RCB vs GG, WPL 2023: নকআউটের স্বপ্ন বাঁচাতে জিততেই হবে আরসিবিকে, আজ স্মৃতিদের চ্যালেঞ্জ গুজরাট

জয়ের ধারা বজায় রেখে নকআউটের দিকে এগোতে চায় আরসিবি। এদিকে গুজরাটের পরিস্থিতিও মোটামুটি একই রকম।

RCB vs GG, WPL 2023: নকআউটের স্বপ্ন বাঁচাতে জিততেই হবে আরসিবিকে, আজ স্মৃতিদের চ্যালেঞ্জ গুজরাট
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Mar 18, 2023 | 9:35 AM

মুম্বই: টানা পাঁচ ম্যাচে হারে বিধ্বস্ত রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) অক্সিজেন পেয়েছে শেষ ম্যাচে। বিরাট কোহলির মূল্যবান মন্ত্রে টুর্নামেন্টে জেগে উঠেছে আরসিবির মেয়েরা। ইউপি ওয়ারিয়র্সকে হারিয়ে নিজেদের সর্বশেষ ম্যাচে জয় পেয়েছেন স্মৃতি মান্ধানারা। এই জয়ে খানিকটা স্বস্তি আরসিবি শিবিরে। ফিনিক্স পাখির মতো জেগে উঠে নকআউটে পা রাখতে চায় দলটি (WPL 2023)। লক্ষ্যে পৌঁছনোর পথটা কঠিন। বাকি থাকা নিজেদের দুটি ম্যাচেই জিততে হবে রিচাদের। তারপরও তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলির দিকে। অন্য দলের ফলাফল কারও হাতে নেই। কিন্তু নিজেদের ম্যাচগুলি জিতে নকআউটের দিকে পা বাড়িয়ে রাখতে চায় টিম। আজ, শনি সন্ধ্যায় আরসিবির মেয়েদের প্রতিপক্ষ গুজরাট জায়ান্টস (Gujrat Giants)। স্নেহ রানার নেতৃত্বাধীন গুজরাট হোঁচট খেয়েও এগোচ্ছে। শেষ ম্যাচে জয় পেয়েছে তারা। বিস্তারিত TV9 Bangla-র এই প্রতিবেদনে।

এ বারের ডব্লিউপিএলে আরসিবিই একমাত্র দল যারা টানা ৫ ম্যাচে হারের পর ষষ্ঠতম ম্যাচে ২ পয়েন্ট পেয়েছে। গুজরাটের বিরুদ্ধে সর্বশেষ ম্যাচে আরসিবি ১১ রানে হেরেছিল। তাই আজকের ম্যাচটি আরসিবির কাছে বদলার ম্যাচ। ইউপির বিরুদ্ধে শেষ ম্যাচে জেতায় এখনও নকআউটে ওঠার সম্ভবনা রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সামনে। টুর্নামেন্টে বাকি থাকা দু’টি ম্যাচে আরসিবিকে জিততে হবে। শুধু তাই নয়, ২টি ম্যাচে জেতার পর তাকিয়ে থাকতে হবে বাকি দলগুলির দিকে। জয়ের ধারা বজায় রেখে নকআউটের দিকে এগোতে চায় আরসিবি। এদিকে গুজরাটের পরিস্থিতিও মোটামুটি এক রকম। শেষ ছয়টি ম্যাচের মধ্যে মাত্র দুটিতে জয় পেয়েছে গুজরাট। যে কারণে পয়েন্ট টেবলের শেষদিক থেকে দ্বিতীয় নম্বরে রয়েছে। একদম শেষ স্থান আরসিবির সঙ্গে পয়েন্টের ব্যবধান ২। দুটি দলের কাছেই মরণ বাঁচন লড়াই।

টুর্নামেন্টে জয়ের মুখ দেখলেও অধিনায়ক স্মৃতি মান্ধানার ফর্ম এখনও ব্য়াঙ্গালোরের মাথাব্যথার কারণ। গত ম্যাচে কণিকা আহুজা, রিচা ঘোষদের মতো তরুণ মুখগুলি ম্যাচ জিতিয়েছে। ব্যাটে-বলে ধারাবাহিকভাবে পারফর্ম করছেন অলরাউন্ডার এলিস পেরি। কিন্তু স্মৃতির ছন্দ খুঁজে পাওয়া যায়নি এখনও। গুজরাটের চিন্তা ছিল অ্যাশলে গার্ডনারকে নিয়ে। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ব্যাটে-বলে অনবদ্য পারফর্ম করে স্বস্তি ফিরিয়েছেন গার্ডনার। ৫১ রানের ইনিংস খেলার পর ২টি উইকেট নিয়েছিলেন। ম্যাচ সেরা হন তিনিই। ডব্লিউপিএলের সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটার এখন থেকে প্রতিটি ম্যাচেই পারফর্ম করার জন্য মুখিয়ে থাকবেন। সব মিলিয়ে শনি সন্ধ্যায় আরও একটি হাড্ডাহাড্ডির ম্যাচের অপেক্ষায় ডব্লিউপিএল।