ICC ODI Rankings: আইসিসি ব়্যাঙ্কিংয়েও সুপারহিট হিটম্যান! পিছনে বিরাটও
প্রতিপক্ষদের বিরুদ্ধে হিটম্যানের ব্যাট যতটা হিট হচ্ছে, তেমনই এ বার আইসিসি ব়্যাঙ্কিংয়েও তিনি সুপারহিট। ভারতে বসেছে ওয়ান ডে বিশ্বকাপের (ICC World Cup) আসর। জয়ের হ্যাটট্রিক করেছে রোহিত শর্মার ভারত (India)। আগামিকাল বাংলাদেশের বিরুদ্ধে নামবে মেন ইন ব্লু। এর আগে আবার আইসিসি ব়্যাঙ্কিং প্রকাশিত হল।
দুবাই: তাঁর ব্যাট বিশ্বকাপে জ্বলে উঠছে। এর জন্য পুরস্কারও পেলেন তিনি। কথা হচ্ছে ভারত অধিনায়ক রোহিত শর্মাকে (Rohit Sharma) নিয়ে। প্রতিপক্ষদের বিরুদ্ধে হিটম্যানের ব্যাট যতটা হিট হচ্ছে, তেমনই এ বার আইসিসি ব়্যাঙ্কিংয়েও তিনি সুপারহিট। ভারতে বসেছে ওয়ান ডে বিশ্বকাপের (ICC World Cup) আসর। জয়ের হ্যাটট্রিক করেছে রোহিত শর্মার ভারত (India)। আগামিকাল বাংলাদেশের বিরুদ্ধে নামবে মেন ইন ব্লু। এর আগে আবার আইসিসি ব়্যাঙ্কিং প্রকাশিত হল। তাতে উন্নতি হয়েছে ভারত অধিনায়ক রোহিতের। তিনি পিছনে ফেলে দিলেন বিরাট কোহলিকেও। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে রোহিতের ১৩১ রানের বিধ্বসী ইনিংসের সাক্ষী থেকেছে ক্রিকেট মহল। এবং এরপর পাকিস্তানের বিরুদ্ধে রোহিত করেন দুরন্ত ৮৬ রান। এই ইনিংসের সুবাদে আইসিসি ওডিআই ব়্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে রোহিতের। পাঁচ ধাপ উঠে এসে রোহিত পৌঁছেছেন আইসিসি ব্যাটারদের ক্রমতালিকায় ছয় নম্বরে। রোহিতের অর্জিত রেটিং পয়েন্ট ৭১৯। পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ৮৩৬ পয়েন্ট নিয়ে আইসিসি ওডিআই ব্যাটারদের ক্রমতালিকার শীর্ষে রয়েছেন। ৮১৮ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ভারতের তরুণ ওপেনার শুভমন গিল। ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি ৭১১ পয়েন্ট নিয়ে ৮ নম্বরেই রয়েছেন। তবে ইংল্যান্ডের ডেভিড মালানেরও পয়েন্ট ৭১১। তিনি যুগ্মভাবে কোহলির সঙ্গে আট নম্বরে রয়েছেন।
নিউজিল্যান্ডের সিনিয়র পেসার ট্রেন্ট বোল্ট আইসিসি ওডিআই ব়্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় শীর্ষস্থানের কাছাকাছি পৌঁছে গিয়েছেন। বাংলাদেশের বিরুদ্ধে বিধ্বংসী স্পেলের পর আইসিসি ব়্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন বোল্ট। বাংলাদেশের বিরুদ্ধে তৌহিদ হৃদয়ের উইকেট তুলে নিয়ে বোল্ট তাঁর ওডিআই কেরিয়ারের ২০০তম উইকেট পূরণ করেছেন। অস্ট্রেলিয়ার জশ হ্যাজলউড ৬৬০ রেটিং পয়েন্ট নিয়ে এই তালিকায় শীর্ষে রয়েছেন। বোল্টের পয়েন্ট ৬৫৯। ভারতীয় তারকা বোলার মহম্মদ সিরাজ রয়েছেন এই তালিকায় তৃতীয় স্থানে। তাঁর অর্জিত রেটিং পয়েন্ট ৪৫৬। সিরাজ ছাড়া আইসিসি ওডিআই বোলারদের ক্রমতালিকায় প্রথম ১০-এ রয়েছেন কুলদীপ যাদব। এ ছাড়া আইসিসি ওডিআই অলরাউন্ডারদের ক্রমতালিকায় শীর্ষে রয়েছেন বাংলাদেশের অবরাউন্ডার সাকিব আল হাসান। প্রথম দশে রয়েছেন ভারতের হার্দিক পান্ডিয়া (নয় নম্বরে)।