
কলকাতা: রোহিত শর্মা (Rohit Sharma) কি চাপের মুখে অবসর নিলেন? নাকি অভিমানী হয়ে দ্রুত সরে দাঁড়ালেন টেস্ট ক্রিকেট থেকে? এই জোড়া প্রশ্নের উত্তর এখনও মিলছে না। দিন দুয়েক আগে এক বৈঠকে নির্বাচকরা ঠিক করে নিয়েছিলেন, ইংল্যান্ড সফর থেকেই নতুন নেতার হাতে তুলে দেওয়া হবে ভারতকে। অর্থাৎ রোহিতে আর আস্থা রাখেননি নির্বাচকরা। আর তাতে সায় দিয়েছিল বিসিসিআই। এরই সঙ্গে আরও একটা প্রশ্ন বড় হয়ে দেখা দিয়েছে, রোহিত তাড়াহুড়ো নেতৃত্ব ছাড়লেন কেন? এই প্রশ্নের উত্তর দিয়ে দিলেন রোহিতের ছেলেবেলার কোচ দীনেশ লাডও।
বলা হচ্ছে, বোর্ড নাকি বাধ্যই করেছে রোহিতকে টেস্ট ক্যাপ্টেন্সি ছাড়ার জন্য। অজিত আগরকরের নির্বাচক মণ্ডলী নাকি রোহিতকে প্রস্তাব দিয়েছিল, ক্যাপ্টেন্সি ছেড়ে টেস্ট খেলতে। এমনও বলা হচ্ছে, অস্ট্রেলিয়া সফরে যাতে রবিচন্দ্রন অশ্বিনের মতো কাণ্ড যাতে না ঘটে সেই কারণেই রোহিতকে এমন প্রস্তাব দেওয়া হয়েছিল। দীনেশ লাড এ সব বিতর্কে ঢোকেননি। কিন্তু তিনি মনে করছেন না, বড্ড তাড়াহুড়ো করে ফেললেন তাঁর ছাত্র। দীনেশের কথায়, ‘এটা তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্ত নয়। তা যদি হত, তা হলে আগেই নিয়ে নিত। এটা নিয়ে কোনও সন্দেহ নেই যে, ফর্মের জন্য টেস্ট থেকে সরে দাঁড়ায়নি রোহিত। আমার তো মনে হয়, নিজের ভবিষ্যৎ সম্পর্কে আরও ভালো করে ভেবেই ও সরে দাঁড়িয়েছে। রোহিতের এই সিদ্ধান্তটা ইংল্যান্ড সফরের জন্য কোনও ভাবেই প্রভাবিত নয়। নিশ্চিত ভাবেই পরের প্রজন্মকে সুযোগ দেওয়ার জন্যই করেছে ও।’
টেস্ট থেকে অবসর নিলেও ওয়ান ডে থেকে নেননি। ৩৮ বছরের রোহিতের স্বপ্ন বেঁচে থাকছে বলে মনে করছেন দীনেশ লাড। তাঁর সোজা বক্তব্য, ‘রোহিত টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছিল আগেই। এ বার টেস্ট থেকেও নিল। কিন্তু ও এখনও ওয়ান ডে থেকে অবসর নেয়নি কিন্তু। আমার তো মনে হয়, ২০২৭ সালের ওয়ান ডে বিশ্বকাপটা ও খেলতে চায়। ২ বছর পর বিশ্বকাপটা জিতে ও পুরোপুরি অবসর নেবে।’