
ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের সিরিজে ২-১ এগিয়ে বেন স্টোকসরা। ব্যাটারদের জন্য কঠিন পরীক্ষা ছিল লর্ডসে। এর মাঝেই প্রথম ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন জো রুট। তেমনই ভারতের ওপেনার লোকেশ রাহুলও প্রথম ইনিংসে সেঞ্চুরি করেন। সবচেয়ে হতাশার কেটেছে ভারত অধিনায়ক শুভমন গিলের জন্য। প্রথম বার টেস্ট খেলতে নেমেছিলেন লর্ডসে। সিরিজের প্রথম দু-ম্যাচেই সেঞ্চুরি করেছিলেন। শুধু তাই নয়, ২৬৯ রানের দুর্দান্ত ইনিংস সহ প্রথম দু-ম্যাচেই ৪৩০ রান করেছিলেন। লর্ডস টেস্টের প্রভাব পড়ল আইসিসি ব্যাটারদের ক্রমতালিকাতেও।
একদিকে যেমন ভারত-ইংল্যান্ড টেস্ট হয়েছে, তেমনই ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়াও। এরপরই সাপ্তাহিক যে ব্যাটারদের ক্রমতালিকা প্রকাশিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা, তাতে শীর্ষস্থানে ফিরে এসেছেন জো রুট। লর্ডসে সেঞ্চুরির সৌজন্য়েই এই উন্নতি। তেমনই শীর্ষে থাকা হ্যারি ব্রুক শীর্ষস্থান থেকে নেমে গিয়েছেন তিন নম্বরে। ভারতীয় ব্যাটারদের মধ্যে টপ ফাইভে ছিলেন যশস্বী জয়সওয়াল। লর্ডসে যশস্বীর ব্যর্থতার জেরে তাঁকে ছাপিয়ে গিয়েছেন স্টিভ স্মিথ।
সিরিজের প্রথম দুই টেস্টে দুর্দান্ত পারফর্ম করা শুভমন গিল ক্রমতালিকায় ৬ নম্বরে উঠে এসেছিলেন। লর্ডসে দুই ইনিংসে হতাশাজনক পারফরম্যান্সের জেরে তিন ধাপ নেমে নবম স্থানে ভারত অধিনায়ক শুভমন গিল। বোলারদের ক্রমতালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরা। লর্ডসে সব মিলিয়ে ৭ উইকেটের সৌজন্যে দ্বিতীয় স্থানে থাকা রাবাডার সঙ্গে ৫০ পয়েন্টে এগিয়ে বুমরা।