India vs West Indies: ‘রবির বোলিংয়ে অনেক বৈচিত্র্য রয়েছে’, বললেন রোহিত
রোহিত আরও বলেন, 'রবি আইপিএলে দুরন্ত পারফর্ম করার সুবাদেই জাতীয় দলের টিকিট পেয়েছে। খুব প্রতিভাবান স্পিনার। অন্যদের চেয়ে অনেকটাই আলাদা ও। ওর বলে অনেক বৈচিত্র্য আছে। যে কোনও পরিস্থিতিতে ও বল করে। এর ফলে আমাদের হাতে অপশনও বেড়ে যায়।
কলকাতা: অভিষেক ম্যাচেই বুঝিয়ে দিয়েছেন তিনি লম্বা রেসের ঘোড়া। জাতীয় দলের (Indian Cricket Team) জার্সিতে অভিষেকেই ম্যাচের সেরা। ৪ ওভারে ১৭ রান দিয়ে নেন ২ উইকেট। রবি বিষ্ণোইয়ের (Ravi Bishnoi) প্রশংসায় পঞ্চমুখ দলনায়ক রোহিত শর্মাও (Rohit Sharma)। ইডেনে বিষ্ণোইয়ের গুগলি সামলাতেই হিমসিম খেতে দেখে যায় পোলার্ড, রভম্যান পাওয়েলদের। যোধপুরের ২১ বছরের স্পিনারের বোলিং বৈচিত্র্য দেখে মুগ্ধ হিটম্যান। ইডেন নতুন তারকার জন্ম দেয়। সেই মিথ এখনও চলছে। বুধের ইডেনে ভারতীয় ক্রিকেট দলের জয়ের নেপথ্যে এক নতুন মুখ। রবি বিষ্ণোই। অভিষেক ম্যাচেই বিষ্ণোইয়ের বোলিং ফিগার ২-০-১৭-২। তাও একটা চার হজম করেছেন ওভার বাউন্ডারির জন্য। ক্যারিবিয়ানরা চাহালকে খেলার প্রস্তুতি সেরে এসেছিল। কিন্তু সেখানে আউট অব সিলেবাস হয়ে উইন্ডিজদের নাকানিচুবানি খাওয়ালেন রবি বিষ্ণোই। ম্যাচের পর রোহিত বলেন, ‘প্রথম ম্যাচেই ওর এই পারফরম্যান্স মুগ্ধ করেছে আমাকে। ওর উজ্জ্বল ভবিষ্যৎ। এখন দেখার প্রতি ম্যাচে আমরা কি ভাবে ওকে ব্যবহার করতে পারি।’
রোহিত আরও বলেন, ‘রবি আইপিএলে দুরন্ত পারফর্ম করার সুবাদেই জাতীয় দলের টিকিট পেয়েছে। খুব প্রতিভাবান স্পিনার। অন্যদের চেয়ে অনেকটাই আলাদা ও। ওর বলে অনেক বৈচিত্র্য আছে। যে কোনও পরিস্থিতিতে ও বল করে। এর ফলে আমাদের হাতে অপশনও বেড়ে যায়।
? ? “Very happy with his first game for India. He has got a very bright future.” #TeamIndia captain @ImRo45 lauds @bishnoi0056 following his superb performance on debut. ? ?#INDvWI @Paytm pic.twitter.com/YmxUF2JYrY
— BCCI (@BCCI) February 16, 2022
From nerve & verve to a dream #TeamIndia debut!? ?
In his maiden Chahal TV appearance, @bishnoi0056 shares his emotions with @yuzi_chahal after India’s win in the 1⃣st @Paytm #INDvWI T20I. ☺️ ? – By @Moulinparikh
Watch the full interview ? ?https://t.co/HTjXQGKlg3 pic.twitter.com/5dMyWXUblu
— BCCI (@BCCI) February 17, 2022
ম্যাচ সেরার পুরস্কার হাতে রবি বলেন, ‘জাতীয় দলের জার্সিতে খেলার স্বপ্ন ছিল এবং তা পূরণ হওয়ায় ভালো লাগছে। শুরুতে কিছুটা ভয় লাগছিল। কিন্তু দলের জন্য কিছু করতে মুখিয়ে ছিলাম। কারণ ওয়েস্ট ইন্ডিজের টি-২০ দল বেশ শক্তিশালী। শিশিরের জন্য বল ধরতে কিছুটা অসুবিধে হচ্ছিল। এই ম্যাচ সেরার পুরস্কার নিয়ে আমি ভাবতে চাই না। তবে এটা আমার স্বপ্নের মুহূর্ত।’
আরও পড়ুন: India vs West Indies: ‘উত্তেজিত থাকার পাশাপাশি নার্ভাসও ছিলাম’, বললেন বিষ্ণোই