New Zealand vs Scotland Match Highlights, T20 World Cup 2021: গাপ্টিলের ব্যাটে ভর করে জয় কিউয়িদের
New Zealand vs Scotland Live Score in Bengali: দেখুন টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) নিউজিল্যান্ড (New Zealand) বনাম স্কটল্যান্ড (Scotland) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।
দুবাই: টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) সুপার-১২-এ আজ, বুধবারের ডাবল হেডার ম্যাচের প্রথমটিতে মুখোমুখি হয়েছিল কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড (New Zealand) ও কাইল কোয়র্টজারের স্কটল্যান্ড (Scotland)। টসে জিতে শুরুতে উইলিয়ামসনদের ব্যাটিং করতে পাঠিয়েছিলেন স্কট ক্যাপ্টেন। নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাটিং করে ৫ উইকেটের বিনিময়ে স্কোরবোর্ডে ১৭২ রান তুলেছিল নিউজিল্যান্ড। যার মধ্যে রয়েছে কিউয়ি ওপেনার মার্টিন গাপ্টিনের ৯৩ রানের দুর্ধর্ষ ইনিংস। স্কটল্যান্ডের টার্গেট ছিল ১৭৩ রান। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৫৬ রানে আটকে গেল স্কটল্যান্ড। ১৬ রানের ব্যবধানে ম্যাচ জিতে নিল নিউজিল্যান্ড।
আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এর আগে একবারই সাক্ষাৎ হয়েছিল দুই দলের তাতে জিতেছিল কিউয়িরা। আজ দ্বিতীয় সাক্ষাৎে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২ পয়েন্ট তুলে নিল সেই নিউজিল্যান্ডই।
LIVE Cricket Score & Updates
-
১৬ রানে ম্যাচ জিতল নিউজিল্যান্ড
নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৫৬ রানে আটকে গেল স্কটল্যান্ড। ১৬ রানের ব্যবধানে ম্যাচ জিতে নিল নিউজিল্যান্ড।
A valiant effort from Scotland but New Zealand clinch the victory ✌️#T20WorldCup | #NZvSCO | https://t.co/Huz67z1YXm pic.twitter.com/p52FHFLuQP
— T20 World Cup (@T20WorldCup) November 3, 2021
-
১৫ ওভারে স্কটল্যান্ড ১০৩/৪
খেলা বাকি ৫ ওভারের। ১৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০৩ রান তুলেছে স্কটরা।
-
-
১০ ওভারে স্কটল্যান্ড ৭৬/২
ম্যাচ জিততে স্কটদের চাই ৬০ বলে ৯৭ রান। ১০ ওভারে ২ উইকেট হারিয়ে স্কটল্যান্ড তুলেছে ৭৬ রান
-
৫ ওভারে স্কটল্যান্ড ২৮/১
৫ ওভারের মধ্যে ক্যাপ্টেনের উইকেট হারিয়ে ফেলেছে স্কটল্যান্ড। এবং স্কোরবোর্ডে তুলেছে ২৮ রান।
-
রান তাড়া করতে নামল স্কটল্যান্ড
ওপেনিংয়ে নামলেন কাইল কোয়ের্টজার ও জর্জ মুনসি
-
-
১৭২ রানে থামল কিউয়িরা
নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাটিং করে ৫ উইকেটের বিনিময়ে স্কোরবোর্ডে ১৭২ রান তুলেছে নিউজিল্যান্ড। যার মধ্যে রয়েছে কিউয়ি ওপেনার মার্টিন গাপ্টিলের ৫৬ বলে ৯৩ রানের দুর্ধর্ষ ইনিংস। স্কটল্যান্ডের ম্যাচ জিততে চাই ১২০ বলে ১৭৩ রান।
New Zealand set Scotland a target of 173 ?
