কটেশ আইপিএলের প্রথম পর্বে টিমে সুযোগ না পেলেও আমিরশাহিতে দুরন্ত পারফর্ম করেছিলেন। বাঁ হাতি ওপেনারের ধারাবাহিক পারফরম্যান্সের জন্য কেকেআর ফাইনালে উঠেছিল। শুধু তাই নয়, ভেঙ্কটেশ ষষ্ঠ বোলারের কাজটাও সামলাতে পারেন। হর্ষলকে টি-টোয়েন্টি বিশ্বকাপ টিমে না নেওয়ার কারণে তীব্র বিতর্ক হয়েছিল। আইপিএলে চমৎকার ছন্দে থাকা পেসার তাই ডাক পেলেন ভারতীয় টিমে।

শুধু হর্ষল নন, যুজবেন্দ্র চাহালকে বিশ্বকাপের টিম থেকে বাদ দেওয়ার জন্যও তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন নির্বাচকরা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে তাঁকে ফেরানো হল টিমে। ১৭ নভেম্বর জয়পুরে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ নিউজিল্যান্ডের বিরুদ্ধে। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ ১৯ এবং ২১ নভেম্বর রাঁচি ও কলকাতায়। নতুন ভারতীয় টিমকে দেখে নেওয়ার সেরা সুযোগ এটাই। আগামী বছর নভেম্বরে আরও একটা টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। তার আগে একটা ঠিকঠাক টিম এখন থেকেই বেছে নিতে চাইছেন নতুন কোচ রাহুল দ্রাবিড়।

পুরো টিম: রোহিত শর্মা (ক্যাপ্টেন), লোকেশ রাহুল (ভাইস ক্যাপ্টেন), ঋতুরাজ গায়কোয়াড়, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, ঈশান কিষাণ, ভেঙ্কটেশ আইয়ার, যুজবেন্দ্র চাহাল, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, আবেশ খান, ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, হর্ষল প্যাটেল, মহম্মদ সিরাজ।

আরও পড়ুন : T20 World Cup 2021: বিশ্বকাপ ব্যর্থতা বিরাটের ভাবমূর্তি নষ্ট করবে না, বলছেন ক্লাইভ লয়েড