মুম্বই: হার দিয়ে মেয়েদের প্রিমিয়র লিগ শেষ করল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। মঙ্গলবার ডব্লিউপিএলের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৪ উইকেটে হার আরসিবির। প্রথমে ব্যাটিং করে ৯ উইকেট খুইয়ে আরসিবি তোলে ১২৫ রান। স্মৃতি মান্ধানার ২৪ রান, এলিস পেরির ৩৮ বলে ২৯ এবং রিচা ঘোষের ১৩ বলে ২৯ রানের ক্যামিও ইনিংস। জবাবে ৪ উইকেট হাতে রেখে ম্যাচ জিতে যায় মুম্বই। ৯ উইকেট হারিয়ে খাতায় ১২৫ রান তোলে আরসিবি। অ্যামেলিয়া কের নিলেন ৩ উইকেট। দুটি করে উইকেট নেন ন্যাট সিবার ব্রান্ট এবং ইসি ওং। রান তাড়া করতে নেমে ২৭ বলে ৩১ রান করেন মুম্বইয়ের অধিনায়ক হরমনপ্রীত কৌর। আরসিবিকে শেষ ম্যাচে হারের স্বাদ দিয়ে ৬ উইকেট খুইয়ে লক্ষ্যে পৌঁছে গিয়েছে হরমনপ্রীতের মুম্বই।
শেষ ম্যাচে হার আরসিবির। ৪ উইকেটে ম্যাচ জিতল মুম্বই ইন্ডিয়ান্স। পয়েন্টের নিরিখে হরমনপ্রীত কৌররা এখন ১ নম্বরে।
আহুজার বলে ইসি উংয়ের ক্যাচ নিলেন মান্ধানা। ষষ্ঠ উইকেট হারাল মুম্বই ইন্ডিয়ান্স। ১৬.১ ওভারে ১২৪ রান মুম্বইয়ের।
কণিকা আহুজার বোলিংয়ে স্মৃতি মান্ধানার হাই ক্যাচ। ৫ উইকেট হারাল মুম্বই। ১৫.৫ ওভারে ১২০ রান।
দিল্লি ক্যাপিটালসের নেট রান রেটকে ছাপিয়ে যেতে পারল না মুম্বই। দিল্লিকে ছাপিয়ে যেতে হলে ১১.৩ ওভারে ম্যাচ জেতার প্রয়োজন ছিল মুম্বইয়ের। ৪ উইকেট হারিয়ে উঠল ৯৩ রান। সরাসরি ফাইনালে উঠতে যেমন মুম্বইকে নিজেদের ম্যাচ জিততে হবে তেমনই দিল্লি ক্যাপিটালসকে হারতে হবে। তাই দ্বিতীয় ম্যাচে ইউপির জয় প্রার্থনা করবে মুম্বই ইন্ডিয়ান্স।
এলিস পেরি ফেরালেন মুম্বইয়ের অধিনায়ককে। ৫ বলে ৩ রান। মুম্বইয়ের স্কোর ৭৪/৪।
আশা শোভনার বলে রিচার হাতে ধরা পড়লেন ন্যাট সিবার ব্রান্ট। ৭ বলে ১৩ রান। ৭২ রানে ৩ উইকেট হারাল
১৭ বলে ২৪ রান। মেগান শুট ফেরালেন হেইলি ম্যাথুজকে। ৮ ওভারে ৬৪/২।
পাওয়ার প্লে-তে ৫৩ রানে ১ উইকেট হারিয়েছে মুম্বই।
প্রথম উইকেট পড়ল মুম্বইয়ের। ২৬ বলে ৩০ রান করে শ্রেয়াঙ্কা পাটিলের বলে ফিরলেন যস্তিকা ভাটিয়া।
মুম্বইয়ের ওপেনিং জুটিতে ৫০ রান পার। হেইলি ম্যাথিউজ ২০। যস্তিকা ভাটিয়ার ৩০ রান।
সোফি ডিভাইনের নো বল। বেঁচে গেলেন ওপেনার হেইলি ম্যাথুজ।
মুম্বই কি ১১.৩ ওভারে রান তাড়া করে জিততে পারবে? যস্তিকা ভাটিয়া-হেইলি ম্য়াথুজ জুটির উপর অনেকটা নির্ভর করবে। যদিও প্রথম বলেই লেগ বিফোরের আবেদনে সাড়া আম্পায়ারের। রিভিউ নিলেন হেইলি ম্য়াথুজ। যদিও উইকেট মিসিং। বাঁচলেন ম্য়াথুজ।
পয়েন্ট টেবলে শীর্ষে রয়েছে দিল্লি ক্য়াপিটালস। দিনের দ্বিতীয় ম্য়াচে মুখোমুখি দিল্লি ও ইউপি ওয়ারিয়র্স। দিল্লিকে নেট রান রেটে ছাপিয়ে যেতে ১১.৩ ওভারে জিততে হবে মুম্বই ইন্ডিয়ান্সকে। হরমনপ্রীতদের প্রয়োজন ১২৬ রান।
