ICC Ranking Rohit Sharma: ফাইনালের সেরা ইনিংস, র্যাঙ্কিংয়ে বড় লাভ রোহিত শর্মার
ICC Men’s Champions Trophy 2025: সেরা ইনিংসটি যেন তুলে রেখেছিলেন ফাইনালের জন্য। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ট্রফির ম্যাচে ৭৬ রানের অনবদ্য ইনিংস ভারত অধিনায়ক রোহিত শর্মার। ফাইনালে সেরার পুরস্কারও জেতেন। আইসিসি ক্রমতালিকাতেও উন্নতি হল রোহিতের।

সদ্য আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত। টুর্নামেন্টে অলরাউন্ড পারফরম্যান্স ভারতের। বিরাট কোহলি গ্রুপ পর্বে পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন। তেমনই শ্রেয়স আইয়ার ধারাবাহিক ভালো ব্যাটিং করেছেন। অক্ষর প্যাটেলও দুর্দান্ত পারফর্ম করেছিলেন। অপেক্ষা ছিল রোহিত শর্মার একটা নায়কোচিত ইনিংসের। গ্রুপ পর্বে এক ম্যাচে ৪১ করেছিলেন। তবে সেরা ইনিংসটি যেন তুলে রেখেছিলেন ফাইনালের জন্য। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ট্রফির ম্যাচে ৭৬ রানের অনবদ্য ইনিংস ভারত অধিনায়ক রোহিত শর্মার। ফাইনালে সেরার পুরস্কারও জেতেন। আইসিসি ক্রমতালিকাতেও উন্নতি হল রোহিতের।
ভারত অধিনায়ক রোহিত শর্মা এবং টুর্নামেন্ট সেরার পুরস্কার জেতা নিউজিল্যান্ডের তরুণ ব্যাটার রাচিন রবীন্দ্রর আইসিসি ওডিআই ব্যাটারদের ক্রমতালিকায় উন্নতি হয়েছে। ক্রমতালিকায় দু’ধাপ উন্নতি হয়ে ব্যাটিং পজিশনে তৃতীয় স্থানে উঠেছেন রোহিত শর্মা। অন্যদিকে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুটি শতরান করা ও সেরার পুরস্কার জেতা কিউয়ি তরুণ রাচিন রবীন্দ্র ১৪ ধাপ উঠে ১৪ নম্বরে জায়গা করে নিয়েছেন। সংক্ষিপ্ত কেরিয়ারে এটিই তাঁর সেরা ব্যাটিং র্যাঙ্কিং।
আইসিসি ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের তরুণ ওপেনার শুভমন গিল। তাঁর রেটিং পয়েন্ট ৭৮৪। দ্বিতীয় স্থান ধরে রেখেছেন বাবর আজম। তাঁর রেটিং পয়েন্ট ৭৭০। তিনে থাকা রোহিতের রেটিং পয়েন্ট ৭৫৬। কিং কোহলি গ্রুপ পর্ব এবং সেমিফাইনালে দুর্দান্ত পারফর্ম করলেও ফাইনালে মাত্র ১ রান করেছেন। বাকিদের উন্নতিতে বিরাট রয়েছেন পাঁচ নম্বরেই।





