IND vs AFG: নেটে বোলার রোহিত, চোট সারিয়ে ফিরছেন সূর্য

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 03, 2021 | 4:48 PM

T20 World Cup 2021: এই ম্যাচ ভারতের কাছে ডু-অর-ডাই। জেতা ছাড়া আর কোনও রাস্তা নেই। টপ অর্ডারের কাছে যেমন রান চাইছে টিম ম্যানেজমেন্ট, তেমনই ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়ার কাছেও রান চাইছে। সব মিলিয়ে চাপ রয়েছে টিমের উপর।

IND vs AFG: নেটে বোলার রোহিত, চোট সারিয়ে ফিরছেন সূর্য
নেট সেশনে রোহিত-বিরাট (ছবি-বিসিসিআই)

Follow Us

দুবাই: ঐচ্ছিক ট্রেনিং সেশনেও নিজেদের ছাপিয়ে গেলেন ভারতীয় ক্রিকেটাররা। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দুটো ম্যাচে হেরে ব্যাপক চাপে বিরাট কোহলির টিম। এতটাই যে, সেমিফাইনালে যাওয়া নিয়েও বড়সড় প্রশ্নের মুখে। এই পরিস্থিতিতে আফগানিস্তান ম্যাচে জয় স্বস্তি দিতে পারে ভারতীয় টিমকে। আর তাই বিরাট কোহলি (Virat Kohli) থেকে রোহিত শর্মারা (Rohit Sharma) নেট সেশনকেই বেছে নিলেন প্রস্তুতির জন্য।

আর সেই নেটেই দেখা অদেখা কিছু ছবি। বেশ কিছুক্ষণ বোলিং করতে দেখা গেল রোহিত শর্মাকে। যার পর একটাই প্রশ্ন উঠছে, আফগানিস্তান ম্য়াচেও বল হাতে দেখা যাবে রোহিতকে? তবে ভারতীয় টিমের পক্ষে একটাই স্বস্তির খবর, পিঠের চোট সারিয়ে নেটে ব্যাট হাতে নেমে পড়লেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। চোটের কারণে নিউজিল্যান্ড ম্যাচ খেলতে পারেননি তিনি। সব ঠিক থাকলে আজ সন্ধেয় আফগানিস্তানের বিরুদ্ধে টিমে ফিরতে পারেন সূর্য।

আপাতত বিশ্বকাপে ভারতীয় টিমের যা পরিস্থিতি, তাতে টিকে থাকতে হলে রশিদ খানদের হারাতেই হবে। তাতেও হবে না। আফগানিস্তান ও নিউজিল্যান্ডকে একটা করে ম্যাচ হারতেও হবে। বড় ব্যবধানে জয় চায় বিরাটদের। আর তাই ব্যাটারদের ব্যাটে বড় রান চাই। বোলারদেরও জ্বলে উঠতে হবে। এখনও পর্যন্ত দুটো ম্যাচে জশপ্রীত বুমরা ছাড়া আর কেউ সে ভাবে ছাপ রাখতে পারেননি। আর তাই বোলিংয়ে গভীরতা আনতে অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে ফেরানোর কথাও ভাবা হচ্ছে।

এই ম্যাচ ভারতের কাছে ডু-অর-ডাই। জেতা ছাড়া আর কোনও রাস্তা নেই। টপ অর্ডারের কাছে যেমন রান চাইছে টিম ম্যানেজমেন্ট, তেমনই ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়ার কাছেও রান চাইছে। সব মিলিয়ে চাপ রয়েছে টিমের উপর। তবে, সেখান থেকে বেরিয়ে আসার জন্য এই ম্যাচ জিততেই হবে বিরাট কোহলি অ্যান্ড কোংকে।

আরও পড়ুন: New Zealand vs Scotland Live Score, T20 World Cup 2021: ডেভন কনওয়ে আউট, কিউয়িদের তৃতীয় উইকেটের পতন

Next Article