২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৫ রান তুলল আরসিবি। মুম্বইয়ের জিততে প্রয়োজন ১২৬ রান।
দিশা কাসাতের উইকেট নিলেন ইসি ওং। নবম উইকেট হারাল আরসিবি।
১৩ বলে ২৯ রান করে ফিরলেন রিচা ঘোষ। অষ্টম উইকেট হারাল ব্যাঙ্গালোর।
মেগান শুটকে ফেরালেন সাইকা ইশাক। ১৮ ওভারে আরসিবির স্কোর ১০৮/৭।
আরসিবির দলীয় স্কোর ১০০ রান পার করল। ক্রিজে রিচা ঘোষ এবং মেগান শুট।
৩৮ বলে ২৯ রান করে ফিরলেন এলিস পেরি। বড় ধাক্কা আরসিবির। ১৬.২ ওভারে আরসিবির স্কোর ৯১/৫।
অ্যামেলিয়া কের-এর ঝুলিতে তৃতীয় উইকেট। ১২ বলে ১৩ রান করে ফিরলেন কণিকা আহুজা। ১৫ ওভারে আরসিবি ৭৯/৪। ক্রিজে রিচা ঘোষ।
তৃতীয় উইকেট হারাল আরসিবি। হেদার নাইটকে ফেরালেন অ্যামেলিয়া কের। ১১.২ ওভারে স্কোর ৫৯/৩।
১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৫৬ রান রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের।
ডব্লিউপিএলের প্রথম সংস্করণের শেষ ম্যাচে ২৪ রান করে ফিরলেন স্মৃতি মান্ধানা। অ্যামেলিয়া কের আউট করলেন তাঁকে। আরসিবির স্কোর ৭ ওভারে ৩৭/২।
শেষ ম্যাচে স্মৃতি মান্ধানার ব্যাটিংয়ে আত্মবিশ্বাসের ছোঁয়া। মুম্বইয়ের বোলারদের বিরুদ্ধে চার, ছক্কা হাঁকাচ্ছেন।
৩ ওভার শেষে আরসিবির স্কোর ৯/১। ক্রিজে স্মৃতি ও এলিস পেরি।
প্রথম ওভারের দ্বিতীয় বলেই আউট সোফি ডিভাইন। রান আউট হয়ে ফিরলেন গত ম্যাচে ৯৯ রানের বিধ্বংসী ইনিংস খেলা সোফি।
আরসিবির হয়ে ওপেনিংয়ে স্মৃতি মান্ধানা এবং সোফি ডিভাইন। বোলিংয়ের সূচনায় ন্যাট সিবার ব্রান্ট। গত ম্যাচে বিধ্বংসী সোফিকে দ্রুত প্যাভিলিয়নে পাঠাতে চাইবে মুম্বই।
আরসিবির একাদশ: সোফি ডিভাইন, স্মৃতি মান্ধানা (অধিনায়ক), এলিস পেরি, কণিকা আহুজা, হেদার নাইট, রিচা ঘোষ (উইকেটকিপার), শ্রেয়াঙ্কা পাটিল, দিশা কাসাত, শোভনা আশা, মেগান শুট এবং প্রীতি বসু
মুম্বই ইন্ডিয়ান্স একাদশ: হেইলি ম্যাথুজ, যস্তিকা ভাটিয়া, ন্যাট সিবার, হরমনপ্রীত কৌর, অ্যামেলিয়া কের, পূজা বস্ত্রকার, ইসি ওং, হুমাইরা কাজি, অমনজ্যোৎ কৌর, জিন্তিমনি কলিতা, সাইকা ইসাক
টস জিতল মুম্বই ইন্ডিয়ান্স। এই প্রথম ডব্লিউপিএলে টস জিতলেন হরমনপ্রীত কৌর। প্রথমে ফিল্ডিং করবে মুম্বই। আরসিবিকে রান তাড়া করে হারাতে চায় তারা। প্রথম একাদশে পরিবর্তন নেই মুম্বইয়ের। আরসিবির একাদশেও পরিবর্তন নেই।
সোমবার রাতে শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৯ উইকেটে হেরে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।
পড়ুন বিস্তারিত: টানা দ্বিতীয় হার মুম্বইয়ের, ৯ উইকেটের বিশাল জয় দিল্লি ক্যাপিটালসের
ইউপি ওয়ারিয়র্স, গুজরাট জায়ান্টসের পর স্মৃতিদের শিকার মুম্বই ইন্ডিয়ান্স?