Rohit Sharma Record: গেইলকে ছাপিয়ে গেলেন রোহিত শর্মা, সামনে শুধুই আফ্রিদি
India vs England ODI Series: চ্যাম্পিয়ন্স ট্রফিতেই সব রেকর্ড ভেঙে দিতে পারেন রোহিত শর্মা। হয়ে উঠতে পারেন সিক্স হিটার কিং। ঘরের মাঠে ইংল্য়ান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে এখনও এক ম্যাচ বাকি। টানা দু-ম্যাচ জিতে সিরিজ ইতিমধ্যেই নিশ্চিত ভারতের। আর কটকে দ্বিতীয় ম্যাচেই রেকর্ড রোহিতের।

সিক্স হিটিং মেশিন! ক্রিস গেইলকে এমনটাই বলা হয়ে থাকে। তাঁকে অনেক আগেই ছুঁয়ে ফেলেছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। কটকে বিধ্বংসী ইনিংসে তাঁকে ছাপিয়েও গেলেন। সামনে শুধুই শাহিদ আফ্রিদি। চ্যাম্পিয়ন্স ট্রফিতেই সব রেকর্ড ভেঙে দিতে পারেন রোহিত শর্মা। হয়ে উঠতে পারেন সিক্স হিটার কিং। ঘরের মাঠে ইংল্য়ান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে এখনও এক ম্যাচ বাকি। টানা দু-ম্যাচ জিতে সিরিজ ইতিমধ্যেই নিশ্চিত ভারতের। আর কটকে দ্বিতীয় ম্যাচেই রেকর্ড রোহিতের।
ওয়ান ডে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ছয় মারার নিরিখে শীর্ষে রয়েছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি। দেশের জার্সি, এশিয়া একাদশ এবং আইসিসি টিমের হয়ে ৩৯৮ ম্যাচে ৩৫১টি ছয় মেরেছেন শাহিদ আফ্রিদি। আইসিসির টিম এবং দেশের জার্সি মিলিয়ে ক্রিস গেইলের রয়েছে ৩০১ ম্যাচে ৩৩১টি ছয়। কটকে রান তাড়ায় নেমে একটা ছয় মারতেই ক্রিস গেইলকে ছাপিয়ে যান রোহিত শর্মা।
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ডে-তে মাত্র ২ রান করেছিলেন রোহিত। দ্বিতীয় ম্যাচে ৯০ বলে ১১৯ রানের ইনিংস খেলেন রোহিত। এর মধ্যে এক ডজন বাউন্ডারির পাশাপাশি ৭টি ওভার বাউন্ডারি রয়েছে। এমনকি সেঞ্চুরিও পূর্ণ করেছেন ছয় মেরেই। পুল, হুক, ইনসাইড আউট সব ধরনের শটই খেলতে দেখা গিয়েছে। এ দিনের সাতটি ছয়ের সৌজন্যে ২৬৭ ম্যাচে রোহিতের ওভার বাউন্ডারির সংখ্যা দাঁড়িয়েছে ৩৩৮। পাকিস্তানের শাহিদ আফ্রিদিকে ছাপিয়ে যেতে রোহিতের প্রয়োজন আর ১৪টি ছয়। হতেই পারে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচেই সেই রেকর্ড ছাপিয়ে গেলেন রোহিত!
What a way to get to the HUNDRED! 🤩
A treat for the fans in Cuttack to witness Captain Rohit Sharma at his best 👌👌
Follow The Match ▶️ https://t.co/NReW1eEQtF#TeamIndia | #INDvENG | @IDFCFIRSTBank | @ImRo45 pic.twitter.com/oQIlX7fY1T
— BCCI (@BCCI) February 9, 2025





