Rohit Sharma ভিডিয়ো: ক্যাপ্টেনের ফাঁদে ক্যাপ্টেন, টেকনিক্যাল নাকি মানসিক!

Dec 17, 2024 | 7:34 AM

India vs Australia 3rd Test: ম্যাচের তৃতীয় দিন আলোচনার কেন্দ্রে ছিলেন বিরাট কোহলি। বারবার অফসাইডের ফাঁদে পড়েছেন। অফস্টাম্পের বাইরের বল তাড়া করে উইকেটের পিছনে ধরা পড়েছেন। ক্যাপ্টেন রোহিত শর্মার পরিস্থিতিও একই। শুধুই কি টেকনিক্যাল সমস্যা?

Rohit Sharma ভিডিয়ো: ক্যাপ্টেনের ফাঁদে ক্যাপ্টেন, টেকনিক্যাল নাকি মানসিক!
Image Credit source: PTI

Follow Us

ক্যাপ্টেন্স নক…। চাপের মুখে ক্যাপ্টেন দায়িত্ব নেবেন, দুর্দান্ত পারফরম্যান্সে দলকে উদ্ধার করবেন, এমনটাই প্রত্যাশিত থাকে। সেটা ব্যাটিংয়ের দিক থেকে হোক আর ব্যাটিং। অস্ট্রেলিয়া অধিনায়ক সেটা করে দেখিয়েছেন। চতুর্থ দিনের শুরুতেই ভারতের ক্যাপ্টেনকে ফিরিয়ে। ম্যাচের তৃতীয় দিন আলোচনার কেন্দ্রে ছিলেন বিরাট কোহলি। বারবার অফসাইডের ফাঁদে পড়েছেন। অফস্টাম্পের বাইরের বল তাড়া করে উইকেটের পিছনে ধরা পড়েছেন। ক্যাপ্টেন রোহিত শর্মার পরিস্থিতিও একই। তবে রোহিতের আউট নিয়ে একটা প্রশ্নই উঠছে, শুধুই কি টেকনিক্যাল সমস্যা?

ব্রিসবেন টেস্টে বারবার সমস্যায় ফেলেছে বৃষ্টি। ম্যাচের প্রথম দিন মাত্র ১৩.২ ওভার খেলা হয়েছিল। দ্বিতীয় দিন ক্রিকেট প্রেমীদের জন্য দুর্দান্ত ছিল। পুরো দিন খেলা হয়েছে। তবে সেটা ভারতের জন্য স্বস্তির দিন ছিল না। ট্রাভিস হেড এবং স্টিভ স্মিথের ২৪১ রানের জুটি ভারতকে ব্যাকফুটে ঠেলে দিয়েছিল। অবশেষে প্রথম ইনিংসে ৪৪৫ রানে অলআউট করা যায় অস্ট্রেলিয়াকে। কিন্তু ভারতের যা পরিস্থিতি, ফলোঅন এড়ানোই কঠিন। অস্ট্রেলিয়া ফলো অন করবে কি না, পরের ব্যাপার। কিন্তু সুযোগ আসবে, এমন পরিস্থিতিই তৈরি হয়েছে।

এই খবরটিও পড়ুন

চতুর্থ দিনের খেলা শুরু করেন লোকেশ রাহুল ও রোহিত। রাহুলের লাক সঙ্গ দিয়েছিল। রোহিতকে ফাঁদে ফেলেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। প্রথমে কোমরের উচ্চতার ডেলিভারি। পুল শট মিস করেন রোহিত। শর্ট থেকে ফুল লেন্থে শিফ্ট করেন প্যাট কামিন্স। লোভ সংবরণ করেন সাময়িক। এরপর আরও একটি ফুল লেন্থ, কিন্তু ড্রাইভ খেলার চেয়ে বাউন্স বেশি। তাতেই ড্রাইভ খেলে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে ফেরেন রোহিতও। সমস্যাটা যে শুধুই টেকনিক্যাল নয়, এটাই যেন বারবার উঠে আসছে। ভিডিয়ো তাই বলছে।

Next Article