Martin Guptill (93) top scores for the @BLACKCAPS. #T20WorldCup | #NZvSCO | https://t.co/Huz67z1YXm pic.twitter.com/QVWkBCF21T
— T20 World Cup (@T20WorldCup) November 3, 2021
-
১৫ ওভারে নিউজিল্য়ান্ড ১২০/৩
খেলা বাকি ৫ ওভারের। ১৫ ওভারে ৩ উইকেটের বিনিময়ে কিউয়িরা তুলেছে ১২০ রান। তিন উইকেট হারানোর পর গাপ্টিল-ফিলিপস জুটিতে ভালোভাবেই এগিয়ে নিয়ে যাচ্ছে নিউজিল্যান্ডকে।
-
১০ ওভারে নিউজিল্যান্ড ৭০/৩
খেলা বাকি ১০ ওভারের। ক্রিজে মার্টিন গাপ্টিল ও গ্লেন ফিলিপস।
মার্টিন ৩৯*, ফিলিপস ৬*
-
আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে গাপ্টিলের ৩ হাজার রান
ভারত অধিনায়ক বিরাট কোহলির পর দ্বিতীয় ব্যাটার হিসেবে নিউজিল্যান্ডের মার্টিন গাপ্টিল আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ৩০০০ রান পূর্ণ করলেন।
Take a bow, Martin Guptill ?♂️
Only the second batter to reach 3000 runs in men's T20Is ? #T20WorldCup pic.twitter.com/ZEjbnq4TFJ
— T20 World Cup (@T20WorldCup) November 3, 2021
-
পাওয়ার প্লে শেষ
পাওয়ার প্লে-র মধ্যে ২ উইকেট হারিয়ে কিউয়িরা তুলেছে ৫২ রান।
মার্টিন গাপ্টিল ব্যাট করছেন ২৮ রানে। ডেভন কনওয়ে রয়েছেন ১ রানে
-
৫ ওভারে নিউজিল্যান্ড ৩৬/২
৫ ওভারের খেলা শেষ। শুরুটা ঠিক ঠাক করলেও পঞ্চম ওভারের প্রথম ও পঞ্চম বলে দুটি উইকেট তুলে নেন সেফান শারিফ। ১৩ রান করে আউট হন ড্যারিল মিচেল। আর কোনও রান করেই মাঠ ছাড়েন কিউয়ি নেতা উইলিয়ামসন।
-
নিউজিল্যান্ডের ইনিংস শুরু
কিউয়িদের হয়ে ওপেনিংয়ে নামলেন মার্টিন গাপ্টিল ও ড্যারিল মিচেল
-
কিউয়িদের প্রথম একাদশ
নিউজিল্যান্ডের প্রথম একাদশ: মার্টিন গাপ্টিল, ড্যারিল মিচেল, কেন উইলিয়ামসন (অধিনায়ক), জিমি নিশাম, ডেভন কনওয়ে (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, ঈশ সোধি, টিম সাউদি, অ্যাডাম মিলনে, ট্রেন্ট বোল্ট।
A toss win for @CricketScotland and they've opted to bowl first in Dubai. An unchanged XI from the India match. Follow @T20WorldCup action LIVE in NZ on @skysportnz and @SENZ_Radio with highlights on @sparknzsport. #T20WorldCup pic.twitter.com/yZ37fUHdlg
— BLACKCAPS (@BLACKCAPS) November 3, 2021
-
স্কটল্যান্ডের প্রথম একাদশ
স্কটল্যান্ডের প্রথম একাদশ: কাইল কোয়ের্টজার (অধিনায়ক), জর্জ মুনসি, ক্যালাম ম্যাকলয়েড, ম্যাথু ক্রস, রিচি ব্যারিংটন, মিচেল লিস্ক, ক্রিস গ্রিয়েভাস, মার্ক ওয়াট, সেফান শারিফ, আলাসদায়ের ইভানস ও ব্র্যাড হোয়েল।
Your ??????? team for today#FollowScotland ??????? | #PurpleLids ? pic.twitter.com/ubc6JRJBF5
— Cricket Scotland (@CricketScotland) November 3, 2021
-
টস আপডেট
টসে জিতল স্কটল্যান্ড।
টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন স্কট ক্যাপ্টেন কাইল কোয়ের্টজার
Scotland have won the toss and elected to field first in Dubai ?#T20WorldCup | #NZvSCO | https://t.co/Huz67z1YXm pic.twitter.com/AinAUJC48Z
— T20 World Cup (@T20WorldCup) November 3, 2021
-
কিউয়িদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য তৈরি স্কটরা
The bat whisperer ? pic.twitter.com/9FTsqrUgry
— Cricket Scotland (@CricketScotland) November 3, 2021
-
দুবাইতে কিছুক্ষণের মধ্যে শুরু হবে কিউয়ি-স্কটদের লড়াই
বুধবারের ডাবল হেডার ম্যাচের প্রথমটিতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে উইলিয়ামসন ও কোয়োর্টজাররা।
Over to you, Group 2!
Who takes out today's #T20WorldCup matches? pic.twitter.com/m4kJiEkhBW
— T20 World Cup (@T20WorldCup) November 3, 2021
Published On - Nov 03,2021 2:45 PM